দু’কোটি বছর আগে কেমন ছিলো পৃথিবী বা পৃথিবীর মহাদেশ, সমুদ্র কি অবস্থায় ছিলো তা মাউসের একটি মাত্র ক্লিকেই এখন জানা যাবে। সম্প্রতি পৃথিবীর ইতিহাস এবং ভূতাত্ত্বিক বিষয়ে সহজে বিভিন্ন তথ্য পাওয়া যায় এমনই একটি সফটওয়্যার তৈরি করেছেন গবেষকরা। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, জিপ্লেটস ১.০ নামের এই সফটওয়্যারটি উদ্ভাবন করেছেন সিডনি ইউনিভার্সিটির গবেষকদের একটি দল। বিনামুল্যের এই সফটওয়্যারটি ব্যবহার করে যে কেউ পৃথিবীর টেকটোনিক প্লেটগুলো, বিভিন্ন মহাদেশ এবং সমুদ্রেরও ভ‚তাত্তি¡ক ইতিহাস এবং উপাত্ত দেখতে পারবেন।
সিডনি ইউনিভার্সিটির গবেষক প্রফেসর ডায়েটমার ম্যুলার জানিয়েছেন, জিপ্লেটস সফটওয়্যারটি দেখতে কিছুটা গুগল আর্থ সফটওয়্যারটির মতোই। তবে জিপ্লেটস সফটওয়্যারটিতে টাইম স্লাইডার যোগ করা হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ সফটওয়্যার ব্যবহার করে সম্ভাব্য কোথায় কোনটির অবস্থান ছিলো, টেকটোনিক প্লেটগুলো অবস্থান এবং সময়ের সঙ্গে তাদের ঘুর্ণন এবং অবস্থান পরিবর্তন তা দেখা যাবে।
গবেষকরা জানিয়েছেন, কেবল ভূপৃষ্ঠ দেখানো ছাড়াও আরো বেশি তথ্য সরবারহ করবে এই সফটওয়্যারটি। এমনকি কোথায় তেল বা গ্যাসের খনি রয়েছে সেটিও এই সফটওয়্যারের মাধ্যমে জানা সম্ভব হবে।
সফটয়ারটি ডাউনলোড করার জন্য জন্য এখানে ক্লিক করুন - http://sourceforge.net/projects/gplates/
আমি ব্লগার খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i m good,so not bad
ফাইল সাইজ তো বেশি।৫৮ মেগাবাইট। শেয়ার করার জন্য ধন্যবাদ।