” আমার কাছে সবচেয়ে ভাল লাগা কনভাটার “

সবাইকে অনেক ছোট্ট একটি উপহার দেয়ার জন্য আমার এই টিউন। জানিনা এই সফটওয়্যার নিয়ে আগে টিউন হয়েছে কি না। যদি কেউ করে থাকেন তবে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। সফটওয়্যারটির নাম Aiseesoft MKV converter। এই সফটওয়্যারটি ২৭.২ মেগা। সফটওয়্যারটি লাইসেন্স এর কোন ঝামেলা নেই।   আমার যে জন্য এত ভাল লাগে তার কারন হল  এটি দিয়ে আপনি ০.৯৯ গিগার একটি MPEG Movie ফাইল ৩০০- ৫০০ মেগা  MPEG-4 Movie (.mp4)  করতে পারবেন। তবে ভিডিওটি হতে হবে ২৫- ৪০ মিনিটের। সময় লাগে মাত্র ১০-১৫ মিনিট। যদি ভিডিওটি  ৪০-৬০ মিনিটের  হয় তখন ৬০০-৭০০ মেগা করা যায় । আর সবচেয়ে মজার বিষয় হল কনভাট করার পরেও ভিডিওটির রেজুলেশন আগের মতই থাকবে তবে ক্ষেত্র বিশেষ ১৯-২০ হতে পারে। আর এই সফটওয়্যারটি দিয়ে যে শুধু   MPEG Movie ফাইলকে MPEG-4 Movie (.mp4) করা যায় তা কিন্তু নয়। যে কোন ভিডিও  ফাইল  থেকে  আরও অনেক ফরমেটে ভিডিও ফাইল করা যায় যেমনঃ WMV, AVI, MKV, 3GP ইত্যাদি।  এছাড়া  ভিডিও ফাইল কেটে ছোট করা, ভিডিও থেকে অডিও করা  আরও অনেক কাজ করা যায়। এবং অনেক মোবাইলের জন্যও কনভাট করা যায়। এবার আসুন সফটওয়্যারটির ব্যবহার শিখি।  প্রথমে Add বাটনে গিয়ে ফাইলটি Add করে নিন।

তারপর  profile গিয়ে MPEG-4 Movie (.mp4)  ফরমেট সিলেক্ট করুন।

এরপর settings গিয়ে আমি যে ভাবে setting করেছি ঠিক সে ভাবে setting করুন। আপনার প্রয়োজন অনুযাই আপনি change করতে পারেন  তবে সে ক্ষেত্রে ভিডিও রেজুলেশন ও মেগা  আমার দেয়া তথ্যের সাথে নাও মিলতে পারে।

এবার Start বাটনে ক্লিক করুন এবং তার পর কাজ শেষে উপভোগ করুন।

Trim দিয়ে আপনি আপনার ইচ্ছে মত  ভিডিও ফাইল কাটতে পারবেন। যেমন ভিডিও ফাইল ৩০ মিনিটের  কিন্তু আপনি  চাচ্ছেন প্রথম ও শেষের কিছু অংশ বাদ দিতে। সে ক্ষেত্রে শুরু ও শেষর মিনিট লিখে ওকে দিয়ে Start দিন।

আর Crop দিয়ে আপনি ভিডিওটির  উপরে, নিচে, ডানে,বামে অতিরিক্ত অংশ বাদ দিতে পারবেন।

সবাই ভাল থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন।

ডাউন লিংক :

http://www.mediafire.com/file/hwuuakdt11895f0/Mkv.Converter_3.2.18.exe

Level 0

আমি কামরুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আররে ভাল তো। 🙂
দাঁড়ান নামায়া নি আগে।

    আমার কাছে ভাল লাগে আপনার ও লাগবে।

ভালো মনে হচ্ছে…ধন্যবাদ কামরুল ভাই।

    আপনাকে ধন্যবাদ। ব্যবহার করেন ভাল লাগবে।

ধন্যবাদ । আমি oxelon midea converter ব্যবহার করি ।
এটারও লাইসেন্সের কোন ঝামেলা নাই ।
কাজও করে ভাল ।

    আপনাকেও ধন্যবাদ। তবে চাইলে এটি ব্যবহার করে দেখতে পারেন । ভাল লাগবে।

দেখে ভালোই মনে হচ্ছে, দেখি ব্যবহার করে কেমন পারফরমেন্স পাই…
দোয়া রইল আপনার জন্য… (কোন সমস্যায় আছেন? দোয়া চাওয়ার কোন বিশেষ কারণ?)

