ছোট কিন্তু অসাধারণ একটি সফটওয়্যার দিয়ে নিজের ডেস্কটপে সৃষ্টি করুন জলতরঙ্গ

বন্ধুরা, নিজের পিসিকে সুন্দর করে সাজাতে বা দর্শনীয় করে তুলতে চাই আমরা সকলেই। আর এজন্য আমরা হয়তো থিম চেঞ্জ করি, স্ক্রীনসেভার চেঞ্জ করি ইত্যাদি। বন্ধুরা, তাই আমি আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ছোট্ট একটি সফটওয়্যারের সাথে যা দিয়ে একইসাথে আপনি আপনার ডেস্কটপের ওয়ালপেপার এবং স্ক্রীনসেভার দুটিকেই করতে পারেন অসাধারণ। কি সেই সফটওয়্যার ? Watery Desktop 3D । কাজ ? কিছুই না, আবার অনেক কিছুও বটে। এর মাধ্যমে আপনি আপনার ডেস্কটপের ওয়ালপেপারকে এমন রূপ দিতে পারেন যে, দেখে মনে হবে, আপনার ডেস্কটপে পানির ঢেউ খেলা করছে। কিছু ছবি দেখলেই বুঝতে পারবেন

ডাউনলোড করুন এখান থেকে। সাইজ মাত্র ১.৯ মেগাবাইট।

ডাউনলোড করার পর আনজিপ করে নিচের মত পাবেন।

ফোল্ডারের ভেতরের সেটাপ ফাইলটিকে সেটাপ করুন। ডেস্কটপে নিচের মত আইকন পাবেন।

এর মধ্যে নিচের আইকনে ক্লিক করলে আপনার ডেস্কটপে ওয়ালপেপার একটিভ না থাকলে একটিভ হবে। এরপর আবার ক্লিক করলে নিচের মত সেটিং উইন্ডো পাবেন।

এখান থেকেই আপনি ঠিক করে দিতে পারবেন যে, আপনি কোন ধরনের পানির খেলা দেখতে চান, ঢেউ নাকি বৃষ্টির ফোটা নাকি ঝড়ো তরংগ নাকি অন্য কিছু।

লাল বৃত্ত চিহ্নিত স্থানে ক্লিক করে যে উইন্ডো পাবেন তাতে রেজিস্ট্রেশন কোড দিন।

রেজিস্ট্রেশন কোড পাবেন ফোল্ডারের বাইরের প্যাচ ফাইল থেকে (ফোল্ডারের ভেতরে একটি সিরিয়াল নাম্বার আছে,ওটা নয় )

প্যাচ ফাইল ওপেন করে মিষ্টি মধুর মিউজিকের তালে তালে সিরিয়াল নাম্বারটি রেজিস্টেশন কোডের ঘরে বসান। হয়ে গেলো।

ডাউনলোড লিঙ্ক

তাহলে আর দেরী কেন ? ঝটপট ডাউনলোড করে দেখুন আপনার ডেস্কটিপে জলছন্দ। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধারুন লাগলো । আগে জানতাম স্কিনসেভার হয় । ডাউনলোড দিলাম।

    Level 0

    হুমম,স্ক্রীনসেভার+ডেস্কটপ। ধন্যবাদ।

খুব ভাল লাগল ।
অনেক ধন্যবাদ ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ। 🙂

অসাধারণ! অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। সাথে শুভেচ্ছা।

    Level 0

    ধন্যবাদ। তবে শুভেচ্ছা কিসের? 😮

লাইক দিলাম 🙂

Level 0

খুব ভাল লাগল ।
অনেক ধন্যবাদ ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ । কাল আমার বাংলা ২য় পত্র পরীক্ষা দোয়া করবেন ।

    Level 0

    হায়,হায় , পরীক্ষার সময় টিটি তে!!!! দোয়া তো অবশ্যই করি।

Thanks

ভাল লাগল, অনেক ধন্যবাদ ।

    Level 0

    ধন্যবাদ আপনাকেও 🙂

এই জিনিস তাই খুজতেছিলম , অনেক ধন্যবাদ ।

    Level 0

    ধন্যবাদ 🙂

এই জিনিসটা ছিল কিন্তু keygen কিছুতেই পাচ্ছিলাম না….
ডাবল ধন্যবাদ আপনাকে মিঠু ভাই 🙂 😀

    Level 0

    আপনাকেও ডাবল ব্যাক ধন্যবাদ

আর তর সইতেছে না ধন্যবাদ না দিলেই নয় ধন্যবাদ না দেয়া প্রযন্ত মন টা ভাল লাগলোনা তাই ধন্যবাদ টা দিয়ে আমার মন টা ভাল করলাম। আর এত ধন্যবাদ দিলাম তা আপনি গুনতে পারবেন না। কারন আপনি যত প্রযন্ত গুনতে পারেন,আমি তার থেকেও ১০০ বেশি দিলাম। মানে হল আপনি যত প্রযন্ত গুনতে পারেন তাথেকেও ১০০ বেশি দরে নিবেন।ধন্যবাদ………………………………………………………………..অগনিত।

    Level 0

    হে হে হে

Level New

THANKS FOR THIS KIND OF GIFT.I LIKE IT .আরও টিপস চাই। সাথে আছি।

vai download linkta kaj korsena.. aktu linkta abar dile upokar hoto