কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল থাকবেন না কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে।
গত পর্বে আমরা দেখেছি, Awesome মিডিয়া স্ট্রিমিং সফটওয়্যার Stremio, যদি কেউ গত পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো Popcorn Time মিডিয়া স্ট্রিমিং।
আমার গরীবের চেইন টিউনের মূল উদ্দেশ্যই হচ্ছে সম্পূর্ণ ফ্রি মুভি ও টিভি সিরিজ Stream করার App ও সার্ভিস নিয়ে আপনাদের জানানো। যা হয়ত অনেকেই জানে না।
এই চেইন টিউনে আমি সে সমস্ত অ্যাপ, সফটওয়্যার ও সার্ভিস আপনাদের সামনে তুলে নিয়ে আসবো যেগুলো ব্যবহার করে আপনি সম্পূর্ণ ফ্রী মুভি, টিভি শো এবং মিউজিক স্ট্রিম করতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই। এগুলো সবই Netflix এর মত সার্ভিস তবে পুরাই ফ্রি! আশা করা যায় আপনারা আমার সাথেই থাকবেন। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক।
Popcorn Time একটি ফ্রী মাল্টি-প্ল্যাটফর্ম সাপোর্টেড সফটওয়্যার টরেন্ট ক্লায়েন্ট। এই সফটওয়্যার কে এক কথায় একটি মিডিয়া প্লেয়ার বলা যায়, যার মাধ্যমে টরেন্ট প্রযুক্তির মাধ্যমে মুভি, টিভি শো এবং অন্যান্য কনটেন্ট প্লে করে থাকে। আর এটি একই সময়ে ভিডিও স্ট্রিমিং এবং ডাউনলোড করতে সক্ষম, যাতে আপনি খুব সহজেই HD ও BluRay ভিডিও উপভোগ করতে পারেন। আর স্ট্রিমিং করা শেষ হলে মানে আপনি যখন সম্পূর্ণ ভিডিও দেখে ফেলবেন তখন ডাউনলোড ফোল্ডারে সেই মিডিয়া কনটেন্টটি ডাউনলোড করে রাখতে পারবেন।
Popcorn Time উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। Popcorn Time সফটওয়্যারটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
এর অস্থির কিছু ফিচার রয়েছে আর এই সব ফিচারের কারণেই এটি একটি অন্যতম ফ্রী মিডিয়া স্ট্রিমিং সফটওয়্যার। নিম্নে এর ফিচার সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
Popcorn Time সবসময় সমস্ত ওয়েব সাইট সার্চ করে আপনার জন্য সবথেকে সেরা টরেন্ট লিংক খুঁজে বের করে। যাতে করে আপনি সহজেই মিডিয়া স্ট্রিমিং করতে পারেন।
Popcorn Time থেকে আপনার যত বার খুশি তত বার মুভি বা টিভি শো দেখুন এর জন্য কোন বাধ্যবাধকতা নেই। মিডিয়া স্ট্রিমিং করতে আপনার শুধু ইন্টারনেট কানেক্টশন প্রয়োজন।
Popcorn Time সফটওয়্যারে নতুন অথবা পুরনো কোন মুভি বা টিভি শো অ্যাড করা হলে, এর ক্যাটালগ ফটো, নাম, কত সালে রিলিজ হয়েছে এবং মিডিয়া কন্টেন্ট এর রেটিং সহ খুবই আকর্ষণিয় ভাবে উপস্থাপন করা হয়।
আপনি আপনার পছন্দের মুভি অথবা এপিসোড HD কোয়ালিটিতে এবং সাবটাইটেল সহ সঙ্গে সঙ্গে দেখতে পারবেন।
মিডিয়া স্ট্রিমিং করতে আপনাকে আর অপেক্ষা করতে হবে না আর না ডাউনলোড এর ঝামেলা পোহাতে হবে। কয়েক ক্লিকের মাধ্যমে সঙ্গে সঙ্গে আপনার পছন্দের মুভি বা টিভি শো প্লে করুন আর পপকর্ন, চিপস এবং কোল্ড ড্রিংক্স নিয়ে মুভি দেখতে বসে পড়ুন।
প্রথমত Popcorn Time নিজেরা কোন ফাইল বা মিডিয়া হোস্ট করে না, ইন্টারনেট থেকে বিভিন্ন সোর্স সংগ্রহ করে তারা তাদের ক্লাইন্টদের সেবা প্রদান করে থাকে।
দ্বিতীয়ত Popcorn Time এ Torrent বা Peer টু Peer এর মাধ্যমে ফাইল স্ট্রিমিং হয় কিন্তু তা খুবই দ্রুত স্পীডে এবং সরাসরি স্ট্রিমিং হয়। ফলে আপনাকে টরেন্ট সাইটের থেকে ফাইল ডাউনলোড করতে হবে না। ফলে নিশ্চিন্তে মিডিয়া স্ট্রিমিং করুন।
তবে মনে রাখবেন যেহেতু এটি Torrent বা Peer টু Peer এর মাধ্যমে ফাইল স্ট্রিমিং করে তাই আপনার হাই স্পিড ইন্টারনেট কানেক্টশন থাকলে সবচেয়ে ভালো ফল পাবেন।
