বিটটরেন্টে এর তালিম [পর্ব-০৪] :: বেস্ট ফ্রি টরেন্ট ডাউনলোডার ক্লায়েন্ট

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন টেকটিউনস জনগণ? আশাকরি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল না থাকবেন? কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে।

বিটটরেন্ট তালিম চেইন টিউন কি এবং এতে কি কি আছে তা বিস্তারিত জানুন আমার বিটটরেন্টে এর তালিম চেইন টিউনের ঘোষণা থেকে

আজকে থাকছে এর ৪র্থ পর্ব। আপনি যদি এর অনন্যা পর্বগুলো এখনও পড়ে না থাকেন তবে এখনই অনন্যা পর্বগুলো পড়ে নিন। তা না হলে আপনি এই পর্বটি বুঝতে পারবেন না।

৬. বেস্ট ফ্রি টরেন্ট ডাউনলোডার ক্লাইন্ট

আপনারা জানেন যে, টরেন্ট ফাইল এর তেমন কোন কাজ নেই কন্টেন্ট ডাউনলোড করা ছাড়া। আর আপনি এই টরেন্ট ফাইলটি ওপেন করতে টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার দিয়েই ওপেন করতে হবে এছাড়া তেমন কিছুই করার নেই। কিন্তু টরেন্ট ফাইল ওপেন করার জন্য প্রচুর ক্লায়েন্ট সফটওয়্যার রয়েছে, তবে তাদের মধ্যে কয়েকটি খুবই ভাল মানের এবং সর্বাধিক জনপ্রিয়। নিম্ন ৭টি সর্বাধিক জনপ্রিয় এবং কার্যকর টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা করা হল।

1. uTorrent

uTorrent হচ্ছে সর্বাধিক জনপ্রিয় এবং ওপেন সোর্স টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার যা বিট-টরেন্ট নিজেই কিনেছেন এবং রক্ষণাবেক্ষণ করছে।

uTorrent 2005 সালে রিলিজ পেয়েছিল এবং সেরা টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার এর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে প্রথম দিকের স্থান এখনও ধরে রেখেছে। uTorrent রিলিজ পাওয়ার পর থেকেই জনপ্রিয় আর এই জনপ্রিয় হবার কারণ হচ্ছে এটি খুব লাইট ওয়েট এবং ব্যবহার করা খুবই সহজ। আর এই সফটওয়্যারটি এখনও ফ্রি সেবা দিয়ে যাচ্ছে তার একমাত্র কারণ এর অ্যাড সাপোর্টেড এবং থার্ড পার্টি সফটওয়্যার দ্বারা পরিচালিত হচ্ছে বলে।

uTorrent ইন্সটল এর সময় কিছু অযাচিত কিছু সফটওয়্যার ইন্সটল হয়ে যাবে আপনার একটুখানি সচেতন হলেই অতিরিক্ত সফটওয়্যার ইন্সটল থেকে সহজেই এড়িয়ে যেতে পারবেন, এছাড়াও ইনস্টলেশন এর সময় সেটআপটি খুব সতর্কতার সাথে চেক করে ইন্সটল দিবেন এবং আর চেক করবেন কোনও অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল হচ্ছে কিনা। এছাড়াও আপনি uTorrent এ এম্বেড করা বিজ্ঞাপনগুলো থেকে বাঁচতে চাইলে আপনার পুরনো uTorrent কে আপদেট করে নিন, কেননা uTorrent এর নতুন ভার্সন এর মাধ্যমে আপনি সহজেই বিজ্ঞাপণ গুলি ডিসেবল করতে পারবেন। আর uTorrent এ বিজ্ঞাপণ থাকা সত্ত্বেও uTorrent এর ফিচার গুলিকে খুব ভাল মত ব্যালেন্স করতে পেরেছে বলে আমি মনে করি, কারন এটি খুবই লাইট ওয়েট সফটওয়্যার এবং এটি ব্যবহার করাও খুবই সোজা।

uTorrent বিনামূল্যে ডাউনলোড করতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই ডাউনলোড করতে পারবেন।

