টেকটিউনস এর নতুন Dedicated Download ভিত্তিক Section ‘Techtunes Down Town’ পরিচালনার জন্য লোক প্রয়োজন

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

টেকটিউনস এর নতুন Dedicated Download ভিত্তিক Section 'Techtunes Down Town' পরিচালনার জন্য লোক প্রয়োজন। আপনি যদি হোন একজন Download প্রেমী, দাঁপিয়ে বেড়ান Download সাইট গুলো, আছে Download এর অনেক অভিজ্ঞতা এবং লিখতে পারেন ডাউনলোড সংক্রান্ত বিষয় নিয়ে তবে Techtunes আপনাকেই খুঁজছে।

কাজ:

  • আপনাার বিভিন্ন সফটওয়্যার, ফ্রিওয়্যার, মোবাইল অ্যাপ, ব্রাউজার এক্সটেশন সাইট সম্বন্ধে ভালো ধারনা থাকতে হবে।
  • 'Techtunes Down Town' এর দুটি Section একটি ডাউনলোড নিয়ে নিউজ,  আরেকটি সফটওয়্যার, ফ্রিওয়্যার, মোবাইল অ্যাপ, ব্রাউজার এক্সটেশন এর লিস্টিং যেখান থেকে টেকটিউনস কমিউনিটি সরাসরি টেকটিউনসের নিজেস্ব সার্ভার থেকে নতুন রিলিজ পাওয়া সফটওয়্যার, ফ্রিওয়্যার, মোবাইল অ্যাপ, ব্রাউজার এক্সটেশন সরাসরি ডাউনলোড করতে পারবে।
  • 'Techtunes Down Town' এ সফওয়্যার এর লিস্টিং গুলো উইন্ডোস, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব (SaaS), ক্লাউড হিসেবে আলাদা আলাদা বিভাগে নিউজ কন্টেন্ট ও লিস্টিং কন্টেন্ট তৈরি করতে হবে।
  • 'Techtunes Down Town' টিম মেম্বার হিসেবে কোন কোন সাইটে এগুলো পাওয়া যায় তা সম্বন্ধে ভালো নলেজ থাকতে হবে। বিভিন্ন ডাউনলোডিং সাইট যেমন FileHippo, CNET Download এ ফাইল লিস্টিং ও লিস্টিং এর কন্টেন্ট কিভাবে হয় তা সম্বন্ধে ভালো ধারণা ও এরকম সাইট থেকে ইন্সপাইরেশন নিয়ে নিয়মিত সফটওয়্যার, ফ্রিওয়্যার, মোবাইল অ্যাপ, ব্রাউজার এক্সটেশন এর নিউজ, রিভিউ অর্টিকেল বাংলায় লিখতে হবে। সর্বপরি ডাউনলোড নিয়ে বাংলা কন্টেন্ট তৈরি করতে হবে।
  • বাংলায় নিউজ কন্টেন্ট ও লিস্টিং কন্টেন্ট। দেশি ও বিদেশি সব ধরনের সফটওয়্যার। তাই দেশি ও বিদেশি সফওয়্যার এর সোর্স ও সাইটস সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে।
  • 'Techtunes Down Town' এ ডাউনলোড লিস্টিং সেকশনে বিভিন্ন সফটওয়্যার, ফ্রিওয়্যার, মোবাইল অ্যাপ, ব্রাউজার এক্সটেশন নতুন ভার্সন রিলিজ হলে তা টেকটিউনস সার্ভারে আলোড করে কন্টেন্ট এ যোগ করতে হবে।
  • উল্লেখ্য কোন ধরনের ক্র্যাক ও পাইরেট সফটওয়্যার এর লিস্টিং নিউজ 'Techtunes Down Town' এ হবে না।

টিমে অংশ নিন

আপনি যদি চান 'Techtunes Down Town' টিমের সাথে কাজ করতে তবে এখানে আবেদন করুন

Assessment Section এ পয়েন্ট গুলো সল্প ভাষায় না লেখে বর্ণনা আকারে যত বেশি সম্ভব বিস্তারিত লিখুন। প্রয়োজনে লিংক সংযোজন করুন। যা আপনাকে নির্বাচনের সুযোগ বৃদ্ধি করবে।

আপনার আবেদনের উত্তরের উপর নির্ভর করে Techtunes Content Ops থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।

-

Techtunes Site Ops

-

ছবি By MeSamong

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসসালাুয়ালাইকুম,
আমি রায়হান ফেরদৌস, আমি টেক ডাউন টাউন এ কাজ করতে আগ্রহী।
১) আমি ছাত্র (বিবিএ ৪র্থ বর্ষ)
২) আমার এই বিষয়ে প্রাতিষ্ঠানিক পূর্ব অভিজ্ঞতা নেই। আমি খুব ভাল ভাবেই ইন্টারনেট ব্রাউজ করে প্রয়োজনীয় ফাইল ডাউনলোডকরতে পারি (আলহামদুলিল্লাহ) আর এটাই আমার অভিজ্ঞতা (আমি মনে করছি)।
৩) টেক ডাউন টাউন কে সমৃৃদ্ধ করতে মানসম্মত কন্টেন্ট (অডিও, ভিডিও), ফাইল, অ্যাপস, গেমস, ইত্যাদির মাধ্যমে গড়ে তুলতে হবে। সাথে সাথে ব্যবহারকারীদের পছনদানুযায়ী সব সেবা প্রদান করতে হবে। এক কথায়, আমি যদি একজন ডাউনলোডার হই, তাহলে কি কি ফাইল থাকলে আমি অন্য সাইটে যাবো না, সেই বিষয় টা নিয়ে চিন্তা করা প্রয়োজন।

