কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল থাকবেন না কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে। গত পর্বে আমরা দেখেছি, অসাধারণ একটি স্ট্রিমিং App - Popcorn Time. যা সম্পূর্ণ ক্রস প্লাটফর্ম সাপোর্টেড, আপনি যদি গত পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিবেন।
আমার 'গরীবের Netflix' চেইন টিউনটি ইতোমধ্যে বাংলাদেশের ওয়েব দুনিয়ায় দারুন ভাবে সাড়া ফেলেছে। বেশির ভাই মানুষই এই স্ট্রিমিং অ্যাপ গুলো সম্বন্ধে জানতো না আর আমার এই টিউনের মাধ্যমে এখন অনেকেই ফ্রি স্ট্রিমিং এর দুনিয়ায় প্রবেশ করেছেন। আমার এই চেইন টিউন সিরিজটিকে এত সাড়া দেবার জন্য আপনাদের সকলকেই জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
"গরীবের Netflix" চেইন টিউনে আমি সে সমস্ত অ্যাপ, সফটওয়্যার ও সার্ভিস আপনাদের সামনে তুলে নিয়ে আসি যেগুলো ব্যবহার করে আপনি সম্পূর্ণ ফ্রী মুভি, টিভি শো এবং মিউজিক স্ট্রিম করতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই। এগুলো সবই Netflix এর মত সার্ভিস তবে পুরাই ফ্রি! আশা করা যায় আপনারা আমার সাথেই থাকবেন। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক।
আজকে "গরীবের Netflix" চেইন টিউনে চতুর্থ পর্ব নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমার "গরীবের Netflix" চেইন টিউনে নিয়ে এসেছি চরম একটি Awesome মিডিয়া স্ট্রিমিং App - PocketTV. যা আপনাকে দিবে মিডিয়া স্ট্রিমের এর পরিপূর্ণ স্বাধ।
PocketTV একটি ফ্রী মিডিয়া স্টিমিং অ্যাপ এবং এই অ্যাপ বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড এর জন্য তৈরি করা হয়েছে। আর অ্যাপটি বর্তমানে খুবই জনপ্রিয়, আর তাই ভবিষ্যতে অন্যান্য প্লাটফর্ম জন্য তৈরি করবে বলে আসা করা যায়। আর অ্যাপ এর মাধ্যমে আপনি একই সময়ে ভিডিও স্ট্রিমিং এবং ডাউনলোড করতে পারবেন, ফলে আপনি অবিলম্বে এইচডি ভিডিও স্টিমিং এবং ডাউনলোড করতে পারবেন অনায়েসে। আর এছাড়াও এই অ্যাপ এর মাধ্যমে আপনি ১০০ টির ও অধিক চ্যানেল লাইভ দেখতে পারবেন এবং মুভি, টিভি সিরিজ ইত্যাদি দেখতে পারবেন।
এই অ্যাপটি লাইট ওয়েট, ইউজার ইন্টারফেস অসাধারণ, অনেক অনেক কন্টেন্ট এবং এর অস্থির কিছু ফিচার রয়েছে। আর এই সব ফিচারের কারণেই এটি একটি অন্যতম ফ্রী মিডিয়া স্ট্রিমিং অ্যাপ। PocketTv এর দারুন সব ফিচার গুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি।
সাউথ এশিয়ার অলমোস্ট এমন কোন মুভি ইন্ডাস্ট্রি নেই যেগুলো আপনি PocketTv তে পাবেন না। কি হলিউড, বলিউড, কলিউড, টলিউড, মলিউড আর স্যান্ডেলউড, সব উডের ক্যাটাগরি ওয়াইজ মুভি দেখতে পাবেন PocketTv এর মাধ্যমে।
