গ্রাফিক্স বিষয়ে দক্ষতা ছাড়াই চোখে ধরার মতো বিজ্ঞাপন তৈরী করুন!

বিসমিল্লাহীর রহমানীর রাহিম

কী ভাবছেন সবাই? বিজ্ঞাপন তৈরী করে আবার কী করবেন? আসলে যারা ব্লগার বা বিভিন্ন প্রতিষ্ঠানে বা যারা গ্রাফিক্স আগ্রহী তাদের ক্ষেত্রে আমার বিশ্বাস অনেক কাজে লাগবে। যেমন ধরুন একজন ব্লগার তার ওয়েব সাইটের প্রচারের জন্য বিজ্ঞাপন তৈরী করতে পারে আবার অন্য দিকে একটা প্রতিষ্ঠানের কর্মকর্তা তার প্রতিষ্ঠানের জন্য পোষ্টার তৈরী করতে পারে আবার আরেক ভাবে একজন গ্রাফিক্স ডিজাইনার কোন ঝামেলা ছাড়া কোন দাওয়াত পত্র তৈরী করতে পারে। আপনার হয়তবা বুঝেই গিয়েছেন এখনকার পোষ্টের বিষয় বস্তু। হ্যা আমি আপনাদের সাথে যে সফটওয়্যার কথা বলছি সেটা পোষ্টার বা বিজ্ঞাপন তৈরী করার জন্য খুবই ভালো। সফটওয়্যারটা আমারও বেশ পছন্দ হয়েছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

আমি কিছু পোষ্টার তৈরী করেছি নিচে তার ছবি দেওয়া হলোঃ

সফটওয়ারটার নাম হচ্ছে Poster Designer। সফটওয়্যারটা ব্যবহার করা বেশ সহজ। আর কোন নতুন গ্রাফিক্স ডিজাইনারও খুব সহজে অনেক পোষ্টার তৈরী করতে পারবে। সফটওয়্যারটি RonyaSoft কোম্পানীর একটি পন্য। সফটওয়্যারটা যদি আপনি ইন্টারনেট থেকে কিনতে যান তাহলে আপনাকে মাত্র $695 ডলার গুনতে হবে। কিন্তু আমি আপনাদের এই সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রীতে এবং ফুলভারসন শেয়ার করছি। আর একটা কথা: এই সফটওয়্যারটা সাইলান্ট ইনেস্টলার। অর্থাত Setup.exe ফাইলটি চালু করলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে।

নিচের ছবিতে ক্লীক করে ডাউনলোড করুনঃ

আশা করি আপনাদের কাজে আসবে, কোন সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাতে পারেন।
ধন্যবাদ....
-মোঃ আব্দুর রহিম

তথ্য প্রযুক্তি বিষয়ক আমার ব্লগ: http://www.itworldbd.tk

Level 0

আমি আব্দুর রহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুঁদে কম্পিউটার বিজ্ঞানী হতে মন চাইলেও মনের দিক থেকে আমি কিন্তু সাদা মনের মানুষ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন জিনিস মনে হচ্ছে… 🙂
ধন্যবাদ শেয়ার করার জন্য 😀

    আমার পছন্দ হয়েছে… আশা করি আপনাদেরও পছন্দ হবে………. 🙂

ভাই সিরিয়াল নাম্বার আছে তো ব্রাদার, কাজের জিনিস আমার কাজে লাগবে।

    ভাই কিছু লাগবে না…… পুরা ফুলভাসন…………

    যাই হোক আবার থ্যাংকু দিলাম।

vhai valo laglo thanx

কাজের জিনিসই বলে মনে হয় প্রিয়তে নিলাম। ধন্যবাদ

ধন্যবাদ শেয়ারের জন্য

ভালই।

আমিতো গ্রাফিক্সের কিছুই জানিনা । আমিও কি পারব ?

    একটু চেষ্টা করলে এটা তেমন কঠিন না… ইনসাআল্লাহ পারবেন….

সফটওয়্যারটি অনেক আগে মিডিয়া ফায়ারে আপলোড করে রেখেছিলাম টিউন করবো বলে।করবো করবো করে আর করাই হয়নি।আপ্নি করলেন ভালো হলো।ধন্যবাদ।

Level New

নামিয়ে দেখি।আশা করি ভালোই হবে।

nice tune.onek onek thanks amar kage lagve

প্রিয়তে লইলাম

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

Thanks vai.ei rokom ekta kisu onek din dhore khujtesi.