Firefox এর ৪র্থ ভার্সনটি অনেকেই ডাউনলোড করেছেন। কিন্ত ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কাজ না করার কারণে হয়ত পুরানো সেই ৩.৬ বা আগের ভার্সন এ ফিরে গেছেন এরকম অনেকেই আছেন।
যারা IDM এর নতুন ভার্সন (6.05) ব্যাবহার করেন তাদের সমস্যা হওয়ার কথা না, কারণ এটা ইন্সটল করলে Firefox 4 এর সাথে সঙ্গতিপুর্ন অ্যাড-অন ইন্সটল হয় যার মাধ্যমে IDM কাজ করে। কিন্তু অনেকেই IDM CC এর পুরান ভার্সন বাব্যহার করার কারণে Firefox 4 এ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যাবহার করতে পারছেন না। তো দেরি কেন? এক্ষুনি নিচের অ্যাড-অনটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড হয়ে গেলে RAR ফাইল থেকে XPI ফাইলটি এক্সট্রাক্ট করে নিন। তারপর Firefox এ যেয়ে File > Open সিলেক্ট করে অ্যাড-অনটি দেখিয়ে দিন ও ইন্সটল করুন। ব্রাউজার রিস্টার্ট করুন। রাইট ক্লিক করে দেখেন IDM এর Context menu চলে এসেছে।
কাজে লাগলে জানাবেন। আর মন্তব্য দিতে ভুলবেন না।
আমার পরবর্তী টিউন: নিজেই মাদারবোর্ডের বায়োস আপডেট করুন আর স্প্ল্যাশ স্ক্রীনে দিন ইচ্ছামত ছবি
আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