কম্পিউটারকে দৃষ্টিনন্দন করতে থিমের কোন বিকল্প নাই। হয়তো অনেকেই অনেক থিম ব্যবহার করেছেন। আমি আজ একটি চাইনিজ থিমের ওয়েব সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো এবং স্কিনসর্টের মাধ্যমে তা বুঝিয়ে দেয়ারও চেষ্টা করবো। তো শুরু করা যাক। প্রথমে এই সাইটে প্রবেশ করুন ।এটি একটি চাইনিজ সাইট তাই এটির ভাষাও চাইনা। তবে ডাউনলোড করতে কোন অসুবিধা হবে না। আপনারা এখানে অনেক থিম পাবেন এবং থিম গুলো আপনারা ছবি দেখে পছন্দ মত ডাউনলোড করতে পারবেন। এই থিম গুলোর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে।
তাহলোঃ
১. এগুলো অন্যান্য থিমের মত কম্পিউটারকে স্লো করে না।
২. এগুলো আনইনিষ্ট্রল করাও খুব সহজ। শুধু C:\WINDOWS\Resources\Themes লোকেশনে গিয়ে থিম গুলো মুছে দিলেই চলবে।
৩. থিম গুলো সাথে VisualStyle, Icon, Cursor রয়েছে।
৪. এগুলোর সাইজ খুব ছোট।
৫. যে কেউ এগুলো সহজেই ইনস্ট্রল করতে পারবে।
সাধারণ ব্যবহারকারীদের জন্য এর ডাউনলোড ও ব্যবহার নিচে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলোঃ
প্রথমে এখানে প্রবেশ করুন
এবার ছবিতে দেখানো নিদের্শনা অনুসারে কাজ করুন
থিম ডাউনলোড শেষ হলে এটিকে রিনেম করতে হবে কেননা থিমগুলো চাইনিজ ভাষায় হওয়ায় গুলো রিনেম না করলে কম্পিউটারে সাপোর্ট করবে না। চিত্রে দেখানো স্থান গুলোতে ক্লিক করে সর্বশেষে OK করে বের হয়ে আসুন।
বিঃদ্রঃ আপনার কম্পিউটারে যেকোন একটি Tranparency থিম সেটাপ দেয়া থাকতে হবে। তা না হলে VisualStyle দেখা যাবে না। যদিও অনেকের কাছে অনেক Tranparency থিম রয়েছে এবং সেটাপ দেয়াও থাকে। তবুও একটি লিংক দিলাম যদি কারো দরকার হয় ডাউনলোড করে নিন এবং এটি আগে সেটাপ দিয়ে নিন। ডাউনলোড লিংক এখানে
নিচে আমার পছেন্দের কিছু থিমের স্কিনসট দেওয়া হলোঃ
আমি মোঃ রাশিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র। নবাবগঞ্জ সরকারী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ এ বি.বি.এস (অনার্স) করছি ম্যানেজমেন্টে। মোবাইল নম্বর ০১৭২২০৪৪৮৪২
picture gulu dekha jacche na kano?