যেহেতু PocketTV অ্যাপটি তাদের বেস্ট সেবা দিচ্ছে এর মধ্যে রয়েছে নতুন নতুন মুভি, টিভি সিরিজ, আর লাইভ টিভি চ্যানেল। আর এর মাধ্যমে তারা খুব সহজেই হাজার হাজার অ্যাপ ব্যবহারকারীদের থেকে বিশ্বাস অর্জন করে নিয়েছে। আর তারা নতুন সব কন্টেন্ট সময় মত আপডেট করে ফলে ব্যবহারকারীদের চাহিদা মাফিক সব কন্টেন্ট সহজেই উপভোগ করতে পারবেন।
PocketTV অ্যাপটি তাদের বেস্ট সেবার মধ্যে রয়েছে মুভি ও টিভি সিরিজ। আর আপনি এই অ্যাপ থেকে সকল ধরনের লেটেস্ট ইংরেজি, হিন্দি, সাউথ হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, পাঞ্জাবি, মারাঠি, পাকিস্তানি, গুজরাটি মুভি সহ আরও বিভিন্ন ক্যাটাগরির মুভি এবং লেটেস্ট সব টিভি সিরিজ খুব সহজেই এই অ্যাপ এ পাবেন।
PocketTV এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পছন্দের মুভি ও টিভি সিরিজ খুঁজে পারবেন কেননা এখানে বিভিন্ন ক্যাটাগরিতে মুভি সাজানো আছে।
Marvel, DC ও Disney ফ্যানরা বরাবরের মতই মুভি গুলো বারবার দেখতে পছন্দ করেন। তাদের জন্য PocketTV তে রয়েছে Marvel, DC ও Disney এর আলাদা ক্যাটেগরি। যার ফলে আপনি Marvel, DC ও Disney এর মুভি গুলো স্ট্রিমিং করে দেখতে পারবেন মাত্র ৩ টি ক্লিকেই।
PocketTV অ্যাপ এ রয়েছে ১০০+ এর অধিক চ্যানেল রয়েছে। আর এই চ্যানেল সবগুলিই HD ফলে আপনি ঝকঝকে কোয়ালিটি তে চ্যানেল গুলি উপভোগ করতে পারবেন।
PocketTV অ্যাপ দাবি করছে যে, তারা তাদের সার্ভিস কে অপ্টিমাইজ করেছে যার ফলে ইউজার দের ডাটা কম খরচ হয়। আর ফলে এই অ্যাপ এর ইউজার'রা খুব অল্প ডাটা খরচে অনেক বেশি কন্টেন্ট উপভোগ করতে পারে।
PocketTV অ্যাপ, অনেক ব্যবহারকারীদের পছন্দের অ্যাপ এর মধ্যে অন্যতম একটি অ্যাপ। কেননা PocketTV অ্যাপ এ মিডিয়া কন্টেন্ট এ ভরপুর, আর তারা নতুন কন্টেন্ট সময় মত ডেলিভারি দেওয়ার কারনে তারা অন্যতম একটি মিডিয়া স্ট্রিমিং অ্যাপ এর স্থান দখল করতে পেরেছে।
আপনি যেখানেই থাকুন না কেন আর যে অবস্থায় ই থাকুন না কেন, যেকোন জায়গা থেকে যেকোন সময়ে এই অ্যাপ থেকে মুভি, টিভি সিরিজ উপভোগ করুন অনায়েসেই। শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড ফোন আর দ্রুত গতির ইন্টারনেট কানেক্টশন হলেই আপনি হারিয়ে যেতে পারবেন বিনোদনের দুনিয়ায়।
আপনি ওয়েবে Pocket TV দিয়ে সার্চ করলে খুঁজলে এর অফিসিয়াল অ্যাপের লিংক খুঁজে পেতে কষ্ট হবে। কারণ জনপ্রিয়তার কারণে এই অ্যাপটি অনেকে বিভিন্ন আনঅফিসিয়াল সাইটে আপলোড করে ডিসট্রিবিট করে। এ ধরনের আনঅফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা থেকে বিরত থাকুন। কারণ এ ধরনের আনঅফিসিয়াল সাইট থেকে ডাইনলোড করা অ্যাপে ভাইরাস, ম্যালওয়্যার থাকে যা আপনার ফোন থেকে গুরুত্বপূর্ণ ডেটা ও তথ্য লিক, ট্রান্সফার এমনকি আপনার ফোন কম্প্রোমাইজ ও ডেটা স্পাই হবারও সম্ভাবণা রয়েছে।
