সবাইকে সালাম জানিয়ে আমার প্রথম টিউনটি শুরু করলাম ।আমি টেকটিউন্স পরি প্রায় দেড় বছর ধরে কিন্তু এর মধ্যে কখনো কোনো টিউন করার সাহস পাইনি ।আজ অনেক সাহস করে একটা টিউন করার সিদ্ধান্ত নিলাম দেখা যাক ক্যামন আর কত গালমন্দ আমার কপালে আছে ।কম্পিউটারের যে কোনো ব্যাপারে পড়াশুনায় আমার খুবই আগ্রহ তবে সব চাইতে বেশি ভাল লাগে নেটওয়ার্কিং,হ্যাকিং,ভাইরাস এই বিষয়গুলো নিয়ে পড়ত ।আমার নিজের একটা ব্লগ আছে সেখানে কিছু লেখালিখি করি ।নেটওয়ার্কিং,লিনাক্স,ব্লগিং,এডসেন্স,ভাইরাস এই বিষয়গুলোর উপরে আমার কাছে অনেক বই আছে কিন্ত তারমধ্যে কিছু বই আমার নির্বাচনে সেরা,সেগুলো আমি শেয়ার করব ।তাহলে কথা না বাড়িয়ে দেখা যাক কি কি বই আপনাদের দিতে পারলাম ।
Networking All in One - (এটা আমার সবচাইতে প্রিয়)
Wiley Publishing - Networking For Dummies
Wireless Home Networking forDummies(ShareConnector)
Network Intrusion Detection 3rd Edition
Red Hat Enterprise Linux (Administration) - ইন্সটলেশন থেকে শুরু করে সব ছবি সহ দেয়া আছে এই বইটাতে(পড়লে এটা প্রথমে পড়বেন)
Ebook Teach Yourself Linux In 24 Hours Sharereactor -(প্রথমটার পরে এটা পরবেন)
এই সেকশন থেকে বই ডাউনলোদের আগে জেনে নিন MCSA(Microsoft Certified System Administrator) সম্পর্কে তথ্য এখান থেকে ।
(Book No 70-270)Installing,Configuring and Administering WINDOWS XP PROFESSIONAL
(Book No 70-290)Managing and Maintaining a Microsoft WINDOWS SERVER 2003 ENVIRONMENT
ভাইরাসের উপরে লেখা এই বইটা এক কথায় অসাধারন ।যারা প্রোগ্রামিং ভাল জানেন তারা এটা পড়ে ভাইরাস ডেভেলপও করে ফেলতে পারেন ।
The Giant Black Book of Computer Viruses
Hacking Into Computer Systems(Beginners)
Hacking Firewalls And Networks-How To Hack Into Remote Computer
Hacking for Dummies 3rd Edition
Art of Deception By Kevin Mitnick
সবার সুবিধার জন্য বই গুলো মিডিয়াফায়ারে আপলোড করে দিলাম ।MCSA র চারটা বই ঠিক ভাবে শেষ করতে পারলে ভেন্ডর এক্সাম দিতে সুবিধা হবে ।বইগুলো খুবই সহজ ইংলিশ এ লেখা তাই খুব একটা সমস্যা হবে না আশা করি ।ডাউনলোডে কোনো সমস্যা হলে জানাবেন ।
সবাই ভাল থাকবেন ।
আমি রাতের মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রচন্ড এক আকর্ষন রাতের প্রতি.....................। (ভাল লাগেঃ নেটওর্য়াকিং,প্রোগ্রামিং,হ্যাকিং ).............
আপনার প্রথম টিউনটি অসাধারণ হয়েছে। আপনার প্রতি শুভ কামনা রইল। ভবিষ্যতে অনেক ভাল ভাল টিউন করবেন।