2. BitTorrent

BitTorrent ই হচ্ছে BitTorrent Inc. এর অরিজিনাল এবং অফিসিয়াল টরেন্ট এর ক্লায়েন্ট ডাউনলোডার সফটওয়্যার।

uTorrent এর ইউজার ইন্টারফেসের সাথে BitTorrent ইউজার ইন্টারফেসের সাথে খুব মিল আছে তবে uTorrent এর তুলনায় BitTorrent কিছুটা ভারি সফটওয়্যার। আপনি BitTorrent ফ্রিতেই ব্যবহার করতে পারবেন তবে ফ্রি BitTorrent এ বিজ্ঞাপণ এবং থার্ড পার্টি সফ্টওয়্যার দ্বারা সাপোর্টেড। তবে আপনি যদি এড এবং অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ইন্সটল এড়াতে চাইলে BitTorrent এর প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। এছাড়াও টরেন্ট ফাইল খোঁজা সহজ করার জন্য BitTorrent ব্রাউজারের জন্য টুলবার নিয়ে এসেছে ফলে আপনি সহজেই সকল টরেন্ট ফাইল অনায়েসেই খুঁজে বের করতে পারবেন।

এছাড়াও BitTorrent এর রয়েছে অসাধারণ কিছু ফিচার, যার মধ্যে রয়েছে ওয়েব-ভিত্তিক সীডিং, Posting এবং রিভিয়িং করার মত অসাধারন সব ফিচার। আর uTorrent থেকে BitTorrent এ আপনি একটি বাড়তি সুবিধা পাবেন, আর সুবিধাটি হল আপনি BitTorrent এর মাধ্যমে প্রাইভেট ট্র্যাকারদের সাথে ফাইল আদান প্রদান করতে পারবেন কিন্তু uTorrent সাধারণত তা রিজেক্ট করে থাকে।

BitTorrent বিনামূল্যে ডাউনলোড করতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই ডাউনলোড করতে পারবেন।

3. qBittorrent

qBittorrent এর অনেক ব্যবহারকারীর পছন্দের মাধ্যমে বোঝা যায়, ফ্রি এবং ওপেন সোর্স টরেন্ট ক্লায়েন্ট এর মধ্যে এটিও একটি অন্যতম টরেন্ট ক্লায়েন্ট।

qBittorrent ব্যবহার করা অত্যান্ত সহজ, স্পীড এবং ফিচার এর দিক থেকে এটি খুবই ব্যালেন্সড একটি সফটওয়্যার। আর এর উল্ল্যেখযোগ্য ফিচার গুলোর মধ্যে অন্যতম ফিচারগুলো হলঃ টরেন্ট সার্চ ইঞ্জিন, বিল্ট-ইন মিডিয়া প্লেয়ার, ওয়েব-বেইজ রিমোট কন্ট্রোল, আইপি ফিল্টারিং, টরেন্ট ফাইল ডাউনলোডে অগ্রাধিকার, টরেন্ট ফাইল তৈরি এবং এলার্ট সিস্টেম ইত্যাদি। তাছাড়াও সবচেয়ে বড় কথা হল, আপনি qBittorrent সফটওয়্যার এর সমস্ত ফিচার গুলো ফ্রিতে এবং তা সম্পূর্ণ বিজ্ঞাপণ এর ঝামেলা ছাড়াই উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনি এই টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যারটি একাধারে উইন্ডোজ, লিনাক্স এবং Mac OSX এর জন্য ব্যবহার করতে পারবেন।

qBittorrent বিনামূল্যে ডাউনলোড করতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই ডাউনলোড করতে পারবেন।

