ছোট একটি সফটওয়্যার দিয়ে ঘুমে ধরা গানও রিমিক্স করে নিজের ইচ্ছেমত বানিয়ে ফেলুন পার্টি মিউজিক আর হয়ে যান মিক্সম্যান যখন রিমিক্স করা কোন ঘটনাই না।(মিস করলেন তো বড় ভুল করলেন)

কেমন আছেন সবাই।টেকনিক্যাল কিছু সমস্যার জন্য কিছুক্ষনের জন্য কমেন্ট করার অপশন বন্ধ ছিল বলে দুঃখিত,এখন অবশ্য ঠিক আছে।আজ আমি আপনাদের  সামনে একটি ব্যাতিক্রমধর্মী টিউন নিয়ে হাজির হয়েছি।ব্যাতিক্রম এই জন্য যে,আমি সাধারণত এ বিষয়ের উপরে টিউন করি না।কিন্তু আজ না করে পারলাম না,ভাবলাম টিউনটি করে হয়ত আপনাদের সাথে একটা বড় কিছু শেয়ার করতে পারব।বন্ধুরা,আসলেই এটা অনেক বড় কিছু যা হয়ত আপনি কল্পনা করতে পারবেন না। সাইজে ছোট কিন্তু কাজে অ..............নে............ক বড়, এমনই একটি সফটওয়্যার এটি। এক কথায়,বিন্দুর মধ্যে সিন্ধু প্রমাণ কাজ করে এটি। সফটওয়্যারটির নাম mp3 remix .নাম শুনেই নিশ্চয়ই কাজ প্রায় বুঝে গেছেন।তবে নাম এমন হলেও এটিতে ভিডিও গানও বাজানো যায়। এটা একটা স্বতন্ত্র সফটওয়্যার যা কোন প্লেয়ারের সাহায্য ছাড়াই চলতে পারে,তাছাড়া এর নিজস্ব প্লেয়ার আছে।এজন্য এটি একইসাথে নিজেই প্লেয়ার,নিজেই মিক্সার।তবে এর  এতে যে শুধু বিল্টইন সাউন্ড ইফেক্ট যোগ করেই গান রিমিক্স করা যায় তা নয়,এর সাহায্যে আপনি নিজেও বিভিন্ন সাউন্ড ইফেক্ট তৈরি করতে পারবেন।আর হাজার হাজার বিল্ট ইন সাউন্ড ইফেক্ট তো আছেই।এর বাহ্যিক রূপটি দেখুন।

ডাউন লোড করুন এখান থেকে সাইজ মাত্র ২.১ মেগাবাইট।

ব্যবহারবিধিঃ

চেহারা দেখে ভয় পাওয়ার কোন কারন নেই,এটা এতো জটিল কিছু নয়।এর বিভিন্ন অংশ নিচে লেবেলিং করে দেখান হল।

GROUPS OF SOUND EFFECTS  বলতে সাউন্ড ইফেক্টের গ্রুপ বোঝান হয়েছে।সাউন্ড ইফেক্ট গুলো কোথায় প্রদর্শিত হয় তা তো লেবেলিং করে দেখানোই হল। বামে আছে সাউন্ড লেভেল।এর স্লাইডারটিকে ডানে বামে সরিয়ে ইফেক্টের সাউন্ড আর মূল গানের সাউন্ডের মধ্যে ব্যালান্স করতে পারবেন।

OPEN BUTTON এ ক্লিক করলে নিচের মত বক্স আসবে

এর মাধ্যমে আপনি যে গানটিকে রিমিক্স করতে চান তা আপনার পিসি থেকে সিলেক্ট করতে পারবেন।আর রেকর্ড বাটনতো দেখতেই পাচ্ছেন।

ব্যস, গান বাজতে থাকবে আর সাউন্ড ইফেক্টগুলো গানের সাথে সমন্বয় সাধন করে রিমিক্স হিসেবে এড হতে থাকবে।এখানেই শেষ নয়।মাত্র তো শুরু হল। আপনি ইচ্ছা করলে যে কোনো সাউন্ড ইফেক্ট বন্ধ রাখতে পারেন ঐ ইফেক্টের ঘরে ক্লিক করে। নিচে দেখুন।

