মুসলমানদের পতনে বিশ্ব কি হারাল (ই-বুক)

সুপ্রিয় টেকটিউন বন্ধুগণ আসসলামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ !
সকল প্রসংশা রব্বুল আলামীনের নিমিত্ত। লাখো দরুদ ও সালাম হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রতি, যাঁর আগমনে এ দুনিয়া ধণ্য হলো এবং আমাদেরকে এক আল্লাহর বান্দার পরিচয়ে সম্মানিত করলো।

কেমন আছেন আপনারা ? ইসলামী ই-বুক শেয়ারের ধারাবাহিকতায় আজ আপনাদের জন্য নিয়ে এলাম সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী (রহঃ) রচিত ও জনাব আবু সাঈদ মোহাম্মদ ওমর আলী অনুবাদিত ইসলামিক ইতিহাস গ্রন্থ “মুসলমানদের পতনে বিশ্ব কি হারাল”।

বই ও বইটির লেখক সম্পর্কে দু'টি কথা।

ইসলাম একটি পুর্ণাঙ্গ জীবন বিধান আর এ বিধান দুনিয়াতে আগমনের মুহুর্ত হতে বিভিন্ন সময় বিভিন্ন কায়েমী স্বার্থবাদী ও তাগুদী শক্তির বাঁধার সম্মুখীন হয়ে আসছে। আম্বিয়াই কিরাম (আঃ) এর মেহনত-মুজাহাদা ও কুরবানী, আসহাবুন নবী রিদওনুল্লাহি তা’আলা আলঅইহিম আজমাঈনের জিহাদী জযবা, পীর মাশায়েখ বুজুর্গ ও আলিমে দ্বীনের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে ইসলামের মর্মবাণী আজ আমাদের পর্যন্ত পৌছেছে। আর বিভিন্ন সময়ের এসব ঘটনা নিয়ে সীরাত মাগাযী ও ইতিহাস লিখে আমাদের চিন্তার খোরাক যুগিয়েছেন আলোকবর্তিকা হাতে পেয়ে।
কিন্ত আজ সারা বিশ্বব্যপী মুসলমানরা যেভাবে নির্যাতিত নিপিড়িত হচ্ছে সে সবের উপরও আলোচনা পর্যালোচনা হচ্ছে, কিন্ত কেউ এর সঠিক কারন উদঘাটনে সক্ষম হয়নি। কি কারনে এক-কালের অর্ধজাহানের শাসকদের এ অধঃপতন কিসের জন্য এ বিপর্য়য় আর এ বিপর্যয়ের কারনে গোটা মুসলিম জাহানসহ সারা দুনিয়ারই বা কি ক্ষতি হচ্ছে ? এসব বিষয় বলতে গেলে তেমন কেউ কলম ধরেননি। গত শতাব্দী হতে আজ পর্যন্ত যত লেখক-গবেষক ইতিহাসবিদ এসেছেন ও বিদায় নিয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ও সবার আগে যাঁর নাম এসে যায় তিনি হলেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আলিমে দ্বীন মুফাক্বিরে ইসলাম আল্লামা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী(রহঃ)। আর তাঁরই লেখা বিশ্বব্যপী আলোড়ন সৃষ্টিকারী ইতিহাসের এক অনন্য গ্রন্থ “মুসলমানদের পতনে বিশ্ব কি হারাল” মুল বইটি আরবীতে রচিত যার নাম “মা-যা-খাসিরা’ল আলামু বিন ইনহিতাতিল মুসলিমীন” ইংরেজীতে অনূদিত হয়ে “Islam and the world” নামে প্রকাশিত হয়। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন ভাষাতে বইটি অনুদিত হয়ে প্রকাশ পায়।

বইটিতে যে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার কয়েকটি আমি এখানে তুলে ধরছি।
০১। রাসুলে আকরাম (সাঃ) এর আবির্ভাবের পুর্বে।
০২। খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দী ও সমকালীন বিশ্ব।
০৩। এক নজরে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠী
০৪। রোম সাম্রাজ্যে ধর্মীয় গৃহযুদ্ধ।
০৫। ইয়াহুদী জাতীগোষ্ঠি।
০৬। আগুন পূজা ও মানবজীবনে এর প্রভাব।
০৭। বৌদ্ধমতবাদ এবং এর পরিবর্তন ও বিকৃতি।
০৮। যৌন অরাজকতা।
০৯। ভারতীয় সমাজে নারীর অবস্থান ও মর্যাদা।
১০। মুহাম্মাদ (সাঃ) আরবজাহানের প্রাণ (রুহ)

এমনিতর আরও অনেক বিষয় নিয়ে বইটিতে প্রাণবন্ত আলোচনা হয়েছে যা এই ছোট্ট পরিসরে লিখে শেষ করা যাবে না।

বইটি সম্পর্কে যারা আগ্রহী তারা এখান হতে ডাউনলোড করুন।

ধন্যবাদ সকলকে।

বোনাস হিসেবে পাচ্ছেন

আসহাবে রাসুলের জীবন কথা

সহীহ মুসলিম শরীফ

নামায পড়ার সঠিক নিয়ম (ভিডিও)

কেয়ামতের আলামত একটি গুরুত্বপুর্ণ ই-বুক

তাফসির ইবনে কাসির

আবু দাউদ শরীফ (হাদীস গ্রন্থ)

Level New

আমি ইলিয়াস আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 396 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইলিয়াস আহমেদ, তথ্য প্রযুক্তি ভালবাসি.নিজেকে সবসময় তথ্য প্রযুক্তির মাঝে ডুবিয়ে রাখতে চাই, আশাকরি আপনাদের মাঝে নিয়মিত থেকে অনেক কিছু জানাতে এবং জানতে পারব ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর বই আর ভিডিওটির জন্য ।

Level 0

Valo Legloo.

Level 0

ভাল লাগল।

    আপনার ভাল লেগেছে জেনে নিজেকে সৌভ্যাগ্যবান মনে করছি! ধন্যবাদ।

অনেক কিছু জানার বই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

প্রচেষ্টা ভাইয়ের প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুন এবং উত্তম প্রতিদান দিন এই দোয়াই রইল।

    আতাউর রহমান ভাই এ দোআই করবেন যেন যতদিন বেঁচে আছি ইসলামের খেদমত করে যেতে পারি। ধন্যবাদ

ধন্যবাদ

আলহামদুলিল্লাহ্‌। সত্যিই ভালো লাগলো।

    আপনার ভাল লেগেছ জেনে আমি আনন্দিত ধন্যবাদ ভাই,