4. Deluge

এই টরেন্ট ক্লায়েন্টটি প্রথম 2006 সালে রিলিজ করা হয়েছিল। অন্যান্য সফটওয়্যার এর মত এটিও শুরুতে সর্বাধিক জনপ্রিয় ওপেন সোর্স টরেন্ট ক্লায়েন্ট এর মধ্যে একটি। কারণ এটি কিছু ISP থেকে ব্যান্ডউইথ থ্রোটলিং এর বিরদ্ধে প্রতিরোধ করেছিল।

এখনও Deluge একটি টরেন্ট ক্লাইন্ট শক্তিশালী প্রতিযোগী অন্যান্য টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার এর কাছে। আর এই ক্লায়েন্ট সফটওয়্যার এর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এটি খুবই লাইট ওয়েট ও আপনার ইচ্ছা মত কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়াও প্লাগ-ইন গুলো ব্যবহার করার মাধ্যমে আপনি এটিকে সবচেয়ে সহজ অথবা সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। এছাড়াও Deluge এর আরেকটি অসাধারণ বিষয় হল এটি সম্পূর্ণ ফ্রি এবং এতে কোন বিজ্ঞাপণ এর ঝামেলা নাই।

এছাড়াও Deluge  এর কিছু ফিচারের মধ্যে উল্ল্যেখযোগ্য, ডাউনলোডের করা অবস্থায় মিডিয়া ফাইল স্ট্রিমিং করতে পারবেন, Encrypted ফাইল ডাউনলোড করতে পারবেন, প্রাইভেট টরেন্ট, আপনার ইন্টারনেট এর কন্ডিশন অনুযায়ী স্পীড নিয়ন্ত্রণ করা, গ্রাফ তৈরি করা এবং রিমোট ওয়েবের মাধ্যমে ক্লায়েন্টকে ম্যানেজ করা সহ আরো অনেক ফিচার। তাছাড়াও আপনি একই সাথে এই টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যারটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এবং FreeBSD তে ব্যবহার করতে পারবেন।

Deluge এর সফটওয়্যার ডাউনলোড করতে এর অফিসিয়াল ওয়েব সাইটে যান অথবা এখানে ক্লিক করুন

5. Vuze

Vuze একসময় Azureus নামে পরিচিত ছিল। Vuze এর ইন্টারফেস uTorrent এর মতোই এবং বলা যায় যে এটি খুব ভাল ভাবেই শীর্ষ টরেন্ট ক্লায়েন্টদের সাথে প্রতিযোগীতা করছে।

Vuze হচ্ছে অসাধারণ একটি ফ্রি টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার এবং এর রয়েছে অনেক কার্যকরী ফিচার। এর ফিচারগুলোর মধ্যে উল্ল্যেখযোগ্য রিমোট ওয়েব ম্যানেজমেন্ট, বিল্টইন এইচডি ভিডিও প্লেয়ার এবং ব্রাউজার, ফাইল কনভারশন এবং আরো রয়েছে অসাধারণ স্ট্যাটিস্টিক এবং ভিজুয়ালাইযেশন ফিচার। এছাড়াও Vuze ব্যবহার করা খুবই সহজ এবং আপনি এই সফটওয়্যার পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবেন।

এর রয়েছে বিভিন্ন ধরনের ফিচার ফলে Vuze সফটওয়্যারটি একটু ভারি হতে পারে। তাছাড়াও Vuze সফটওয়্যারটি আপনি বিনামূল্যে উপভোগ করতে পারবেন, তবে এর প্রিমিয়াম ভার্সনও রয়েছে যা আপনি বার্ষিক ফি প্রদান করে এর প্রিমিয়াম সব ফিচার উপভোগ করতে পারবেন। তবে প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করাই হবে উপযুক্ত পছন্দ কারণ প্রিমিয়াম ভার্সনে রয়েছে আছে অনেক অনেক অসাধারণ ফিচার এবং বিজ্ঞাপণ এর ঝামেলা থেকেও মুক্ত থাকবেন আপনি।