আমি আপনাদেরকে Pocket TV এর অফিসিয়াল ডাউনলোড লিংক দিচ্ছি। নিরাপদ ও সুরক্ষিত ভাবে ব্যবহারের জন্য সবসময় আমার দেওয়া এই অফিসিয়াল লিংক থেকে ডাউলোড করুন।
Pocket TV এর অফিসিয়াল ডাউনলোড লিংক পেতে ব্যবহার করুন টেকটিউনস পুশ। টিউনের শেষ অংশে টেকটিউনস পুশ কোড দেওয়া আছে।
তিনটি ধাপ ফলো করে আপনি সহজেই আপনি মুভি স্ট্রিমিং করতে পারবেন।
PocketTV অ্যাপ থেকে মিডিয়া স্ট্রিমিং করা একদমই সোজা, টেকটিউনস পুশ কোডের মাধ্যমে শুধুমাত্র তাদের অফিসিয়াল ওয়েব সাইট থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটাল করলেই আপনি অ্যাপ থেকে মিডিয়া স্ট্রিমিং করতে পারবেন। এর জন্য আপনার কোন অ্যাকাউন্ট খোলার দরকার নাই। কিন্তু অ্যাপ এ অ্যাকাউন্ট খোলার অপশন আছে কেননা যারা নিয়মিত অ্যাপটি ব্যবহার করে তারা যেন তাদের পছন্দের লিস্ট সেভ করে রাখতে পারে আর পরবর্তিতে সেই পছন্দের কন্টেন্ট উপভোগ করতে পারে।
আপনার পছন্দের মিডিয়া কন্টেন্টি বাছাই করুন, বাছাই করা হয়ে গেলে সেই মিডিয়া কন্টেন্টে ক্লিক করুন।
ব্যাস এখন শুধু প্লে বাটনে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন আর উপভোগ করুন আপনার পছন্দের মিডিয়া কন্টেন্ট অনায়েসেই।
টেকটিউনস পুশ কোড: 49034591
আমার মত গরীব যারা তারা প্রথমে যা সব কিছু ফ্রিতে খুঁজি, আর এই PocketTV অ্যাপটি সম্পুর্ন ফ্রী, লাইট ওয়েট যা আপনার সিস্টেম কে স্লো করবে না, অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ, ইউজার ইন্টারফেস ও অসাধারণ আর হাজার হাজার মুভি, টিভি সিরিজ এবং ১০০+ বেশি চ্যানেল লাইভ দেখতে পারবেন। এক কথায় এই অ্যাপ দিয়ে আপনি বিনোদনের এক নতুন দুনিয়ায় হারিয়ে যেতে পারবেন। আর এই অ্যাপ এর অন্যতম ভাল দিক আমার কাছে মনে হচ্ছে এতে অ্যাকাউন্ট খোলা ছাড়াই আপনি মিডিয়া স্ট্রিমিং করতে পারবেন তাই নো টেনশন ডূ স্ট্রিমিং।
আজকের টিউনটি কেমন হলো তা টিউনমেন্ট করে জানিয়ে দিন, তাছাড়াও যেকোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। টিউনটি জোস করুন, টিউমেন্ট করুন এবং শেয়ার করুন আর টেকটিউনস এর সাথেই থাকুন।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 191 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
এখানে কি সরাসরি টিভি চ্যানেলে যা হচ্ছে তা দেখা যাবে? মানে লাইভ টিভি আছে যেখানে মনে করুন Sony Aath/Sony Max/Discovery ইত্যাদি চ্যানেলে বিকাল ৪ টার সময় যা হচ্ছে ঠিক এই এ্যাপ এও কি সেই চ্যানেলে সেগুলো দেখা যাবে? লাইভ টিভির জন্য কোনটা ভালো হবে? বায়োস্কপ লাইভ টিভি যেমন তেমন আর কি। কিন্তু সমস্যা হলো বায়োস্কোপ ফ্রি না।