আপনি কি জানেন? আপনার ব্যবহৃত মনিটরটিতে ডেড পিক্সেল আছে কি না। LCD মনিটরের জন্য এই সমস্যাটি আরও মারাত্মক। তাছাড়া আজকাল তো সিআরটি মনিটরের বিক্রি নেই বললেই চলে। দাম কমে যাওয়ার কারণে যেকোন সময়ের চেয়ে এখন এলসিডি মনিটরের চাহিদা ব্যাপকহারে বেড়ে গেছে। তাই নতুন মনিটর কেনার সময় অবশ্যই ডেড পিক্সেল চেক করে নিন।
নাম শুনেই বুঝে যাওয়ার কথা। মনিটরে কিছু পিক্সেল ব্যবহারের অনুপযোগী হয়ে যায় এগুলোকেই বলে ডেড পিক্সেল। এক কথায় মনিটরের নষ্ট পিক্সেলই হলো ডেড পিক্সেল। CRT, TFT, LCD যেকোন মনিটরেই এই সমস্যা দেখা দিতে পারে। কিন্তু সাধারণত LCD মনিটরেই এই সমস্যা বেশি দেখা যায়। এমনকি বাসার টিভি সেটে খুঁজলেও ডেড পিক্সেল পাওয়ার সম্ভবনা আছে। একদম ব্র্যান্ড নিউ LCD বক্স থেকে খুলেও ডেড পিক্সেল পাওয়া যেতে পারে।
ডেড পিক্সেল থাকলে উপরের ছবিটির মত দেখা যাবে। আমি একটি সফটওয়্যারের সন্ধান দিচ্ছি যেটি দিয়ে মনিটরের ডেড পিক্সেল চেক করা যাবে। এটি রান করে (ইনস্টলের দরকার নেই) বিভিন্ন কালার নির্বাচনের মাধ্যমে খুব সহজেই ডেড পিক্সেল চেক করা যায়। মাত্র ২৬ কিলোবাইটের ফ্রিওয়্যারটি পাবেন এই লিংকে।
আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
KEU AMAKE VISTA HOME PREMIUM SURVICE PACK 1 ER SERIAL KEY TA DIE SAHAJJO KORUN. PLS PLS
ডেক্সটপ ওয়ালপেপার সাদাকরে দিন ডেডপিক্সেল দেখতে পারবেন আমার ১৯” Benq wide এ ডেড পিক্সেল পেলাম ছোট একটা মন খারাপ একমাস পুরনো এলসিডি
ভাল পোস্ট।