সংগ্রহে রাখুন ১০ টা হাইড আইপি সফটওয়্যার আর কাজে লাগাতে পারলে তো আরো ভালো!

hide my ip

আজকের পোস্ট আই পি হাইড সফটওয়্যার নিয়ে । আমাদের বিভিন্ন কারণে আই পি পরিবর্তনের দরকার হতে পারে। আর সে জন্য আই পি হাইড সফটওয়্যার বা বিভিন্ন অ্যাড-অন্স ব্রাউজারে ব্যাবহার করতে হয় । কিন্তু নেটে যে আই পি হাইড সফটওয়্যার পাওয়া যায় তার সবগুলো কাজ করে না বা আইপি পরিবর্তন করতে পারে না।

তাই আমি ব্যাবহার করতে পেরেছি এমন ২ টি আই পি হাইড সফটওয়্যার এবং টেস্ট করা হয়নাই সংগ্রহে আছে এমন আরো ৮ টা মোট ১০ টা আইপি হাইড করার সম্পর্কে লিখছি এবং এর একেকটা প্রায় 29$ এ কিনতে পাওয়া যাবে । কিনতে না পারলে আমার মত ক্র্যাক ব্যাবহার করতে পারেন ।

hide ip

ইন্সটলের পর অ্যাড-অন ইন্সটলের পার্মিশন চাইবে । ইন্সটল করে নিন ।

আর এটা শুধু ইন্টারনেট এক্সপ্লোরার আর ফায়ারফক্সে কাজ করবে । তবে অন্য ব্রাউসারে দেখতে পারেন ।

hip 1

আমার আসল আই পি।

my ip address

চুজ আই পি কান্ট্রী থেকে দেশ সিলেক্ট করে দিন

বিভিন্ন আই পি চেক করার সাইটে আমার আই পি:

my ip

my ip2

my ip add

my ip address5

নীচের লিঙ্ক ক্লিক করে ফ্রী ডাউনলোড > ৩০ সেকেন্ড অপেক্ষা > create download link > ডাউনলোড করে নিন।

DOWNLOAD:

Real Hide IP V4.0.9.2 + Crack

Super.Hide.IP.v3.1.0.2

Super_Hide_IP_v3.0.8.6

Hide IP Easy 5.0.5.2 Full + crack

Hide Your IP Address v1.0

IPChanger_3_0_15 porteble

Sir AdGuard 1.0

HSS-1.56-install-anchorfree

সফটওয়্যারগুলোর বেশীর ভাগ-ই টরেন্ট থেকে নামানো।

আর নীচের ২ টার ক্র্যাক পাই নাই। ট্রায়াল ইউস করতে হবে। কারো কাছে থাকলে মন্তব্যে শেয়ার করতে পারেন।

hidemyip

PlatinumHideIPSetup

CGVPN45

এবার মূল ফাইলটা ইন্সটল করে রান করার অপশন আসলে নো করে দিন। এরপর টাস্কবার থেকে এটা এক্সিট করে দিন। এখন ক্র্যাক ফাইল ইন্সটল করা ফোল্ডারে কপি রিপ্লেস করুন ব্যাস কাজ শেষ। উপরে দেয়া নির্দেশনা অনুসরণ করে ফুল ভার্সন করতে পারবেন

লিখাটি আমার ব্লগ মাহমুদুল১৯ এবং অন্যান্য ব্লগ বা ফোরামে প্রকাশিত হয়ে থাকতে পারে। হলে অবাক হবেন না!

Level 0

আমি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি পড়াশুনা করছি লেদার ইঙ্গিনীয়ারিংএ । পাশাপাশি IT তে আগ্রহী ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটা জিনিষ বুঝলাম না। আমার ব্লগ থেকে সরাসরি কপি করে পোস্ট করলে টিউনার পেজে ছবি সহ দেখা যায় কিন্তু এখানে দেখা যায় না। নতুন করে ছবি আপলোড বা html e img code বসাতে হয়। কেউ কি বিষয়টা পরিষ্কার করতে পারেন?

ভাইয়া আমার easy ip hide3.7.6 verson এর ক্রাক লাগবে

    কেন ভাই। প্রথম ২ টা তেই তো ভালো কাজ করে। ছবিতে দেখেন।

thnx 4 sharing

thankyou

আরে ভাই এগুলি ব্যবহার করলেত নেট প্রচন্ড স্লো হয়ে যায় । কোন পেজই ওপেন হতে চায় না । তাইলে পেজই যদি ওপেন না হয় তাইলে কি আর আইপি হাইডের আদৌ কোন দরকার আছে নাকি ?

Level 0

vai ip hide kore lav ta ki??? ektu janaben plz