    ভাই মন খারাপ। যেনে শুনে আমি বিষ করেছি পান।

Level 0

মনে হচ্ছে খুব কাজের, ডাউনলোড করলাম। এ রকম কাজের সফটয়ার আমাদের মাঝে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার মঙল করুক।

    জি কাজের। আপানর প্রিতিও রইল অনেক শুভকামনা ।

ধন্যবাদ, কাজে লাগবে।

    আপনাকেও ধন্যবাদ। আপনাদের কাজে লাগলেই আমার কষ্ট সফল হবে।

Level 0

Etar jonni ami opekha korcilam! Ami tune korte pari na, tai apni korsen amar khub valo lagse. Dhonobad apnake.

    চেষ্টা করুন আপনিও টিউন করতে পারবেন। আগে অভ্র দিয়ে বাংলা লেখার চেষ্টা করুন। অনেক সহজ।

Level 0

দারুন তো!!! ধন্যবাদ

    আমারও তাই মনে হয়। আপনাকেও ধন্যবাদ।

Level 0

also good any video converter……………..>

    এটিও দারুন। ব্যবহার করলেই প্রমান পাবেন।

ধন্যবাদ। ঝামেলাবিহীন একটা ভিডিও কনভার্টার খুজছিলাম, মনে হয় আজকে পেলাম। দেখি ব্যাবহার করে…আবারো ধন্যবাদ

    আপনাকে ১০০ বার ধন্যবাদ। ব্যবহার করেন নিজেই বুঝতে পারবেন।

আমি Ultra Video Converter use করি।খুব খুব কাজের জিনিস।

    হতে পারে কিন্তু ভাইয়া এটাও কম না।

Level 0

আমি FORMATF FACTORY এবং IWISOFT USE করি ।খুবই কাজের ।এটি ও ভাল হবে আশা করি ।ভাল থাকবেন ।

    আপনার আশা পুর্ন হক। আপনিও অনেক বেসি ভাল থাকবেন।

ধন্যবাদ এই রকম একটি জিনিস চাইছিলাম

    যাক আমার টিউন কার কাজে লাগল। আপনাকেও ধন্যবাদ।

ফাটাফাটি………… চালিয়ে যান…

    ধন্যবাদ ভাই। আপনারা চাইলে অবশ্যই চালিয়ে যাব। যদিও আমার টাইপিং অনেক স্লো।

ভালো টিউন ।

    ব্যবহার করেন আরো ভাল লাগবে।

মনে হয় ভালই হবে ডাউনলোড দিব ইনশাল্লাহ,
টিউনটি অনেক ভাল হইছে ধন্যবাদ টিউনটির জন্য।
আর আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

    আতাউর ভাই আপনিও অনেক ভাল থাকবেন। আপনার দোয়াই আমার কাম্য।

Level 0

Aiseesoft MKV Converter ar user nane & registration code dan bhy? ples

    ভাই এইগুলা লাগেনা। আমার পরিচিত অনেকেই ব্যব্যহার করেছে । আপনি এক কাজ করুন আনইন্সটল করে নতুন করে আবার ইন্সটল করুন।

handbrake I use

এটা কি Trim করার সময় ভিডিওটি কনভার্ট করে (সাইজ বাড়িয়ে বা কমিয়ে কোয়ালিটি বাড়ায় বা কমায়???) নাকি আমার আগের ভিডিও এর ফরমেট ও কোয়ালিটি ঠিক রাখে.