DOWNLOAD করুন পাওয়ারপয়েন্ট এর উপর প্রথম বাংলা ই-বুক – দরকারি ই-বুক

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমার খুব খুশির দিন। আমার পাওয়ারপয়েন্ট এর টিউন আমি শেষ করতে পেরেছি। আজকে আপনাদের সাথে পাওয়ারপয়েন্ট এর বাংলা বই শেয়ার করব।আমার জানামতে এটাই পাওয়ারপয়েন্ট এর উপর প্রথম অনলাইন বাংলা বই। এই বইটি আমি techtunes এর সবাইকে dedicate করলাম। techtunes না থাকলে এই বইটি লেখা হত না।

আমার এই বইটি হচ্ছে techtunes এ আমার লেখা ১৭ টি টিউন এর সংকলন করে সুন্দর মত edit করে তারপর আপনাদের এই বই দিয়েছি।

আমার এই ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওহ হো! অসাধারণ! অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া আপনাকে। আশা করি, ওয়ার্ডের টাও খুব শীঘ্রই পেয়ে যাব।

    আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। চেষ্টা করব। দোয়া করবেন।

Level 0

GREAT

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বড় উপহার অরপন করার জন্য। আশাকরি আগামীতে Microsoft Office Excel নিয়ে করবে সেই আশাই রহিলাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।অনেক কষ্ট করেছেন আমাদের জন্য। আল্লাহ যেন আপনাকে ইহার প্রতিদান দেন।

    সব সময় যেন আপনাদের সাথে থাকতে পারি সেই দোয়া করবেন।

Level 0

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু ballygunge court ছবিটা কোথায় পাব। জানাবেন।

    আপনাকেও থাঙ্কস। আর ছবিটা dvd থেকে দেখেছি। নেট এ পেলে জানাব।

Level 0

আপনাকে সামান্য ধন্যবাদ দেয়ার দুঃসাহস করছি না…!!! ভালো থাকবেন।

    আপনাদের comments আমাকে অনেক অনুপ্রেরনা যোগায়।

http://www.mediafire.com/?ixk75gwipmqemhe
http://www.mediafire.com/?jwlzme0x90jjh7w
মম আপনার জন্য ballygunge court এর লিঙ্ক দিয়ে দিলাম ।
আর সাবিহা অপু কে ধন্যবাদ দিয়ে ছোট করব না ।

    আপ্নাদের কমেন্ট এর জন্নই তো টিউন করতে এতো ভাল লাগে।

woooooow… nice……. এক্সেল এর টা কবে পাবো?

airokom akta tune khub dorkar chilo. apnak donnobad diay choto korbo na bt krithoggota janacchi )))

চমৎকার কাজ করেছেন …..
ধন্যবাদ

Level 0

YA,loaded it down and took a look at a glance,hmm really nice!!!! awesome!!!!hoping u to be succeed in the future 🙂

    সুন্দর একটা ধন্যবাদ gift করলাম।

আমার সালাম নিবেন,অপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এত কষ্ট করে প্রতিদিন টিউন করেন। আমার খুব কাজে লাগবে, আপনার দেোয়া টিউনটি। আপু আপনার জানা থাকলে বাচ্চাদের কিছু ছবির নাম আমাকে দিবেন, আর আপনার দেয়া ছবিটা অবশ্যই দেখব।

    আপনাদের কাজে লেগেছে শুনে খুব ভাল লাগছে।

অনেক ভাল একটি কাজ করেছেন।পাওয়ারপয়েণ্ট ব্যবহারকারীদের অনেক উপকারে আসবে।ধন্যবাদ । 🙂

Level 2

সাবিহা আপা , সালাম এবং শুভ কামনা । ধন্যবাদ আপনার সুন্দর টিউন জন্য। আপনি কি ডাউনলোড লিংকটা ঠিক করে দিবেন । কারণ লিংকটা কাজ করছে না।

    ঠিক আছে তো। এইমাত্র দেখলাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে Power Point নিয়ে একের পর এক টিউন করার জন্য। আর অবশেষে বই প্রকাশ করার জন্য । আশাকরি সামনে আরো অনেক টিউন নিয়ে হাজির হবেন।

দারুন হইছে। এক সাথে সব পেলাম

    ১ম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।

Thanks a lot, kintu part-1 konovabei download korte parlam na, plz help.

    আবার চেষ্টা করেন।এখন ঠিক আছে।

সবিহা আপা আপনার পাোয়ার পয়েন্ট পিডিএফ ফাইলটা নামিয়ে নিয়েছি এবং কাজ শুরু করেছি ভাল লাগছে, একটা কথা বাচ্চাদের কোন মুভির নাম জানা আছে? থাকলে প্লীজ জানাবেন। ধন্যবাদ।

    home alone
    narnia 1,2,3
    seeker
    g force

    animated:
    tangled
    findind nimo
    madagaskar
    happy king juliyen day
    peter pan 1,2
    pinokio
    planet 51
    tinker bell
    tinker and the lost treasure

    আর মনে পড়ছে না।

আমি ঠিক বুঝতে পারছি না যে আপনাকে কি বলব।
আমি আপনার সব টিউন save as দিয়ে সেভ করে রাখতাম।
কিন্তু প্র্যাকটিস করতে খুব অসুবিধা হত এখন আর কোন অসুবিধা হবেনা।
হিপ হিপ হুররে।

Great tunes

অনেকদিন ধরে আপনার টিউনগুলোর ট্র্যাক রাখছিলাম। আজ কাজে দিল। পিডিএফ ফাইলগুলোর জন্য আরো সুবিধা হয়েছে। অসংখ্য ধন্যবাদ।