এখান থেকে Vuze ডাউনলোড করুন এবং ব্যবহার করে দেখুন।

6. Transmission

Transmission হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স ক্লায়েন্ট সফটওয়্যার আর এটি কেবলমাত্র ম্যাক এবং লিনাক্সের জন্য ডেভলপ করা হয়েছে। তাছাড়া এটি এখনও কিছু লিনাক্স ডিস্ট্রিবিউশনে ডিফল্ট ভাবে ইন্সটল করা থাকে। এছাড়া বর্তমানে, সামান্য মডিফাই করার মাধ্যেম উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।

আর এই ক্লায়েন্ট সফটওয়্যারে আছে আইপি ফিল্টারিং, এনক্রিপশন, ডাউনলোড সিডিউলিং এবং রিমোট ওয়েব ম্যানেজমেন্ট এর মতো উল্ল্যেখযোগ্য ফিচারগুলোর। তবে অন্য সব ক্লাইন্ট সফটওয়্যার এর থেকে এটা একটু আলাদা, কারণ এটি সুপার লাইট ওয়েট, খুবই সিম্পল ইন্টারফেস এবং লো রিসোর্স কঞ্জিউম অ্যাপ্লিকেশান। এছাড়াও এটি সম্পূর্ণ ফ্রি এবং সম্পূর্ণ বিজ্ঞাপণ মুক্ত একটি টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার।

Transmission এর লেটেস্ট ভার্সন সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

7. ruTorrent

ruTorrent সর্বাধিক জনপ্রিয় না হলেও, ruTorrent সেরা টরেন্ট ক্লায়েন্টগুলির একটি হিসাবে উল্লেখযোগ্য। এছাড়া ruTorrent, কমান্ড লাইন ভিত্তিক একটি টরেন্ট ক্লায়েন্ট থেকে ওয়েব ফ্রন্ট এন্ড হিসাবে মার্কেটে আসে। তাছাড়া uTorrent এর WebUI অনুকরণ করেই ruTorrent তৈরি করা হয়েছে।

ruTorrent হচ্ছে ফ্রি, আর এটা ব্যবহার করা খুবই সহজ এবং এটি খুবই লাইটওয়েট একটি সফটওয়্যার। এছাড়াও ruTorrent হ'ল রিমোট টরেন্ট ম্যানেজমেন্টের জন্য উপযুক্ত পছন্দ এবং এটি খুব কম রিসোর্স ব্যববহার করে সিস্টেমে খুব সহজে চালানো যায়, আর এর মাধ্যমে আপনি জিরো থেকে একটি টরেন্ট ফাইল তৈরি করতে পারবেন অনায়েসেই। ruTorrent এর ফিচারগুলো অত্যন্ত কাস্টমাইজ করা যায়।  কিন্তু এর ক্লাইন্ট এবং ফিচারগুলো অ্যাডজাস্ট করা সাধারণ ইউজারদের জন্য কষ্টসাধ্যই বটে।

ruTorrent এর অসাধারণ বিষয় হল এটি লো-এন্ড সার্ভার এবং এমনকি SOHO রাউটারগুলিতে ইনস্টল করা যায় সহজেই। আর এই কারণে, ruTorrent হচ্ছে Seedbox প্ল্যাটফর্ম এর জন্য সেরা পছন্দগুলির মধ্যে একটি।

আগামী পর্বে থাকছে

আজকে আলোচনা করলাম

  • ৬. বেস্ট ফ্রি টরেন্ট ডাউনলোডার ক্লায়েন্ট

আগামী পর্বে থাকছে

  • ৭. ওয়েব ব্রাউজার দিয়ে যেভাবে টরেন্ট ডাউনলোড করবেন
  • ৮. গোপনীয়তা রক্ষা করে টরেন্ট ডাউনলোড

সে পর্যন্ত ভালো থাকুন। ৫ ওয়াক্ত সালাত আদায় করুন।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 183 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস