আমি মুন্না নীল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি সহজেই YouTube এর ভিডিও 320kbps MP3 Audio তে Convert করে Download করতে পারবেন।
আমরা সব সময় ভিডিও দেখার Mood এ থাকিনা। আবার কোন কোন গানের ভিডিও দেখতে ওতটা ভালো লাগেও না। কেমন হয় যদি আমরা সরাসরি অনলাইনেই ভিডিও টি Audio তে কনভার্ট করে Download করে আমাদের ফোনে অথবা কম্পিউটারে Save করে রাখতে পারি?
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাকঃ
১। আপনার কম্পিউটার অথবা ফোনের যেকোনো Browser ওপেন করুন।
২। আপনার পছন্দের ভিডিও টি YouTube থেকে খুঁজে বের করুন।
৩। এখন শুধু আপনার পছন্দের YouTube ভিডিওর লিংকের সামনে 320 লিখে Search করুন।
৪। এখন Genaret Download Button এ ক্লিক করুন।
৫। সবশেষে Download MP3 button এ ক্লিক করার সাথে সাথেই Download শুরু হয়ে যাবে।
এখন ইচ্ছামতো বার বার Headphone লাগিয়ে আপনার পছন্দের গান শুনুন কোন রকম ইন্টারনেট আর Loading ছাড়া।
আমার টিউনটি আপনাদের ভালো লাগলে আমার Blog site থেকে ঘুরে আসতে পারেন।
আমার টিউনে আপনাদের উপকার হবে কিনা জানিনা। কিন্তু ক্ষতি যে হবে না তা তে আমি ১০০% সিউর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমি Munna NeeL। Administrator, TechLines, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।