কেমন আছেন টেকটিউনস জনগণ? আশা করি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল না থাকবেন? কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে।
বিটটরেন্ট তালিম চেইন টিউন কি এবং এতে কি কি আছে তা বিস্তারিত জানুন আমার বিটটরেন্টে এর তালিম চেইন টিউনের ঘোষণা থেকে।
আজকে থাকছে এর শেষ এবং ৬ষ্ঠ পর্ব। আপনি যদি এর অনন্যা পর্বগুলো এখনও পড়ে না থাকেন তবে এখনই অনন্যা পর্বগুলো পড়ে নিন। তা না হলে আপনি এই পর্বটি বুঝতে পারবেন না।
Seedbox হচ্ছে ভিপিএস (ভার্চুয়াল প্রাইভেট সার্ভার) বা ক্লাউডে স্থাপিত একটি ফিজিক্যাল ডেডিকেটেড সার্ভার। আর এগুলি টরেন্ট ডাউনলোড এবং আপলোডের নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আর এ কারণেই Seedbox সার্ভারগুলির সাধারণত উচ্চ-গতির ইন্টারনেটে সংযোগ থাকে এবং যা 24/7 পাওয়া যায়।
তাছাড়া কিছু প্রাইভেট টরেন্ট ট্র্যাকারদের হাইস্পিড এর ইন্টারনেট এর প্রয়োজন হয়, সুতরাং Seedbox ই হচ্ছে এর নিখুঁত সমাধান কেননা এটি সর্বদা একটিভ থাকে। যেহেতু এটি স্থাপন করা হয়েছে ফলে এর জন্য অতিরিক্ত স্থান, বিদ্যুত, ব্যান্ডউইথ বা ক্যাবলিংয়ের মতো জিনিসগুলির প্রয়োজন হয় না। তাই আপনি আপনার রিসোর্স এর জন্য ব্যয় না করে হাইস্পিড আপলোড নিশ্চিত করতে পারবেন।
আর এজন্য আপনাকে আপনার কম্পিউটারে কোনও টরেন্ট সফ্টওয়্যার ইনস্টল করতে হবে না কারণ সমস্ত টরেন্ট ডাউনলোড এবং আপলোড রিমোট টরেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে করা হয়।
এছাড়াও Seedbox আর একটি সুবিধা হল আপনার পাবলিক ইন্টারনেট অ্যাড্রেস ইনভিজিবল থাকে ফলে আপনার নির্দিষ্ট অ্যাড্রেস ট্রাক করতে পারে না। কেবল Seedbox এর পাবলিক আইপি তে রিস্ক রয়েছে কারণ এটি সমস্ত বিশ্বের জন্য উন্মুক্ত অবস্থায় থাকে। আর টরেন্ট থেকে কন্টেন্ট ডাউনলোড করার সময় এটি আপনার সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখে।
তাছাড়াও Seedbox এর ডেটা আপনি আপনার পিসিতে ডাউনলোড করতে পারবেন, কেননা এনক্রিপ্ট করা ফাইল ট্র্যান্সফার প্রোটোকল ব্যবহার করে ডাটা ট্র্যান্সফার করে থাকে, যেমনঃ SFTP বা FTPS।
কিছু Seedboxes পূর্ব-ইনস্টল করা থাকে Plex Media Server এ, যার মাধ্যমে আপনি আপনার সকল মিডিয়া ফাইল আপনার পছন্দের ডিভাইসে স্ট্রিমিং করতে পারবেন Seedbox এর সাহায্যে। সুতরাং আপনাকে আর কষ্ট করে ডেটা ডাউনলোড করতে হবে না। অন্য কথায় বলা যায়, আপনার Seedbox একটি দুর্দান্ত মিডিয়া সেন্টারে পরিণত হয়েছে যার মাধ্যমে আপনি আপনার মিডিয়া ফাইলগুলো যেকোন স্থানে বসে উপভোগ করতে পারবেন যেকোন ডিভাইসে।
আমাদের বায়ুমন্ডল ও আকাশ সম্ভবত P2P ফাইল শেয়ার করে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আর এই টরেন্ট নিয়ে মিডিয়া ইন্ডাস্ট্রির প্রচুর অপছন্দ থাকা সত্ত্বেও, টরেন্ট কেবল স্থায়ী হচ্ছে তা কিন্তু নয়, টরেন্ট একই সাথে বিকশিতও হচ্ছে।
