আমার তৈরি করা একটি ঘড়ি, যার মাধ্যমে পিসি নিজে থেকেই বন্ধ/রিস্টার্ট হবে নির্দিষ্ট সময় পরে ,তাছাড়া এলার্ম দিয়ে আপনার ঘুমও ভাঙ্গাবে।

বন্ধুরা, কেমন আছেন সবাই ? অনেকদিন পরে লিখতে বসলাম, টিটি মিস করছিলাম ভীষন। কি করব, ব্যস্ত সময় কাটছে এখন। যাই হোক, কাজের কথায় আসি।

বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটি অন্যরকম সফটওয়্যার নিয়ে। এটি আমার নিজের তৈরি। একটিডিজিটাল ঘড়ি। না, কোনো সাধারণ ঘড়ি এটি নয়। তাহলে কেমন ঘড়ি এটি ? তার আগে চলুন এক নজর এটিকে দেখে নিই।

লক্ষ্য করে দেখুন,আমি এর উপরে ও নিচে বেশ কিছু রঙ্গিন বাটন রেখেছি। উপরের বাটনগুলো দিয়ে আপনি ঘড়ির ডিজিটের রঙ পরিবর্তন করতে পারবেন আর নিচের বিভিন্ন রঙের বাটন দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডের রঙ পরিবর্তন করতে পারবেন। আসুন দেখি, কিছু কালার।

অর্থাৎ আপনি যে রঙ ইচ্ছা সে রঙের ব্যাকগ্রাউন্ড ও ডিজিট পছন্দ করতে চান যে কোনো রঙ্গই সিলেক্ট করতে পারবেন। শুধু তাই নয়, এই ঘড়িটিতে আমি  টিক টিক শব্দ করার ব্যবস্থাও রেখেছি। তবে আপনি ইচ্ছা করলে শব্দ বন্ধ রাখতে পারেন। SOUND OFF বাটনে ক্লিক করে। আবার SOUND ON বাটনে ক্লিক করলে সাউন্ড হবে।

এখানেই শেষ নয়। আপনি চাইলে এলার্মও সেট করে দিতে পারেন বাম পাশের বাটনগুলো দিয়ে। বাম পাশের সাদা ঘরটিতে নিচের মত করে সময় লিখে দিতে হবে।

এরপর set alarm বাটনে ক্লিক করলে এলার্ম সেট হবে। আবার এলার্ম cancel করতে চাইলে অথবা এলার্ম বাজলে তা বন্ধ করতে চাইলে stop এ ক্লিক করুন। আরেকটি কথা সাদা বক্সে প্রতিবার টাইম চেঞ্জ করার পরে set alarm বাটনে ক্লিক করে এলার্ম চালু করতে হবে।

লক্ষ্য করুন always on top লেখাটির নিচে দুটি বাটন আছে। yes বাটনে ক্লিক করলে এই ঘড়িটি সবসময় সব উইন্ডোর উপরে থাকবে। no বাটনে ক্লিক করলে অন্যান্য সাধারন উইন্ডোর মত এর উপর উইন্ডো রাখলে তা নিচে যাবে।

এখনও শেষ হয়নি। এই ঘড়ির ডানপাশে আমি আরো কিছু অপশন রেখেছি।

ডানপাশের সাদা বক্সে নিচের মত সময় সেট করে shut down বাটনে ক্লিক করলে উক্ত সময় হওয়ার সাথে সাথে কম্পিউটার নিজে থেকে বন্ধ হয়ে যাবে। আর restart বাটনে ক্লিক করলে সাদা বক্সে সেট করা সময় অনুসারে পিসি নিজে থেকে রিস্টার্ট হবে। cancel বাটনে ক্লিক করে আপনার পিসি অফ হওয়া বা রিস্টার্ট নেয়া cancel হবে।

তবে আর দেরী কেন ? এখুনি ডাউনলোড করে ঘড়িতে সময় সেট করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। আপনার পিসি নিজের থেকেই এলার্ম বাজিয়ে আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেবে অথবা নিজে থেকেই পিসি বন্ধ হয়ে যাবে

ডাউনলোড লিঙ্ক এখানে সাইজ মাত্র ৫১৯কিলোবাইট।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম ডাউনলোড করলাম। ভালো হয়েছে। না খুব ভালো হয়েছে। 😀

