কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আজকে আমার খুব খুশির দিন। আমার পাওয়ারপয়েন্ট এর টিউন আমি শেষ করতে পেরেছি। আজকে আপনাদের সাথে পাওয়ারপয়েন্ট এর বাংলা বই শেয়ার করব।আমার জানামতে এটাই পাওয়ারপয়েন্ট এর উপর প্রথম অনলাইন বাংলা বই। এই বইটি আমি techtunes এর সবাইকে dedicate করলাম। techtunes না থাকলে এই বইটি লেখা হত না।
আমার এই বইটি হচ্ছে techtunes এ আমার লেখা ১৭ টি টিউন এর সংকলন করে সুন্দর মত edit করে তারপর আপনাদের এই বই দিয়েছি।
আমার এই ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। ভাল থাকবেন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
ওহ হো! অসাধারণ! অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া আপনাকে। আশা করি, ওয়ার্ডের টাও খুব শীঘ্রই পেয়ে যাব।