ফায়ারফক্স ৪.০ এ আইডিএম এর সমস্যার সমাধান

Firefox এর  ৪র্থ ভার্সনটি অনেকেই ডাউনলোড করেছেন। কিন্ত ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কাজ না করার কারণে হয়ত পুরানো সেই ৩.৬ বা আগের ভার্সন এ ফিরে গেছেন এরকম অনেকেই আছেন।

যারা IDM এর নতুন ভার্সন (6.05) ব্যাবহার করেন তাদের সমস্যা হওয়ার কথা না, কারণ এটা ইন্সটল করলে Firefox 4 এর সাথে সঙ্গতিপুর্ন অ্যাড-অন ইন্সটল হয় যার মাধ্যমে IDM কাজ করে। কিন্তু অনেকেই IDM CC এর পুরান ভার্সন বাব্যহার করার কারণে Firefox 4 এ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যাবহার করতে পারছেন না। তো দেরি কেন? এক্ষুনি নিচের অ্যাড-অনটি ডাউনলোড করে নিন।

IDM CC 7.5.2

ডাউনলোড হয়ে গেলে RAR ফাইল থেকে XPI ফাইলটি এক্সট্রাক্ট করে নিন। তারপর Firefox এ যেয়ে File > Open সিলেক্ট করে অ্যাড-অনটি দেখিয়ে দিন ও ইন্সটল করুন। ব্রাউজার রিস্টার্ট করুন। রাইট ক্লিক করে দেখেন IDM এর Context menu চলে এসেছে।

কাজে লাগলে জানাবেন। আর মন্তব্য দিতে ভুলবেন না।

আমার পরবর্তী টিউন: নিজেই মাদারবোর্ডের বায়োস আপডেট করুন আর স্প্ল্যাশ স্ক্রীনে দিন ইচ্ছামত ছবি

Level 0

আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

অরবিট ডাউনলোডার ভালো

Level 0

ThanX for nice tune.Kemulator download korbo mediafire link please diben ki.

ভাই , আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।

ধন্যবাদ প্রিয়তে নিলাম।

Level 0

ভাল লাগলো টিউনটি……ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ।

    অফটপিক: rmc মানে কি? রাজশাহী মেডিকেল কলেজ? কই থাকেন রাজশাহীর? 😀

ডাউনলোড হয়ে গেলে RAR ফাইল থেকে XPI ফাইলটি এক্সট্রাক্ট করে নিন। তারপর Firefox এ যেয়ে File > Open সিলেক্ট করে অ্যাড-অনটি দেখিয়ে দিন ও ইন্সটল করুন। ব্রাউজার রিস্টার্ট করুন। রাইট ক্লিক করে দেখেন IDM এর Context menu চলে এসেছে।

কাজে লাগলে জানাবেন। আর মন্তব্য দিতে ভুলবেন না।360 ফায়ারফক্স ৪.০ এ আইডিএম এর সমস্যার সমাধান | Techtunes

বুঝতে পারলাম না উপরের অংশ টুকু

    মানে হল ফায়ারফক্স এর অ্যাডঅন XPI ফাইল আকারে থাকে। আপনি যে ফাইলটা ডাউনলোড করবেন তাতে XPI ফাইলটি জিপ করা আছে। সেটা বের করুন। তারপর ইন্সটল করার পালা। সহজ উপায় হল ফায়ারফক্স এ যান। File মেনু থেকে Open file দিন অথবা Ctrl + O চাপু। তারপর সেই XPI ফাইলটা দেখিয়ে দিলেই অ্যাডঅন ইন্সটল হয়ে যাবে। তখন ফায়ারফক্স ৪.০ দিয়েই আইডিএম চালানো যাবে 🙂

    এটা সমাধান কালকে করতে পেরেছি নিজে নিজেই।

This comment is from Qt!