    নাহ ভালা হয় নাই 🙁 unhandled operation দেখাচ্ছে। আমারটা উইন ৭। কারণ বলেন।

    Level 0

    এটাই হয়তো কারণ হবে 🙁 আমি উইন্ডোজ এক্সপি ইউস করি। প্রোগ্রামটি ভিজুয়াল বেসিকে এক্সপিতে করা,তাই হয়তো এক্সপির জন্য কম্প্যটিবল।

    Level 0

    ফাইলটা মোডিফাই করে দিলাম,এখন ডাউনলোড করে দেখুন ,কাজ করবে 🙂

    এইবার তো ডাউনলোড ই করতে পারতেছি না। আহ মরি। :((

    Level 0

    হা হা হা,কি বলেন!!!! আপনার মন্তব্য পড়া মাত্র আমি ডাউনলোড দিলাম,আরেকবার ট্রাই করে দেখেন একটু কষ্ট করে।

    পারতেছি না তো। আপনি ডাউনলোড করে দেন। 🙁

    হইয়াছে হইয়াছে। অবশেষ টিটক টিটক শব্দে মেতে উঠলো আমার ঘর। হা হা হা। অসংখ্য ধন্যবাদ। 😀

    Funny Very Funny

দারুন একটা জিনিস। আপনি প্রতিভাবান

    Level 0

    উহহহুউহুহ(কাশি)

উইন ৭ চলে তবে সাউন আশেনা ……….

    Level 0

    আপনি প্রোগ্রাম ফাইল অর্থাৎ যেখানে প্রগ্রামটি ইন্সটল করেছেন সেখানে গিয়ে দেখুন তো, দুটি সাউন্ড ফাইল আছে কিনা?

    হে আছে একটা এলাম আর একটা ক্লক………..

    Level 0

    ঃ)আগের ফাইল্পটাতে একটু প্রব্লেম ছিল,এখন ঠিক আছে,এখনকার ফাইল্টা কাজ করবে,ধন্যবাদ।

Level 0

খুব সুন্দর হয়েছে ভাই

THANKS IN ADV.

    Level 0

    🙂 welcome in late

বাহ! আপনি তাহলে সফটওয়্যার বানিয়ে ফেলেছেন! কিন্তু ভাই আপনি হয়ত ভিসুয়াল বেসিক দিয়ে কাজ করার সময় সাউন্ড ফাইল টা J:\vb creation\WindowsApplication1\CLICK.WAV এরকম Workplace এ রেখেছিলেন। তাই প্রোগ্রামটা ওই ফাইল টাই খুজছে। আর কোনো সফটওয়্যার দিয়ে exe ফাইলটার আইকন চেঞ্জ করে দিয়েন, জোশ লাগবে দেখতে 🙂 চালিয়ে যান

    Level 0

    ধন্যবাদ,এখন ঠিক করে লিঙ্ক আপডেট করে দিলাম। অনেক দিন পরে ভিবি নিয়ে বসছিলাম, তাই প্রোগ্রামটা করতে অনেক সময় দিতে হইসে,তার উপর ফাইলগুলো ঠিক করার কথাও মনে ছিল না, এখন ঠিক করে দিলাম। ধন্যবাদ 🙂

আপনি মনে হয় exception catch properly করেন নি। এই জন্যে এরর দিয়ে terminate করছে।
আপনি শাটডাউনের জন্য কি কমান্ড ব্যাবহার করেছেন?

    Level 0

    াগের ফাইলটা আপডেট করে দিয়েছি, এখন প্রব্লম নেই। ধন্যবাদ।

ভাই দারুন হয়েছে। অনেক ধন্যবাদ।
মিঠু ভাই একটা কথা, বরতমানে freelancing এর জন্য web programming naki desktop programming বেশি চাহিদা। web programming ar web design ভালো ভাবে শিখতে কয় মাস লাগবে, kindly জানান।

    Level 0

    দুটোই গুরুত্বপূর্ণ, তবে ওয়েব প্রোগ্রামিং এর কাজ বেশি ডেস্কটপ প্রোগ্রামিং থেকে বেশি কিন্তু টাকা ডেস্কটপ প্রোগ্রামিং থেকে কম । আবার ওয়এব প্রোগ্রামিং ডেস্কটপ প্রোগ্রামিং থেকে কিছুটা সোজা। তবে সব কথার আসল কথা চাহিদাকে গুরুত্ব না দিয়ে আপনার ভাল লাগাকে গুরুত্ব দেয়া উচিত। ওয়েব প্রোগ্রামিং শিখতে কত মাস লাগবে তা নির্ভর করে আপনার প্রোগ্রামিং বেসিক কেমন তার উপর। সি প্রোগ্রামে বেসিক ভালো থাকলে ওয়েব প্রোগ্রামিং(পি এইচ পি) শিখতে এক মাসও লাগবেনা।

জটিল তো !!! আপনাকেই খুজছে বাংলাদেশ

    Level 0

    হা হা হা তাই নাকি!!!!