আমি বামপাশের সবগুলো ইফেক্ট বন্ধ রেখেছি তাই এসব ঘর কালচে নীল দেখাচ্ছে।ডানপাশের ইফেক্টগুলো সক্রিয় আছে তাই এসব ঘর উজ্জল নীল দেখাচ্ছে।আর আপনি যদি সব গুলো ইফেক্টই বন্ধ রাখতে চান তাহলে উপরে ডানকোনায় যে সবুজ বাটন আছে তাতে ক্লিক করুন।ব্যস।অন করতে চাইলে আবার ক্লিক করুন।

ইফেক্ট কিন্তু এই কয়টাই নয়,আরো আছে। নিচে দেখানো লাল চিহ্নিত স্থানে ক্লিক করুন।

তাহলে নিচের মত মেনু দেখবেন।

এখান থেকে লোড লুপ সিলেক্ট করুন। নিচের মত সাউন্ড ইফেক্টের বিশাল ভান্ডার আপনার সামনে ধরা দেবে।

দেখুন factory3 ইউজারের অধীনে আছে বেশ কয়েকটা লাইব্রেরী যেমন,boom,east coast ইত্যাদি আর প্রতিটা লাইব্রেরীতে আছে এর ডানপাশে প্রদর্শিত একঝাক ইফেক্টের মত অসংখ্য ইফেক্ট ।এখন যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলা তো শুধু boom লাইব্রেরীর ইফেক্ট!!!বাকি লাইব্রেরীগুলোর অবস্থা তাহলে চিন্তা করেন!!!

তাছাড়া আপনি নিচে প্রদর্শিত modify loop অপশনের মাধ্যমে যেকোনো ইফেক্টের পরিবর্তন ঘটাতে পারবেন।

Modify loop এ ক্লিক করার ফলে নিচের মত বক্স আসবে।

এখানে volume এর মাধ্যমে ইফেক্টের সাউন্ড বাড়ানো বা কমানো যায়। NOTE DURATION ,NOTE PER MEASURE ,MEASURES PER LOOP  ইত্যাদির মাধ্যমে ইফেক্টটি কত ঘন ঘন বাজবে তা নির্ধারন করা যায়।

Select sound এ ক্লিক করলে নিচের মত বক্স পাওয়া যায়।

এখানে ১৬টি ঘর দেখতে পাচ্ছেন,প্রতিটা ঘরেই এক একটি সাউন্ড সেট করে দিতে পারবেন যারা একসাথে বাজবে তাল মিলিয়ে। ১৬ টি সাউন্ডই যে সেট করতে হবে এমন কোন কথা নেই।আপনি ইচ্ছা করলে ১টা বা ২টা সাউন্ডও সেট করে দিতে পারেন।এখানে প্রতিটা ঘরের পাশে যে সিলেক্ট বাটন আছে তাতে ক্লিক করে সাউন্ড লোড করতে পারবেন নিচের মত।

এই বক্সটাও আগে দেখানো বক্সের মত তবে এতেও সাউন্ডের পরিমান অনেক। এখানে ডিজে রা যে সকল ইন্সট্রুমেন্ট ব্যবহার করে তার প্রায় সবগুলো সাউন্ডই পাবেন।প্রয়োজনীয় সাউন্ড সিলেক্ট করে বেরিয়ে আসুন।ব্যস,এভাবেই আপনি তৈরি করে ফেললেন আপনার মনের মত সাউন্ড ইফেক্ট।এই ইফেক্টটি save as… এর মাধ্যমে অন্য নামে সেভ করুন যাতে তা বিল্টইন সাউন্ডকে ওভার রাইট না করে।

এবার পছন্দ মত গান সিলেক্ট করে বাজান আর তৈরি করুন রিমিক্স!!!

