আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট না থাকে তাহলে ভাইরাস আসার সবচেয়ে বড় মাধ্যম হল USB DEVICE। অনেক ব্যবহার কারী আছে যারা নিজের কম্পিউটারে অন্যের USB DEVICE কানেক্ট করতে ভয় পায় ভাইরাস আসবে বলে।আজ আমি আপনাদের এমন একটি এন্টিভাইরাসের সাথে পরিচয় করিয়ে যা আপনাকে অসাধারণ সুরক্ষা দিবে।
আপনি সফট টি আপনার পেনড্রাইভ এ ইন্সটল করতে পারবেন তাহলে আপনি যদি আপনার বন্ধুর কম্পিউটারে আপনার পেনড্রাইভ কানেক্ট করেন তাহলে আপনি আপনার বন্ধুর কম্পিউটার এবং আপনার পেনড্রাইভ স্কেন করে নিতে পারবেন এতে আপনার পেন ড্রাইভ সুরক্ষিত থাকবে ।প্রথমে নীচের লিংক হতে MX ONE এন্টিভাইরাসটি ডাউনলোড করে নিন এবার .exe ফাইলটিতে ক্লিক করুন এবার আপনি সিলেক্ট করুন আপনি কম্পিউটারে ইন্সটল করবেন নাকি পেনড্রাইভে ইন্সটল করবেন।পেনড্রাইভে ইন্সটল করলে লোকেশন দেখিয়ে ইন্সটলশন শেষ করুন।করুন।
এর আরো কিছু মজার ফিচার আছে যা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন ।তবে আপডেট করে নিতে ভুলবেন না।একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন কত কাজের একটি সফটওয়্যার এটি । আমি আগে usb disk security ব্যবহার করতাম বর্তমানে এটি ব্যবহার করছি।এটি সম্পূর্ন ফ্রী সাইজ ১.৩ মেগা
এই লেখাটি মাসিক কম্পিউটার জগত হতে সংগৃহীত
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
faltu vai use kora shas amer aita e virus hobay poray amer 2 ta pen drive ai na nosto korsay
Mr.Mamun
I download MX ONE from your download link but I can not find out .Exe file
My download file name is “descargar.php”. May be I mistake something
Please help me. Thanks. Shafiq
হুমম… একটা দরকারি টিউন লিখেছেন। মামুন ভাই আপনাকে ধন্যবাদ………।