আজকের পোস্ট আই পি হাইড সফটওয়্যার নিয়ে । আমাদের বিভিন্ন কারণে আই পি পরিবর্তনের দরকার হতে পারে। আর সে জন্য আই পি হাইড সফটওয়্যার বা বিভিন্ন অ্যাড-অন্স ব্রাউজারে ব্যাবহার করতে হয় । কিন্তু নেটে যে আই পি হাইড সফটওয়্যার পাওয়া যায় তার সবগুলো কাজ করে না বা আইপি পরিবর্তন করতে পারে না।
তাই আমি ব্যাবহার করতে পেরেছি এমন ২ টি আই পি হাইড সফটওয়্যার এবং টেস্ট করা হয়নাই সংগ্রহে আছে এমন আরো ৮ টা মোট ১০ টা আইপি হাইড করার সম্পর্কে লিখছি এবং এর একেকটা প্রায় 29$ এ কিনতে পাওয়া যাবে । কিনতে না পারলে আমার মত ক্র্যাক ব্যাবহার করতে পারেন ।
ইন্সটলের পর অ্যাড-অন ইন্সটলের পার্মিশন চাইবে । ইন্সটল করে নিন ।
আর এটা শুধু ইন্টারনেট এক্সপ্লোরার আর ফায়ারফক্সে কাজ করবে । তবে অন্য ব্রাউসারে দেখতে পারেন ।
চুজ আই পি কান্ট্রী থেকে দেশ সিলেক্ট করে দিন।
বিভিন্ন আই পি চেক করার সাইটে আমার আই পি:
DOWNLOAD:
সফটওয়্যারগুলোর বেশীর ভাগ-ই টরেন্ট থেকে নামানো।
আর নীচের ২ টার ক্র্যাক পাই নাই। ট্রায়াল ইউস করতে হবে। কারো কাছে থাকলে মন্তব্যে শেয়ার করতে পারেন।
আমি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি পড়াশুনা করছি লেদার ইঙ্গিনীয়ারিংএ । পাশাপাশি IT তে আগ্রহী ।
একটা জিনিষ বুঝলাম না। আমার ব্লগ থেকে সরাসরি কপি করে পোস্ট করলে টিউনার পেজে ছবি সহ দেখা যায় কিন্তু এখানে দেখা যায় না। নতুন করে ছবি আপলোড বা html e img code বসাতে হয়। কেউ কি বিষয়টা পরিষ্কার করতে পারেন?