আপনার দক্ষতার আবারও পরিচয় দিলেন………….আপনি সত্যই যাদুকর শ্রেষ্ঠ
খুব ভালো লাগল………………

    Level 0

    ছু মন্তর ছু

Level 0

প্রয়োজনীয় একটা সফটওয়্যার বানিয়ে ফেলেছেন।
ধন্যবাদ আপনাকে…………….

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

Level 0

Thank U… Its Really Good..

    Level 0

    ধন্যবাদ। জেনে ভালো লাগলো

ভাই,আপনার ফটোশপের উপর লেখা সব গুলো পোষ্ট আমি পি ছি তে সেভ করে রেখেছি। সফটওয়্যার টা কিভাবে বানালেন এটা যদি জানাতেন তবে খুব ভালো হতো।

আপনি তো দেখি একেবারে ALL IN ALL 🙂

    Level 0

    হে হে হে, কি যে বলেন!!!! লজ্জা পাইতেছি।

বাহ আপনি সফট বানিয়ে ফেলেছেন। ভাই 7 এ সাউন্ড আসে না।

    Level 0

    আসার কথা, আমি পরে আপডেট করে দিয়েছি।

ভাই, আপনি যখন ভিবিতেদ যখন ঘড়িটি বানালেন তখন কি দিয়ে আউটপুট করেছেন মানে কোন ডটনেট ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছন। যদি পাবলিশের উপরের একটু বলেন কি করে করতে হয় উপকৃত হবো।

    Level 0

    ভিবি২০০৮ এ করা, ফ্রেমওয়ার্ক মাইক্রোসফট ডট নেট।

Level 0

Install hocce na

    Level 0

    এমনতো হওয়ার কথা না, আরেকবার ট্রাই করে দেখেন।

    Level 0

    নতুন করে ডাউনলোড করছি তাও Install হচ্ছে না

thank you

    Level 0

    ওয়েল্কাম 🙂

Level 0

দারুন টিউন
VB শিখবার খুবই ইচ্ছা আছে
Tutorial Chain Tune শুরু করুন plzzzzzzzzz

Level 0

দারুন টিউন
VB শিখবার খুবই ইচ্ছা আছে
Tutorial Chain Tune শুরু করুন plzzzzzzzz

    Level 0

    ধন্যবাদ, সময় হয় না , সময় পেলে করব 🙂

খুব সুন্দর হয়েছে। চালিয়ে যান। আশা করি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর সফট্ওয়ার নিজের হাতে গড়ে আমাদেরকে উপহার দেবেন।
ধন্যবাদ।

    Level 0

    ইনশা আল্লাহ

    আপনার এই ঘড়ি চালাতে .নেট ফ্রেমওয়ার লাগে। নাহলে সেটাপ নেওয়ার পর রান হয় না।

Level New

stand by option thakle amar zonno valo hoto bcoz ami always pc stand by kore rakhi shutdown kori na.
anyways, apnar soft ta khub-e valo hoise, many many thanks mithu vai

    Level 0

    OK,এটার পরের ভার্সনে এড করে দেব। 🙂

Level 0

install korlam but open hoy na….
"The application failed to initialize properly (0xc0000135).click on ok to terminate the application."
ai lekha dekhay…

    Level 0

    এমনটিতো হওয়ার কথা না, আপনি কখন ডাউনলোড করেছিলেন? আগে প্রব্লেম ছিল। পরে কাল রাতেই আবার আপডেট করে দিয়েছিলাম,আপনার মন্তব্যটি পড়ে আম নিজেও এখন ডাউনলোড করে ইন্সটল করলাম। সব তো ঠিক আছে। এটা উইন্ডোজ os এ চলে। আপনারটা os উইন্ডোজ তো?

    Level 0

    @khokon90:
    সমস্যা-সমাধানঃ এরর(0xc0000135) ছাড়াই চলবে সফটওয়ার বা গেমস চোখ বুলান এখানে http://bn.luckyfm.info/FM/195

Level 0

vai windows xp (service pack2) use kori. download to holo tikmoto. install o hoy but open korle ai lekha ta dekhay….

