আমরা যারা অনলাইনে কাজ করি বা অনেক সময় দেখা যায় যে আমাদের গুরুত্বপূর্ণ ডাটা সংরক্ষণের জন্য কম্পিউটার, আলাদা কোন মেমরি, পেনড্রাইভ ইত্যাদি ব্যবহার করি। যদি কোন কারণে কম্পিউটার বা ল্যাপটপ নষ্ট হয়ে যায় অথবা হার্ডডিস্ক ক্রাশ করে সকল ফাইল নষ্ট হয়ে গেলে তখন আপনি কি করবেন? আপনার সে ডাটা গুলো যদি অনলাইনে কোন হোস্টে সংরক্ষণ করে রাখতেন তাহলে কত ভালই না হতো। কম্পিউটার বা ল্যাপটপ চিরস্থায়ী নয়। কোন কারণে আপনার কম্পিউটার ল্যাপটপ হারিয়ে যাওয়া বা নষ্ট হলে গেলে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো হারাতে হবে। আপনার নিরাপদের জন্য অনলাইন ক্লাউড স্টোরেজ ব্যবহার করা খুবই অপরিহার্য একটি বিষয়।
বর্তমানে রয়েছে অসংখ্য ক্লাউড স্টোরেজ সার্ভিস। এদের বেশির ভাগই প্রিমিয়াম স্পেসের পাশাপাশি ফ্রি স্পেস অফার করে। আর তাই আপনি হয়ত বিভিন্ন কোম্পানির বিভিন্ন ক্লাউড স্টোরেজ সার্ভিসে একাউন্ট করে ব্যবহার করছেন। তবে বিভিন্ন ক্লাউড স্টোরেজ সার্ভিস ব্যবহারের মূল সমস্য হচ্ছে সব গুলো ক্লাউড স্টোরেজ একটি সেন্ট্রাল জায়গা থেকে ম্যানেজ করতে না পারা। ফলে কোন ফাইল কোন ক্লাউড স্টোরেজে আছে তা খুঁজে পাওয়া খুবই কষ্ট সাধ্যে। আপনার এই মাল্টি ক্লাউড স্টোরেজ, একটি সেন্ট্রাল জায়াগা থেকে ম্যানেজ করার জন্য আছে অসাধারণ ক্রসপ্ল্যাটফর্ম সফটওয়্যার ExpanDrive.
ExpanDrive মাল্টি ক্লাউড স্টোরেজের জন্য একটি দ্রুত নেটওয়ার্ক ড্রাইভ এবং ব্রাউজার। ExpanDrive এর মাধ্যমে আপনি যে কোন অ্যাপ্লিকেশন থেকে নিরাপদে ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারবেন। মনে করুন আপনি ডেটা স্টোরেজের জন্য ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে চান। কিন্তু আপনার জানা নেই যে কিভাবে ব্যবহার করবেন। চিন্তার কোন কারণ নেই, ExpanDrive এর মাধ্যমে আপনি এর সমাধান পেয়ে যাবেন।
ExpanDrive আপনাকে গুগল ড্রাইভ, ড্রপবক্স, অ্যামাজন এস 3, এসএফটিপি, বক্স, ওয়ানড্রাইভ, ফাইন্ডার এবং শেয়ারপয়েন্টের মতো ক্লাউড স্টোরেজ সাথে যুক্ত করে। এই সকলের জন্য আপনার অতিরিক্ত কোন অ্যাপ এর প্রয়োজন হবে না। আপনার গুরুত্বপূর্ণ কাজের সময় ExpanDrive আপনার কম্পিউটারের প্রয়োজনীয় অ্যাপ যেমন অফিস 365, ফটোশপ এবং VS কোড সহ প্রতিটি অ্যাপ্লিকেশনের সাথে ক্লাউড স্টোরেজকে সংযুক্ত করে।
Expand Drive এর মাধ্যমে আপনি ফাইলগুলো অফলাইনে অ্যাক্সেস করতে পারবেন। এর জন্য আপনার ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে না। আপনি যদি অনলাইনে আসেন তাহলে Automatic Sync হয়ে যাবে। এর জন্য শুধু আপনার ডাটার প্রয়োজন হবে। Sync ফাইলগুলো আপনার কম্পিউটার বা ল্যাপটপের কোন জায়গা দখল না করে আপনাকে ক্লাউড স্টোরেজ থেকে অ্যাক্সেস করার সুবিধা প্রদান করবে।
