বাংলাদেশ ম্যাপ ( মানচিত্রে আমার দেশ)

বর্তমানে বিশ্ব এখন হাতের মুঠোয়, অনায়াসেই টিভি পর্দায়, কম্পিউটারে আমরা বিশ্বের যাবতীয় তথ্য জানতে ও দেখতে পারছি। আইফেল টাওয়ার কিভাবে হল,বুর্জ দুবাই,তাজমহল ইত্যাদির যাবতীয় তথ্য আমাদের নখদর্পনে। কিন্তু একটু ভেবে দেখতো আমরা আমাদের দেশটা সম্পর্কে কতটুকু জানি? যদিও আমাদের দেশটা অনেক ছোট কিন্তু এখানে ইতিহাসের অভাব নেই। অন্তত যদি প্রতিটা জেলার বিস্তারিত বিবরণ জানতে পারতাম, যেমন ঢাকা জেলার নামকরণের বেশ কতগুলো তথ্য, এর আয়তন, লোকসংখ্যা, থানার সংখ্যা, এর পাশের জেলাসমূহ ইত্যাদি। এমন দেশের ৬৪ টি জেলা সম্বন্ধে যদি আমরা জানতে পারি তবেই না বলতে পারব আমার দেশকে আমি ভালবাসি এর সম্বন্ধে একটু হলেও জানি। সত্যি বলতে কি প্রতিটি জেলার নাম এর ইতিহাস টা জানতেই বেশি ভাল লাগে। এখানে ৬৪ টি জেলার বিবরণ এর পাশাপাশি ম্যাপ এর মাধ্যমে দেখা যায় যা অনেক ভালো লাগে।

ওহ এতকিছু বললাম কিন্তু আসল কথাই বলা হয়নি এই প্রজেক্ট টার সম্পর্কে,এর নাম বাংলাদেশ ম্যাপ ( মানচিত্রে আমার দেশ) এটা আসলে আমার তৈরী না এমন জিনিস তৈরী করার চিন্তা ও আমার দ্বার সম্ভব না, তবে বেশ অনেকদিন ধরে আমার কাছে যেহেতু আছে তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। এটি একটি ফ্লাশ প্রজেক্ট। এর নির্মাতা মনে হয় Md. Rafiqul Islam Selim, lecturer DRMC, Dhaka। আমার কাছে মনে হয়েছে সবার ই এটা সংগ্রহে রাখার মত জিনিস তাই এর সকল কৃতিত্ব তৈরীকর্তাকে দিয়ে এটা সবার সাথে শেয়ার করছি। নিচে একটি screenshot দিলাম

আর এটার ওজন মাত্র 9.11MB তাই হয়তো কারো জন্যই ডাউনলোডে প্রেশার পরবেনা।
ডাউনলোড লিংক mediafire



বলা চলে টিটিতে এটাই আমার প্রথম টিউন, তাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ

Level 0

আমি পদ্মফূল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সংগ্রহে রাখার মত জিনিস …………….
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

    সত্যি ই অনেক সুন্দর একটা জিনিস, ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Level 0

darun akta jinish .. thanks

    আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে।

    আপনাকে ও ধন্যবাদ মন্তব্যের জন্য।

Level 0

download dilam

    ডাউনলোড হইছৈ তো? মাঝে মাঝে একটু দেইখেন। ধন্যবাদ

ধন্যবাদ।
আরো এমন বিষয়গুলো শেয়ার করবেন।

    আপনাকে ও ধন্যবাদ। আসলে টিটি তে বেশ অনেক দিন হল আছি কিন্তু শুধুই পেয়েই গেলাম তেমন কিছু দিতে পারলামনা যেটা দিব সেটাই মনে হয় সবাই জানে, তাই সাহস হয়না। তবে আপনাদের কথায় উদ্বুদ্ধ হলাম এবং যদি মানসম্মত কিছু পাই অবশ্য্‌ই শেয়ার করব।

Level 0

সংগ্রহে রাখলাম, ধন্যবাদ আপনাকে।

    আমি ধন্য এমন একটা জিনিস সংগ্রহে রাখতে পেরে তাই ভাবলাম ভাল জিনিস শেয়ার করলে তার মান আরো বাড়ে তাই শেয়ার করলাম। ধন্যবাদ

ভালো জিনিস শেয়ার করেছেন 😀

    আমি ধন্য এমন একটা জিনিস সংগ্রহে রাখতে পেরে তাই ভাবলাম ভাল জিনিস শেয়ার করলে তার মান আরো বাড়ে তাই শেয়ার করলাম। ধন্যবাদ আপনাদের মত মানুষদের কমেন্ট পেয়ে অনেক ভাল লাগছে।

প্রথম Tune-এর জন্য অভিনন্দন…

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এর আগে একটা টিউন করেছিলাম Mouse Wheel Sound , বেশ সাড়া ও পেয়েছিলাম কিন্তু ziddu এর লিংক থাকার কারণে পোষ্ট টি অপসারণ করা হয়, কিন্তু এখন মাঝে মাঝে ই ziddu er লিংক দেখি টিটিতে। তাই এটাই আমার প্রথম পোষ্ট। আবার ও ধন্যবাদ

Level 0

অভিনন্দন…

Level 0

vi download link ta to r sai gaygai nai, remove kore dawa hoyse, plz aktu dakben ki