    Level 0

    কোন লেখা দেখায়?

    The application failed to initialize properly (0*c0000135). click on OK to terminate the application

মিঠু ভাই জটিল টিউন !!!!!!!!!!!!!!!!!!!!
খুবই ভালো লাগল………………..

    Level 0

    ভালো লাগলো জেনে আমারও ভালো লাগলো। ধন্যবাদ।

Level 0

বস আপনি তো দেখি ফাটাইয়া দিলেন । আমি এমন একটা জিনিসই খুঁজতেছিলাম । ধন্যবাদ টা নাহয় নাই দিলাম । ধন্যবাদ দিয়ে ছোট করার কি দরকার ।

    Level 0

    যাক অবশেষে খোজা জিনিস পাওয়া গেল 🙂

Level 0

arokom akta softwore amar onek onek onek dorkar silo.. thanks mithu bi

    Level 0

    বাহ, তাহলে তো পেয়ে গেলেন!!!! 😀

Level New

sob baloi hoisa , jodi r akto kosta kora minimze, Maximize, Log off batton ta add kortan. jodi paran tahola aro sondor habe.
gore te amar duty janna khob balo hoysa.
chaila jan
aponader shatha asse.

    Level 0

    minimze, Maximize বাটন ইচ্ছা করেই রাখিনি।ঠিক আছে, সাওম্নের ভার্সনে রাখব।

Level 0

মিঠু ভাই , কাজ করেছে , কিন্তু এত বড় একটা উইন্ডো ডেস্কটপ এ দেখতে জানি কেমন লাগে । উইন্ডোজ ৭ এর gadget এর মত ছোট করার চেষ্টা করবেন । অথবা system tray তে minimize করে রাখার সিস্টেম করবেন ।

    Level 0

    সামনে পরীক্ষা, খুব ব্যস্ত,এরই মধ্যে শখের বশে অনেকদিন পরে ভিবি ধরলাম, তাড়াহুড়া করে মাথায় যা আসলো তাই নিয়েই প্রোগ্রামটি বানালাম, পরের ভার্সনে এগুলো রাখব।

    Level 0

    ধন্যবাদ ভাই / বস্ । 🙂

অসাধারন।আপনাদের মত টিউনাদের জন্য এখন নিয়মিত থাকি টেকটিউন্স এ…

    Level 0

    হে হে 🙂

খুব ভাল হয়েছে। আপনাদের এসব টিউন দেখলে খুব কস্ট লাগে। ইস……………… যদি বানাতে পারতাম। এখনও c / c++ পারি না। কিভাবে বানাবো বলেন।

তাই, আজ থেকেই ঝাপিয়ে পরব c এর উপর। এর শেষ না দেখে দেখে ছাড়ব না।

ইয়ে এতো কিছু যে বললাম কোন বই দেখে পড়া শুরু করব তা তো জানি না। আমাকে চুপি চুপি ২-১ টা বই এর নাম যদি বলেন……………………………

(আসলেই আমি প্রোগ্রামিং শিখতে চাই, কিভাবে শুরু করব একটু বলবেন। )

    Level 0

    ভাল লাগল আপনার আগ্রহ দেখে। এটা সি দিয়ে বানানো না, ভিজুয়াল বেসিকে বানানো। তবে হ্যা, যে কোনো প্রোগ্রামিং শেখার আগে সি শেখা উচিত প্রোগ্রামিং এর ধারনা ভালো রাখার জন্য। আপনি সি দিয়ে শুরু করতে চান,এটাকে আমি সাধুবাদ জানাই।
    সি শেখার জন্য বাংলাতেই ভালো বই আছে, ২টি না, একটাই। এটাই যথেষ্ট। কামরুজ্জামান নিটনের লেখার "সবার জন্য সি প্রোগ্রামিং" বইটাই বেস্ট। একেবার ফার্স্ট টু লাস্ট সবকিছু ভেঙ্গে ভেঙ্গে লেখা আছে। ভালো হবে। ধন্যবাদ।

Level 0

vhai apnake dhonnobad….joss 1ta jinish banailen.amio sikhte chai.sihkaben???

Level 0

চমতকার অসংখ্য ধন্যবাদ

Level 0

ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ……

খুব সুন্দর একটা কাজের জিনিস ভাই ….