আবারও ডাউনলোড লিঙ্কটা দিচ্ছি।এখান থেকে ডাউনলোড করুন(ক্র্যাক সহ)।

জিপ ফাইল এক্সট্রাক্ট করার পরে remixInstallSTD-306 নামে একটা ফাইল পাবেন,এটাই সেটাপ ফাইল।এটি ইন্সটলের পরে ক্র্যাক ফোল্ডারে গিয়ে নিচের মত পাবেন।

প্রথম থেকে ২ নং ফাইল যেটা সিলেক্ট করা আছে,তা ওপেন করুন।কীজেন আসবে।

মিষ্টি মধুর মিউজুকের তালে তালে জেনারেট বাটনে ক্লিক করুন।নিচের মত লেখা আসবে।

হ্যা এইবার এটা ছাড়াও আরেকটা যে রেজিস্ট্রেশন এডিটর ফাইল আছে CR-MR3PL নামে।ঐটাতে ক্লিক করুন।কর্ম done!!!

কষ্ট করে মন্তব্য করতে ভুলবেন না(আমি যেমন মাঝে মাঝে ডাউন খাওয়া এই সার্ভারের মধ্যেও কষ্ট করে টিউনটি করলাম) কেমন লাগলো জানাবেন,সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেমন লাগলো মানে? জোশশশ…. ফাটাফাটি

Level 0

আমি বুঝি না,টেকটিউন্সের পারফরম্যান্স দিন দিন এত ডাউন খাচ্ছে কেনো?এই টিউনটি আমি কাল রাতে লিখেছি কিন্তু সাইটে ঢুকরতেই পারছিলাম না,এরপর আজ সকালে আবার দেখি “oops!!too much load”.এইমাত্র পোষ্টটি পাবলিশ করলাম।অথচ কিছুক্ষন পরে আবার দেখি আমার টিউনের ৯০% ই হাওয়া হয়ে গেছে,অথচ এর মধ্যে পোষ্টটিও পাবলিশ হয়ে গেছে,তাড়াতাড়ি করে আবার পোষ্ট করে আপডেট করলাম।কিছুক্ষন পরে দেখি “allow comments” আনচেক করা যা সাধারণত ডীফল্ট অবস্থায় চেক করা থাকে।অথচ ঐখানে ঘুনাক্ষরেও আনচেক করি নাই,রীতি মত অসুন্তষ্টজনক।

    আপনার সাময়িক অসুবিধার জন্যে দুঃখিত …. গতকাল রাত থেকেই সার্ভারে কাজ শুরু হয়েছে …. এর সমাধান খুব তাড়াতাড়ি পাওয়া যাবে বলে আমি মনে করি।

    Level 0

    হুমমম,স্থায়ী সাময়িক অসুবিধা না হলেই হয়।

হাসান যোবায়ের ভাই এটা নিয়ে আগেই টিউন করেছিলেন। তবে আপনারটাও ভাল হয়েছে।

    Level 0

    টেকটিউন্সের সাথে আছি অনেকদিন,উনি হয়ত আমার জয়েন করার আগে টিউনটি করেছিলেন,যে কারনে ওনার টিউনটি আমার চোখে পড়েনি,সেক্ষেত্রে উনি হয়ত এর আগের কোন ভার্শনটি দিয়ে থাকবেন কারণ এই ভার্শনটি আমি যতটুকু জানি,আমার এই ব্লগে জয়েন করার পরে বের হয়েছে।যাই হোক আপনাকে ধন্যবাদ।এই ভার্শনটি আগের ভার্শনের থেকে টোটালি আলাদা।ব্যবহার করেই দেখুন।

    ধন্যবাদ হিমু ভাই মনে রাখার জন্য। 😀

    MITHU ভাইয়েরটা অনেক বিস্তারিত হইছে। ভাল টিউন।
    আমার টিউন এখানে
    https://www.techtunes.io/download/tune-id/30783/

