স্বাধীনতা দিবসের শুভেচ্ছা উপহার বাংলাদেশ থীম । (শুধু উইন্ডোজ এক্স পি)

আমার গত টিউনটিতে কয়েকটা উইন্ডোজ এক্স পি থীম শেয়ার করেছিলাম আরো বেশ কিছু আপলোড করা আছে হয়তো পরে শেয়ার করব। তবুও আজকে দিবো শুধু মাত্র একটি থীম।আর বেশী মেমোরীর থীম পিসি বেশী ধীর করে দেয় তাই এই ছোট মেমোরীর থীম কোন সমস্যা করবে বলে মনে হয় না। কারণ আজকে একটি আমাদের স্বাধীনতা দিবস একি সাথে এটি জাতীয় দিবস।আশা করি বুঝতে পেরেছেন। নীচের লিঙ্ক থেকে প্রথমে ডাউনলোড করুন। আনজিপ করে BFC লেখা ফাইল দুই ক্লিক করেন বা রান করান ।

আর দেখুন আপনার মনিটর স্ক্রীণ !

ডাউনলোড

আমার ডেস্ক টপঃ




Level 0

আমি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি পড়াশুনা করছি লেদার ইঙ্গিনীয়ারিংএ । পাশাপাশি IT তে আগ্রহী ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo,aro sundor thime diben.
tobe ,pc jate hang na hoi.

valo thakben

একজন ভারতীয় হিসাবে…
সমগ্র ভারতবাসীর পক্ষথেকে,সমস্ত বাংলাদেশ বাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালাম…
শুভেচ্ছা বিনিময়ে …কলকাতা

    সকল বাংলাদেশ বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ।

খুব পছন্দ হয়েছে ।
অনেক ধন্যবাদ ।

    পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।অনেকে এটা নিয়ে হাসাহাসিও করেছে।

জাতীয় স্মৃতিসৌধ থেকে এসে টিটিতে ঢুকলাম। হঠাৎ এমন সুন্দর একটি উপহার পেয়ে মন্তব্য না করে আর পারলাম না। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

Level 0

ভাই, PC Slow হবে না তো?
slow হোক আর না হোক, theme টা download দিলাম… কারণ theme টা আসলেই অসাধারণ… 🙂

    ছোট মেমোরীর থীম কোন সমস্যা করবে বলে মনে হয় না

দারুন লাগলো থিমটি…

অনেক ধন্যবাদ ।

হুদাই মিয়া ডাউনলোড করাইলেন !! এই থিমের লগে তো কোন মিল পাইলাম না !!

    বুঝলাম না! ওয়ালপেপার না আসলে ফোল্ডার থেকে নিজেও সেট করতে পারবেন।আর টাস্ক বার আমার ডেস্কটপের মত আসে নাই?

    আপনার এই থিম Apply করলে xp classic থিম অ্যাপ্লাই হয় । screen Shot এর থিম এর সাথে কনো মিল নাই ।

    xp classic আসার কথা না! আপনি ডিসপ্লে প্রোপার্টিস এ থীম লিস্ট থেকে সিলেক্ট করেন।

এটা আমার দেশ। ৪০ বছর ধরে এর জন্য পরিশ্রম করছি। প্রয়োজনে আরো অনেক ৪০ বছর পরিশ্রম করবো। তবুও শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এর মর্যাদা রক্ষায় সজাগ থাকবো। আমার দেশ, আমার মর্যাদা।
আজ দেশের জন্মদিনে আমরা কি এভাবে ভাবতে পারি না?
অভিবাদন গ্রহণ করবেন কিনা ভেবে দেখুন।

কোনো মিল নাই।

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ। সেই সাথে স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা।

Level 0

run করাতে পারছিনা