যাদের ঘরে অ্যাকুরিয়াম নেই অথচ তাদের অ্যাকুরিয়ামের খুব শখ তাদের ইচ্ছা আজ বুঝি দূর হতে চলেছে। আজ আমি আপনাদের এমন এক সফ্ট এর কথা বলতে যাচ্ছি যা আপনাকে দিবে অ্যাকুরিয়ামের বাস্তব অভিজ্ঞতা! মনে হবে আপনার সামনে একটি জলজ্যান্ত, বাস্তব একটি অ্যাকুরিয়াম আছে যাতে কিনা 9-10 টা মাছও চলাফেরা করছে।
আমাকে বিশ্বাস করে এখনি ডাউনলোড করে নিন সফ্টটা। এটা ইন্সটল করার কোনো দরকার হয় না। তবে রেজিষ্ট্রেশান কি দেয়া আছে ঐটা একটু বসিয়ে নিবেন। তা না হলে 9/10টা মাছের বদলে আপনাকে মাত্র 2 টা মাছ দেয়া হবে। দারুন এই চোখ ঝলসানো অ্যাকুরিয়াম দেখে আপনি নিশ্চয় আশ্চর্যান্ত্বিত হবেন!!
বিঃদ্রঃ হতে পারে এই টিউনটি আগে করা হয়েছে অথবা হতে পারে আপনি এই সফ্ট সম্পর্কে জানতেন কিন্তু সবাই তো আর জানে না। যারা জানে না ঠিক তাদের জন্যই এই টিউনটি করা হয়েছৈ।
ভাল লাগলে কমেন্ট দিবেন!!
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
হুমম… ভালই তো লাগলো… আরও ভালো লাগলো আপনার টিউনের নিচের (বিঃদ্রঃ) দুই লাইন।
যাই এবার অ্যাকুরিয়াম থেকে ঘুরে আসি………
অ্যাকুরিয়াম টা ডাউনলোড করে চালালাম চমৎকার কিন্তু সমস্য হলো আমরা সাধারনত যে ভাবে স্কিন সেভার অটো চলে সে ভাবে চলে না
ক্লিক করে চালিয়ে দিতে হয় কোন সমাধান থাকলে জানাবেন :::::::::::
ভাললললললললললললল ।