ExpanDrive আপনাকে উবুন্টু, লিনাক্স মিন্ট, সেন্টস, রেডহ্যাট সহ আর অনেকগুলি লিনাক্সের নেটিভ ক্লাউড স্টোরেজ অ্যাক্সেস সাথে যুক্ত করে।
ExpanDrive এর সাহায্যে আপনি ম্যাক এবং উইন্ডোজে আপনার বিভিন্ন স্টোরেজে রাখা ফাইল সার্চ করতে পারবেন। আপনি যা খুঁজছেন তার জন্য আপনার রিমোট স্টোরেজে খুব দ্রুত অনুসন্ধান করতে পারবেন। ইন্টিগ্রেটেড স্টোরেজ ব্রাউজার এর মাধ্যমে আপনি সার্ভার সাইডে ফাইল সার্চের জন্যও সুবিধা পাবেন।
ExpanDrive এর সাহায্যে আপনার ক্লাউডে থাকা মাইক্রোসফট অফিসের ফাইলগুলি একই সাথে Collaborate করে Editing এর কাজ করতে পারবেন। কোন User যদি কোন ফাইল সম্পাদনা করে থাকে, তাহলে সেই User Editing বন্ধ না করা পর্যন্ত File টি লক অবস্থায় থাকবে এতে অন্য ব্যবহারকারীরা কেবলমাত্র সেই ফাইলটি পড়তে পারবে। এর ফলে একই ফাইল বিভিন্ন User এর মাধ্যমে একই সময় Edit হয়ে Editing Conflict তৈরি করবে না।
Expand Drive এর মাধ্যমে বক্স, ড্রপবক্স, এস 3, গুগল ড্রাইভ, ওয়ানড্রাইভ এবং শেয়ারপয়েন্ট সহ যে ফাইল স্টোরেজ গুলো ভার্সনিং সাপোর্ট করে সে সাপোর্টেড ক্লাউড স্টোরেজ এর পুরনো ভার্সনের ফাইলগুলির সহজেই অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ আপনি বিভিন্ন ফাইলের রিভিশন একসেস করতে পারবেন।
ExpanDrive এর মাধ্যমে আপনি এক বা একাধিক ক্লাউড স্টোরেজ সংযোগ করতে পারবেন যেমন:
Expan Drive গুগল, ড্রপবক্স, অ্যামাজন S3, শেয়ারপয়েন্ট সবকিছু আপনার কম্পিউটারের প্রতিটি অ্যাপ্লিকেশনের ক্লাউড স্টোরেজের সাথে যুক্ত করে সিস্টেম থেকে ক্লাউডে একটি সিকিউর কানেক্টশন তৈরি করে যার ফলে আপনি আপনার কপিউটারের যে কোন অ্যাপ্লিকেশন থেকে সরাসরি আপনার ক্লাউড স্টোরেজে ফাইল সেইভ করতে পারবেন।
Expan Drive এর রয়েছে মাল্টি-থ্রেডেড Connection Engine যা আগের সংস্করণ থেকে 500% পর্যন্ত দ্রুত কাজ করে। এখন আর আপনাকে ফাইল আপলোড করার সময় থেমে থাকতে হবে না। আপনি অন্য কাজ করার পাশাপাশি Super Fast Background Upload এর সাহায্যে ক্লাউডের সব কাজ করতে পারবেন।
ExpanDrive ট্রায়াল ভার্সন ডাউনলোড করে ইন্সটল করার পর আপনাকে ৭ দিন পর্যন্ত ব্যবহার করার সুযোগ দেওয়া হবে। এরপর যদি আপনার ভাল লাগে তাহলে আপনকে প্রো ভার্সন কিনে ব্যবহার করতে হবে।
ExpanDrive প্রো ভার্সন আপনি সারাজীবন ব্যবহার করতে পারবেন। অনলাইনে কাজের ক্ষেত্রে প্রো ভার্সনটি আপনার দৈনিক কাজগুলো সহজভাবে করতে সাহায্য করবে।
ExpanDrive প্রো এক জন ব্যবহারকারী ব্যবহার করতে পারবে। ফি $49.95 যা বাংলাদেশী টাকায় ৪২১৮ টাকা প্রায়। এছাড়া রয়েছে লাইফটাইম লাইসেন্স ও আপনার প্রয়োজন মত কাস্টোমাইজ লাইসেন্স।