    আপনার প্রোফাইলে আপনার আসল ফটো পাওয়া গেল না। আর আপনার কি লেখালেখির অভিজ্ঞতা আছে? পূর্বে লেখার কিছু লিংক দিন।

    ‘Techtunes Down Town’ এর কাজ ও আবেদন প্রক্রিয়া টিউনে আপডেট করা হয়েছে। প্রয়োজনীয় বিষয় পড়ে আবেদন করুন। ধন্যবাদ।

আসসালামুআলাইকুম,
আমি উক্ত পোস্টটিতে আগ্রহ বোধ করছি। আমি বর্তমানে অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত আছি। তো আমি এগুবার পূর্বে পোস্টটির একচুয়াল কাজটা কি সেটা সম্পর্কে জানতে চাচ্ছি।
+ আমাকে কি বড় বড় ফাইল টেকটিউনসের সার্ভারে আপলোড করা লাগবে? নাকি টিউনারদের আপলোড করা ফাইলগুলো ম্যানেজ করতে হবে?
+ আর যদি আমায় ফাইল আপলোড করতে হয় তাহলে কি সেটা লিংকের মাধ্যমে আপলোড করতে পারব?

    Techtunes Down Town এর কাজ ও আবেদন প্রক্রিয়া টিউনে আপডেট করা হয়েছে। প্রয়োজনীয় বিষয় পড়ে আবেদন করুন। ধন্যবাদ।

আমি শান্ত ফয়সাল, আমি টেক ডাউন টাউন এ কাজ করতে আগ্রহী।
১) আমি ছাত্র (বিবিএ ২য় বর্ষ)
২) আমার এই বিষয়ে প্রাতিষ্ঠানিক পূর্ব অভিজ্ঞতা নেই। আমি খুব ভাল ভাবেই ইন্টারনেট ব্রাউজ করে প্রয়োজনীয় ফাইল ডাউনলোডকরতে পারি।
৩) আমি টেক টিউন্স এ এখনো কোনো পোস্ট করিনি। (টেক টিউন্সের অনেক পুরোনো সদস্য হলেও আমি কখনো টিউমেন্ট হওয়া নিয়ে ভাবিনি।)
৪) অভিজ্ঞতা হিসাবে আমি ওয়ার্ডপ্রেস খুব ভালোভাবে কন্ট্রোল ও আমার নিজের একটি মুভি ডাওনলোড সাইট আছে।
৫) টেক ডাউন টাউন কে সমৃৃদ্ধ করতে ব্যবহারকারীদের পছনদানুযায়ী পোস্ট করতে হবে।

    Techtunes Down Town এর কাজ ও আবেদন প্রক্রিয়া টিউনে আপডেট করা হয়েছে। প্রয়োজনীয় বিষয় পড়ে আবেদন করুন। ধন্যবাদ।

আমি কি জয়েন করতে পারবো? 😉

    ‘Techtunes Down Town’ এর কাজ ও আবেদন প্রক্রিয়া টিউনে আপডেট করা হয়েছে। প্রয়োজনীয় বিষয় পড়ে আবেদন করুন। ধন্যবাদ।

আপনাদের আবেদন প্রক্রিয়াতে এত ঝামেলা রাখছেন কেন ? শুধু মাত্র Hangout এপ্স রাখছেন, ইমো ,স্ক্যইপ অথবা মেসেন্জার রাখা উচিৎ ছিল। আমার Hangout না থাকার কারনে আবেদন করতে পারলাম না।

আমি উইন্ডোজ,লিনাক্স ও ম্যাক এপ্স নিয়ে টিউন করতে পারবো। বিশেষ করে ম্যাক ও লিনাক্স নিয়ে বেশি টিউন করবো। কারন বাংলাতে লিনাক্স ও ইউনিক্স নিয়ে খুব একটা টিউন হয় না। আমি মানসম্মত টিউনের মাধ্যমে লিনাক্স ও ইউনিক্স ইউজারদের চাহিদা পুরন করতে পারবো।নিয়মত টিউনের মাধ্যমে ডাউনলোড সেকশন জনপ্রিয় করতে পারবো।

    আবেদন প্রক্রিয়া যথা সম্ভব সাধারণ রাখা হয়েছে। আর আবদেনর বিষয়টি শুধু মাত্র ফর্ম পূরণ নয় বরং আবদনের Assesment এর উপর ভিত্তি করে কন্টেন্ট রাইটার নির্বাচনের বিষয় রয়েছে। একটি জিমেইল আইডি থাকা মানেই হ্যাঙআউটস থাকা। তাছাড়া টেকটিউনসের কন্টেন্ট রাইটারদের টেকটিউনস ক্লাউড অফিসে কাজ করতে হয় আর টেকটিউনস ক্লাউড অফিসের বেশ কিছু বিষয় গুগলের বেশ বেশি সার্ভিসের সাথে ইন্ট্রিগ্রেটেড তাই। কন্টেন্ট রাইটার হিসেবে নির্বাচিত হবার পরেরও জিমেইল আইডি প্রয়োজন পরবেই। কন্টেন্ট রাইটারের যোগ্যতা যাচাই বাইয়ের জন্যই আবেদন প্রক্রিয়া।

ডিউটি আওয়ার এবং স্যালারী রেঞ্জ সর্ম্পকে ধারনা দিয়ে বাধিত করবেন।

ami join hota chai