টেকটিউনস এর নতুন Dedicated Download ভিত্তিক Section 'Techtunes Down Town' পরিচালনার জন্য লোক প্রয়োজন। আপনি যদি হোন একজন Download প্রেমী, দাঁপিয়ে বেড়ান Download সাইট গুলো, আছে Download এর অনেক অভিজ্ঞতা এবং লিখতে পারেন ডাউনলোড সংক্রান্ত বিষয় নিয়ে তবে Techtunes আপনাকেই খুঁজছে।
কাজ:
- আপনাার বিভিন্ন সফটওয়্যার, ফ্রিওয়্যার, মোবাইল অ্যাপ, ব্রাউজার এক্সটেশন সাইট সম্বন্ধে ভালো ধারনা থাকতে হবে।
- 'Techtunes Down Town' এর দুটি Section একটি ডাউনলোড নিয়ে নিউজ, আরেকটি সফটওয়্যার, ফ্রিওয়্যার, মোবাইল অ্যাপ, ব্রাউজার এক্সটেশন এর লিস্টিং যেখান থেকে টেকটিউনস কমিউনিটি সরাসরি টেকটিউনসের নিজেস্ব সার্ভার থেকে নতুন রিলিজ পাওয়া সফটওয়্যার, ফ্রিওয়্যার, মোবাইল অ্যাপ, ব্রাউজার এক্সটেশন সরাসরি ডাউনলোড করতে পারবে।
- 'Techtunes Down Town' এ সফওয়্যার এর লিস্টিং গুলো উইন্ডোস, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব (SaaS), ক্লাউড হিসেবে আলাদা আলাদা বিভাগে নিউজ কন্টেন্ট ও লিস্টিং কন্টেন্ট তৈরি করতে হবে।
- 'Techtunes Down Town' টিম মেম্বার হিসেবে কোন কোন সাইটে এগুলো পাওয়া যায় তা সম্বন্ধে ভালো নলেজ থাকতে হবে। বিভিন্ন ডাউনলোডিং সাইট যেমন FileHippo, CNET Download এ ফাইল লিস্টিং ও লিস্টিং এর কন্টেন্ট কিভাবে হয় তা সম্বন্ধে ভালো ধারণা ও এরকম সাইট থেকে ইন্সপাইরেশন নিয়ে নিয়মিত সফটওয়্যার, ফ্রিওয়্যার, মোবাইল অ্যাপ, ব্রাউজার এক্সটেশন এর নিউজ, রিভিউ অর্টিকেল বাংলায় লিখতে হবে। সর্বপরি ডাউনলোড নিয়ে বাংলা কন্টেন্ট তৈরি করতে হবে।
- বাংলায় নিউজ কন্টেন্ট ও লিস্টিং কন্টেন্ট। দেশি ও বিদেশি সব ধরনের সফটওয়্যার। তাই দেশি ও বিদেশি সফওয়্যার এর সোর্স ও সাইটস সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে।
- 'Techtunes Down Town' এ ডাউনলোড লিস্টিং সেকশনে বিভিন্ন সফটওয়্যার, ফ্রিওয়্যার, মোবাইল অ্যাপ, ব্রাউজার এক্সটেশন নতুন ভার্সন রিলিজ হলে তা টেকটিউনস সার্ভারে আলোড করে কন্টেন্ট এ যোগ করতে হবে।
- উল্লেখ্য কোন ধরনের ক্র্যাক ও পাইরেট সফটওয়্যার এর লিস্টিং নিউজ 'Techtunes Down Town' এ হবে না।
টিমে অংশ নিন
আপনি যদি চান 'Techtunes Down Town' টিমের সাথে কাজ করতে তবে এখানে আবেদন করুন।
Assessment Section এ পয়েন্ট গুলো সল্প ভাষায় না লেখে বর্ণনা আকারে যত বেশি সম্ভব বিস্তারিত লিখুন। প্রয়োজনে লিংক সংযোজন করুন। যা আপনাকে নির্বাচনের সুযোগ বৃদ্ধি করবে।
আপনার আবেদনের উত্তরের উপর নির্ভর করে Techtunes Content Ops থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।
-
Techtunes Site Ops
-
ছবি By MeSamong
আসসালাুয়ালাইকুম,
আমি রায়হান ফেরদৌস, আমি টেক ডাউন টাউন এ কাজ করতে আগ্রহী।
১) আমি ছাত্র (বিবিএ ৪র্থ বর্ষ)
২) আমার এই বিষয়ে প্রাতিষ্ঠানিক পূর্ব অভিজ্ঞতা নেই। আমি খুব ভাল ভাবেই ইন্টারনেট ব্রাউজ করে প্রয়োজনীয় ফাইল ডাউনলোডকরতে পারি (আলহামদুলিল্লাহ) আর এটাই আমার অভিজ্ঞতা (আমি মনে করছি)।
৩) টেক ডাউন টাউন কে সমৃৃদ্ধ করতে মানসম্মত কন্টেন্ট (অডিও, ভিডিও), ফাইল, অ্যাপস, গেমস, ইত্যাদির মাধ্যমে গড়ে তুলতে হবে। সাথে সাথে ব্যবহারকারীদের পছনদানুযায়ী সব সেবা প্রদান করতে হবে। এক কথায়, আমি যদি একজন ডাউনলোডার হই, তাহলে কি কি ফাইল থাকলে আমি অন্য সাইটে যাবো না, সেই বিষয় টা নিয়ে চিন্তা করা প্রয়োজন।