উইন্ডোজ ৭ এ নিয়ে আসুন ম্যাক এর ফ্লেভার………

ম্যাক অপারেটিং সিস্টেম দেখতে কতই না সুন্দর। কিন্তু কেনা থেকে শুরু করে ইন্সটলেশন প্রক্রিয়া বেশ কঠিন। কিন্তু আপনি যদি উইন্ডোজ এর লুক ম্যাক এর মত করতে চান তাহলে আপনাকে কয়েক টি সহজ কাজ করতে হবে।

স্নো লিওপার্ড নামক একটি সফটওয়্যার ডাউনলোড করুন এখান থেকে

ইন্সটলের সময় আপনাকে অবশ্যই কন্ট্রোল প্যানেল থেকে user account control কে disable করে দিতে হবে। এরপর একটা রিস্টার্ট দিন। এখন ডাউনলোডকৃত সফটওয়্যার টি ইন্সটল করুন ।

সতর্কতা ; আপনি ইন্সটল দিতে শুরু করলে প্রথমেই আপনার কাছে যে উইন্ডোটা আসবে সেখানে স্নো লেওপার্ড কে ডিফল্ট ব্রাউজার হিসেবে রাখা হবে এমন একটি চেক বক্স আসবে। অবশ্যই টিক চিহ্ন টা উঠিয়ে দিতে হবে।

এরপর যথারীতি ইন্সটল হতে দিন। ব্যাস একটা রিস্টার্ট দিলেই আপনার কম্পিউটার আপনি চিনতে পারবেন না।

Level 0

আমি দীনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মোঃ মাহমুদুল হাসান, তথ্যপ্রযুক্তি ইন্সটিটিউট,জাহাঙ্গীরনগর বিঃ (১ম ব্যাচ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ata ki windows xp ta support korbe???

ধন্যবাদ ভাই দীনার । আমার খুব কাজে লেগেছে ।

অনেক সুন্দর ধন্যবাদ ভাইয়া । পুরা looking change করে দিয়েছে । এক কথায় Awesome ………………….

আমি ভুল করে ডিফলট এ সেট করেছি এখন কী করব

    আপনি সিস্টেম রিস্টোর করে দেখতে পারেন। তাতেও কোন লাভ হবে বলে মনে হয় না। আমি এই ভুল টা করেছিলাম। আমাকে সেটাপ দিতে হয়েছে।

পরবর্তীতে কি উইন্ডোজের ডিফল্ট মোড-এ ফিরে যাওয়া যাবে?

    আন ইন্সটল করে দিন ব্যাস……

🙂 🙂 🙂 মজা পাইলাম. ধন্যবাদ share করার জন্য.

BTW , কিছু screenshot দিলে খুব ভালো হত লেখাটা.

    চেস্টা করেছিলাম। হয়নি……

অনেক ধন্যবাদ । আসলেই কম্পিউটারের চেহারা বদলে গেছে । তবে প্রতিবার কম্পিউটার অন করলে একটা message আসে failed to register hotkeys 1, 2, 3,4 .Check hot keys. এটার কোন সমাধান আছে?

    এ ধরনের সমস্যার সাথে আমি পরিচিত না। একটু কষ্ট করে ইন্টারনেটে ঘাটুন পেয়ে যাবেন আপনার সমাধান।

এইটা আগে আমার কাছে ছিল । কিন্তু দুর্ভাগ্যবসত হার্ডডিস্ক ফরম্যাট হও্যার কারনে ফাইলটা হারিয়ে যায়। কোন ঠিকানা থেকে ডাউনলোড করছিলাম তাও মনে পরে নাই, হন্যে হয়ে খুছিলাম পাই নাই । আপনি দিলেন ধন্যবাদ না দিয়ে পারছি না । ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ***

Level New

আপনাকে ধন্যবাদ ।আমার আর ও টিপস দরকার। লিখে জান। আছি।

Level 0

Windows XP তে Windows 7 এর Theme ব্যবহার করা যায় কিনা জানাবেন দয়া করে। কস্টে আছি ।

custo pack use koren

@দীনার ইন্সটলের সময় আপনাকে অবশ্যই কন্ট্রোল প্যানেল থেকে user account control কে disable করে দিতে হবে। এরপর একটা রিস্টার্ট দিন। এখন ডাউনলোডকৃত সফটওয়্যার টি ইন্সটল করুন । ভাই এই বিষয়টা বুঝিয়ে বলুন ।। আমি বুঝজতেচি না

Level 0

User account control > how to disable > Pls. explain. Pls……….

link টা কাজ করছে না