আশা করছি আপনারা ইতিমধ্যে Popcorn Time সফটওয়ার ইন্সটল করে ফেলেছেন, যদি এখনো ইন্সটল না করে থাকেন তাহলে এক্ষনি ইন্সটল করুন। আর ইন্সটল করা হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করুন, ওপেন করলে নিচের ছবির মত একটা ইন্টারফেস দেখতে পাবেন।
এখন, আপনার পছন্দের মিডিয়া কন্টেন্ট বাছাই করুন স্ট্রিমিং করার জন্য, আমি হ্যারি পটার মুভি প্লে করে দেখাবো আপনারা আপনাদের পছন্দের মিডিয়া প্লে করুন আমার দেখানো পদ্ধতি অনুসারে। এর পর মুভি সিলেক্ট করুন, ভাল ভাবে বুঝতে নিম্নের ছবির দিকে লক্ষ করুন।
এখন আপনার চাইলে মিডিয়া কোয়ালিটি কমাতে বা বাড়াতে পারবেন, হ্যারি পটার মুভি দুইটি কোয়ালিটিতে দেখতে পাবেন। কোয়ালিটি সিলেক্ট করার পরে Watch Now বাটনে ক্লিক করুন, ভাল ভাবে বুঝতে নিচের ছবিটি দেখুন।
Watch Now বাটনে ক্লিক করার পরে নতুন একটি উইন্ডো আসবে, ঠিক নিচের ছবির মত।
কিছুক্ষন অপেক্ষা করুন, অটোম্যাটিক ভাবে ডাউনলোড হবে কিছু ফাইল এবং তা খুবই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে।
এখন কিছুক্ষন অপেক্ষা করুন, মুভিটি স্ট্রিমিং হতে কিছুটা সময় লাগবে কতক্ষন লাগবে তা বলা মুশকিল কেননা এটা নির্ভর করে আমাদের ইন্টারনেট এর স্পীড এর উপর। আমার পিসিতে মুভিটি প্লে হতে বেশি সময় লাগে নি, আশা করা যায় আপনাদের ইন্টারনেট স্পীড ভালো হলে খুবই ভাল সার্ভিস পাবেন Popcorn Time সফটওয়্যার থেকে।
আপনি ওয়েবে Popcorn Time দিয়ে সার্চ করলে খুঁজলে এর অফিসিয়াল অ্যাপের লিংক খুঁজে পেতে কষ্ট হবে। কারণ জনপ্রিয়তার কারণে এই অ্যাপটি অনেকে বিভিন্ন আনঅফিসিয়াল সাইটে আপলোড করে ডিসট্রিবিট করে। এ ধরনের আনঅফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা থেকে বিরত থাকুন। কারণ এ ধরনের আনঅফিসিয়াল সাইট থেকে ডাইনলোড করা অ্যাপে ভাইরাস, ম্যালওয়্যার থাকে যা আপনার ফোন থেকে গুরুত্বপূর্ণ ডেটা ও তথ্য লিক, ট্রান্সফার এমনকি আপনার ফোন কম্প্রোমাইজ ও ডেটা স্পাই হবারও সম্ভাবণা রয়েছে।
আমি আপনাদেরকে Popcorn Time এর অফিসিয়াল ডাউনলোড লিংক দিচ্ছি। নিরাপদ ও সুরক্ষিত ভাবে ব্যবহারের জন্য সবসময় আমার দেওয়া এই অফিসিয়াল লিংক থেকে ডাউলোড করুন।
Popcorn Time এর অফিসিয়াল ডাউনলোড লিংক পেতে ব্যবহার করুন টেকটিউনস পুশ। টিউনের শেষ অংশে টেকটিউনস পুশ কোড দেওয়া আছে।
আগেই আপনাদের বলেছি যে Popcorn Time মাল্টি প্ল্যাটফর্মে সাপোর্ট করে, তো চিন্তার কোন কারন নেই আপনি যে ডিভাইস ই ব্যবহার করেন না কেন Popcorn Time আপনার ডিভাইসে ইন্সটল করে উপভোগ করতে পারবেন হাজার হাজার মুভি এবং টিভি শো।
Popcorn Time উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। Popcorn Time সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করতে টেকটিউনস পুশ কোডের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী সফটওয়্যারে প্যাকেজ সিলেক্ট করুন।
টেকটিউনস পুশ কোড: 82815400
আমারা প্রথমে যা সব কিছু ফ্রিতে খুঁজি, আর এই Popcorn Time অ্যাপটি সম্পূর্ণ ফ্রী, মাল্টি প্লাটফর্ম সাপোর্ট করে, লাইট ওয়েট যা আপনার সিস্টেম কে স্লো করবে না, অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ, ইউজার ইন্টারফেস ও অসাধারণ। এক কথায় এই অ্যাপ দিয়ে আপনি বিনোদনের এক নতুন দুনিয়ায় হারিয়ে যেতে পারবেন।
আজকের টিউনটি কেমন হলো তা টিউনমেন্ট করে জানিয়ে দিন, তাছাড়াও যেকোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। টিউনটি জোস করুন, টিউমেন্ট করুন এবং শেয়ার করুন আর টেকটিউনস এর সাথেই থাকুন।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 191 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
এটা থেকে কি Download করা যাবে?