প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার কম্পিউটার বলবে এখন ২টা বাজে,এখন ৩টা বাজে। তাই এখনি ডাউনলোড করুন bangle voice clock.

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি আপনাদের সাথে কাজের একটা software শেয়ার করব।সাথে থাকবেন।

***আজকে আপনাদের সাথে যে software নিয়ে কথা বলব তা হচ্ছে bangle voice clock.যখন ডাক্তার খানায় যেতাম, তখন ডাক্তারদের কম্পিউটার এ শুনতাম একটা voice বলছে এখন ২টা ৩০ বাজে।তখন ইচ্ছে করত ইশ আমার যদি এই সফটওয়্যার টা থাকত।

***এতে আপনি ১৫,৩০,৬০ মিনিট পর পর টাইম announce set করতে পারবেন। মানে, ১৫ মিনিট পর পর একটা সুন্দর voice বলবে এখন দুপুর ২টা ৩০ বাজে।

***এতে আপনি ইচ্ছে করলে আযান, reminder, alarm সেট করতে পারবেন।install শেষ হলে কম্পিউটার একবার restart দিবেন।

***আছে আরও অনেক কিছু।আমার কাছে এই সফটওয়্যারটি খুব ভাল লেগেছে।আর সবচেয়ে বড় কথা এটার সাইজ মাত্র ৬২৭ কেবি।তাহলে আর দেরি কেনো, তাড়াতাড়ি ডাউনলোড করুন।

***ডাউনলোড লিঙ্কঃ নিচের ছবিতে ক্লিক করুন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নতুন কিছু লিখেন। এটা আজ থেকে 2000 সালে ব্যবহার করেছিলাম।

    আমি জানি।আমি যখন ছোট, তখন দেখেছিলাম। কিন্তু কোথাও পাইনি।আজকে যখন পেলাম, তাই শেয়ার করলাম। কারও ভাল না লাগলে টিউনটি ডিলিট করে দিব।

খুব সুন্দর …

    থাঙ্কস…………………………………………

    ভালো থাকবেন।

একটু আগে আমার পিসি থেকে বলল – এখন সময় দুপুর একটা পনের মিনিট ।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।
এই টিউনটা দেখেছেন ?
https://www.techtunes.io/reports/tune-id/64450/

    অবশ্যই। ওই address থেকে অনেক কিছু জানতে পারলাম। আপনার কাছে এরকম address থাকলে জানাবেন।

🙄

    আচ্ছা emotion দেন কিভাবে। আমি code লিখে enter দেই কোনো লাভ হয় না।

Level 0

হাহাহা…।।software টা দেখে মজা পেলাম।অনেক পুরোনো ।

    জানেন তো পুরোনো মরিচে ঝাল বেশি।

Level 0

প্রতি ঘন্টায় না,চাইলে প্রতি ১৫মিনিট পর পর ও ব্লা যায়। ভাল পোষ্ট। নতুনপদের কাজে আসবে।

    একদম ঠিক। ১৫,৩০,৬০ মিনিট পর পর করা যায়।

    ভাই আবার photoshop নিয়ে কবে আসবেন।

    Level 0

    😀 রুয়েটে ক্লাশ শুরু হয়ে গেছে, সামনে পরীক্ষা,তাই একটু ব্যস্ত। তবে, এই ব্যস্ততা না থাকলে হয়তো ফটোশপের টিউনগুলোর চাহিদা বুঝতে পারতাম না।
    আর, ইনশা আল্লাহ,অচিরেই আরেকটি মেগা ডিক্লারেশন নিয়ে হাজির হব আপনাদের সামনে। 😀

    আগে পরীক্ষা, তারপর অন্যকিছু।

    আর মেগা ডিক্লারেশনটা কি? জানাবেন।

    Level 0

    ঐটা ডিক্লেয়ারেশনেই বলবো। 🙂

    কবে পাব ডিক্লারেশনটা?

    ডিক্লারেশনটা কি না বললেও, কবে নাগাদ পাব জানাবেন।

    Level 0

    এটা নির্ভর কুরে ডিক্লেয়ারেশন করব যা নিয়ে তার ব্যবস্থা করার উপর।

Level 3

আমার কাছে মনে হয় ঘড়ি চলবে নি:শব্দে। ঘড়ির কোন আওয়াজ ভাল লাগে না। যেমন কিছুক্ষণ পর পর বলে উঠবে। তবে নির্দিষ্ট সময়ে এলার্ম বা সিডিউল এই জিনিসটা ভাল।

    Level 0

    আপনি ইচ্ছা করলে এর সাউন্ড বন্ধ রাখতে পারেন।

    ঠিক

ভাল, নিজে বানাতে পারলে ভাল লাগতো । এত সুন্দর না পারলেও কাছাকাছি কিছু বানাতে পারবো। একদিন শিখাব । সময়ে আভাবে করা হচ্ছে না 🙁

Level 0

ভিজুয়াল বেসিক দিয়েও নিজের মনের মত ঘড়ি বানানো যায়। একদিন সময় করে টিউন করার চেষ্টা করব এ নিয়ে।

অনেক আগেই থেকেই সবার কম্পিউটারে দেখতাম এটা।তবে পরে বিরক্ত লাগত তাই আনইন্সটল করে ফেলি।

লেখকের পোষ্ট ভালো কিন্তু এটি একটি ফালতু আর বাচাল software
ইচ্ছা হয় পিসিরে পানিতে ভিজিয়ে রাখি একটু পর পর এখন সময় ……

    hahhahahhahha মজা পেলাম আপনার কথা শুনে