এছাড়াও টরেন্ট নেটওয়ার্ক হচ্ছে সমজাতীয় লোকদের নিয়ে একটি ডাইনামিক কমিউনিটি। আর টরেন্ট কমিউনিটি এতই বড় এবং ভৌগলিকভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে সরকার এবং এজেন্সিগুলির পক্ষে তাদের থামানো প্রায় অসম্ভবই বটে।
শুধুমাত্র মিডিয়া প্রযোজকরাই এই টরেন্ট প্রযুক্তিটিকে একটি সুযোগ হিসাবে দেখছেন আর সময়ের সাথে সাথে এটি আরো বিকশিত হতে পারে সেই ধারণাই তারা প্রকাশ করেছে। নেটফ্লিক্সের কেসটির দিকে লক্ষ করুন যা আমি আগেই উল্ল্যেখ করেছিলাম এবং টরেন্ট কমিউনিটির মাধ্যমে ট্রেন্ড অনুসন্ধান করা হচ্ছে একটি অভিনব পন্থা।
কিন্তু সময় পরিবর্তন সাথে সাথে এবং ব্যবহারকারীরাও তাদেরকে অ্যাডজাস্ট করে ফেলেছেন। আর হাই-স্পিড ইন্টারনেট এবং স্ট্রিমিং সার্ভিসের গুলো P2P বিশ্বকে কাঁপাচ্ছে, ফলে চারদিকে কন্টেন্ট ডাউনলোডিং এর সাথে সাথে মিডিয়া স্ট্রিমিং ও বাড়ছে অভাবনীয় ভাবে। যদি আপনি কেবল মিডিয়া স্ট্রিমিং করে আপনার কাংখিত কন্টেন্ট দেখতে পারেন তবে কেন টরেন্ট ডাউনলোডের করে দীর্ঘ সময় ব্যয় করবেন?
আগে যেই সব ব্যবহারকারীরা টরেন্ট থেকে ডাউনলোড করতেন তারা Netflix, Hulu, Youtube বা Youtube এর মাধ্যমে তাদের কাংখিত কন্টেন্ট দেখে নিচ্ছে ডাউনলোডের ঝামেলা ছাড়াই। ফলে তাদেরকে আর টরেন্ট থেকে ফাইল ডাউনলোড করার পুরো প্রক্রিয়াটি অতিক্রম করতে হয় না, শুধুমাত্র অনলাইনে গিয়ে প্লে বাটনে ক্লিক করে কন্টেন্ট উপভোগ করা আরও সুবিধাজনক।
Plex Media Server, এর অন্য একটি অনলাইন সার্ভিস প্রদান করে যার মাধ্যমে আপনি আপনার মিডিয়া ফাইল্গুলো অরগানাইজ করতে এবং বিশ্বের যে কোনও জায়গায় থেকে স্ট্রিমিং করতে পারবেন। যারা সিরিয়াস টরেন্ট ব্যবহারকারী রয়েছেন তাদের জন্য Plex সত্যই খুবই কার্যকর টুলস হয়ে উঠেছে। তাছাড়া, আপনি কীভাবে সেট আপ করবেন এবং কীভাবে এটিকে পরিচালনা করবেন সেই সম্পর্কে এই লিঙ্কে ক্লিক করুন।
এমনকি কিছু টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার ও অনলাইনে মিডিয়া স্ট্রিমিং সেবা প্রদান করা শুরু করেছে এর অত্যাধিক জনপ্রিয়তার কারনে। যেমনঃ uTorrent এবং BitLord টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার হচ্ছে একটি উদাহরণ যা স্ট্রিমিং এর সার্ভিস দেওয়া শুরু করেছে। তাই এখন আর আপনার কম্পিউটারে ফাইল ডাউনলোড করার প্রয়োজন নেই শুধু "Play Now" বা "প্লেব্যাক" লিঙ্কে ক্লিক করেই কাংখিত কন্টেন্ট উপভোগ করার জন্য অফার করে থাকে।
বিটটরেন্ট এর তালিম এর এটিই আজকে ৬ তম, ষষ্ঠ ও শেষ পর্ব। আমার ৬ পর্বের এই "বিটটরেন্ট এর তালিম" চেইনটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে।
সে পর্যন্ত ভালো থাকুন। ৫ ওয়াক্ত সালাত আদায় করুন।
আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।
আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।
আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 191 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।