আপনার কম্পিউটার বা ল্যাপটপের জন্য প্রয়োজনীয় প্যাক অনুযায়ী প্রো ভার্সন ব্যবহার করতে পারেন।
প্রথমে Expan Drive ডাউনলোড করে নিন।
ডাউনলোড হয়ে গেলে কম্পিউটার বা ল্যাপটপ এর ডাউনলোড ফাইল লোকেশন থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে run as administrator থেকে ওপেন করুন।
ইন্সটল হওয়ার পর ExpanDrive ওপেন করুন এরপর আপনি সকল ক্লউড আইকন দেখতে পাবেন।
আপনি যে ক্লাউড ব্যবহার করেন বা যারা নতুন এখন ক্লাউড সম্পর্কে জানে না তারা তাদের পছন্দের আইকনে ক্লিক করুন। যেমন- আমার গুগল ড্রাইভ পছন্দ তাই গুগল ড্রাইভ আইকনে ক্লিক করলাম।
এরপর আপনার gmail আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আর যারা নতুন তারা চাইলে নতুন করে অ্যাকাউন্ট করে নিতে পারেন।
Allow তে ক্লিক করুন।
কানেক্ট হওয়ার জন্য অপেক্ষা করুন।
কানেক্ট হওয়ার পর ডিফল্ট বা কাস্টমাইজ করে আপনার ক্লউড save করুন।
এরপর দেখবেন উইন্ডোজ পার্টিশন ড্রাইভে নতুন একটি ক্লাউড ড্রাইভ পার্টিশন যুক্ত হয়েছে। চিন্তার কোন কারণ নেই, এটি আপনার কম্পিউটার বা ল্যাপটপের কোন জায়গা দখল করবে না।
ExpanDrive এ আপনার ক্লউড যুক্ত হয়ে গেল। এখন আপনি চাইলে ExpanDrive থেকে আপনার সকল ক্লউড অ্যাক্সেস করতে পারবেন।
আপনার প্রয়োজনীয় ক্লউড একটি একটি করে যুক্ত করুন।
যুক্ত করার পর ক্লাউড ড্রাইভের ফোল্ডার আইকনে ক্লিক করতে আপনি আপনার ফাইলগুলো দেখতে পাবেন।
এখন This Pc ক্লিক করলে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ক্লাউড ড্রাইভ দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার ফাইগুলো অফলাইনেও অ্যাক্সেস করতে পারবেন।
ExpanDrive সফটওয়্যারটি উইন্ডোস, ম্যাক ও লিনাক্স ব্যবহারকারী ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সময়কে কাজে লাগাতে ExpanDrive সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
Download @ ExpanDrive অফিসিয়াল
ExpanDrive এর ফাস্ট ও স্মুথ ইন্সটলেশন, লাইট ওয়েট ইন্টারফেস, দারুণ সব ফিচার, ব্যাকগ্রাউন্ড ব্যবহারের সুবিধা, আমার কাছে দারুণ মনে হয়েছে।
আশাকরি আপনাদেরও ভাল লাগবে।
আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।
আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং আমার টিউন গুলোর র্যাংক বৃদ্ধি পাবে।
আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।
আর টিউন সংক্রান্ত আপনার যে কোন প্রশ্ন আর জিজ্ঞাসার জন্য টিউমেন্ট করতে দ্বিধা করবেন না।
Happy Techtuning!
আমি শোয়েব রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
Great Post