    Level 0

    @হাসানঃ হাসান ভাই,আমি আপনার সফটওয়্যারটা ডাউনলোড করে ইন্সটল করে দেখেছি।আমি যেটা শেয়ার করলাম এটা আপনারটার ভার্সন থেকে আলাদা।আজ যেটা শেয়ার করলাম এটা কোন নির্দিষ্ট প্লেয়ারে জন্য নয়,এটা স্বতন্ত্র এবং এটা কোন প্লেয়ারের সাহায্য ছাড়াই চলতে পারে,তাছাড়া এর নিজস্ব প্লেয়ার আছে।এজন্য এটি একইসাথে নিজেই প্লেয়ার,নিজেই মিক্সার।আমি ইতোমধ্যেই তা আমার টিউনে দেখিয়েছি।এটি আপনার শেয়ার করা ভার্সনটিতে ছিল না।আর তাছাড়া এতে ইফেক্টও আছে বেশি,ব্যবহার করে দেখতে পারেন।তবে আপনার টিউনের জন্যও ধন্যবাদ।

ভাইয়া ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য

Level 0

ভাল

    Level 0

    ধন্যবাদ।

কাজ করে না। সুধু Loading Loading দেখায়।
http://www.ariyanholidays.com

    Level 0

    ভাই, সাইটে কিছুক্ষন আগে প্রবলেম ছিল তাই ঠিকমত টিউন করতে পারিনি।এ কারনেই লিঙ্কে সমস্যা ছিল হয়ত।তবে এখন ঠিক আছে।দেখুন,ধন্যবাদ।

টিউনের জন্য ধন্যবাদ

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ আপনাকে, টিউনটি অবশ্যই টেকি । ধন্যবাদ টেকনোলজির সাথে থাকার জন্য ।
তবে আমি বলিকি, আমাদের এই ‘ডিজে’ আমাদের মিউজিক শিল্পকে ধংশের দিকে নিয়ে যাচ্ছে । আমি নিজে মিউজিক করিতো তাই এই বিষয়টাকে একটু বিষেশভাবে দেখি ।
আমার কথায় মাইন্ড করবেন না । আপনার টেকি টিউনের জন্য আবারো ধন্যবাদ ।

    Level 0

    আপয়ান্র মতামতের জন্য ধন্যবাদ,আপনার কথা ঠিকই।কিন্তু এটাও কি ঠিক নয় যে,যেকোনো জিনিসেরই ভালো ও খারাপ দুইটি দিকই আছে।সবকিছুতেই যেমন পরিবর্তন আসে,তেমনি আমাদের গানেও পরিবর্তন এসেছে,তাইতো আমাদের দেশের গান বলা যায় হিন্দি সংস্কৃতির থেকেও অনেক উন্নত,আমি বেশি বলিনি।সত্যিই তাই।এদেশের গানের ধাচ এবং শাখায়ও বিভিন্নতা এসেছে যতটা আগে ছিলনা।এটা হল ভালো গুলো গ্রহনের ফলাফল।আমার কথায় কিছু মনে করবেন না।

    Level 0

    অবশ্যই আমাদের দেশের গনের কোয়ালিটি হিন্দি সংস্কৃতির থেকেও অনেক অনেক গুনে উন্নত ও বৈচিত্রময় । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই মতামতের সাথে একমত পোষন করার জন্য ।
    আমি শুধু এটুকুই বলছিলাম যে, ‘রিমিক্স’ বা ‘ডিজে’ কিন্তু উপকারের চেয়ে অপকার ই অনেক বেশি করছে । এই ধরেন, একটা রবিন্দ্র সংগীত যখন রিমিক্স করে হেব্বি ফাটাফাটি (!!!) গানের রুপ দিচ্ছে, তখন অবস্থাটা কি হয় কল্পনা করতে পারেন ? মনেহয়না মরেই যাই ? আমার গুরু কি বলেন যানেন ? ‘যারা মিউযিক এর কিছুই বোঝেনা, আমাদের দেশে তারাই ‘রিমিক্স’ বা ‘ডিজে’ করে বেশি ।

    Level 0

    হা হা হা,আসলেই আপনার সাথে একমত। রবি ঠাকুর বেচে থাকতে এই অবস্থা দেখলে হয়ত গলায় দড়ি দিতেন,বলতেন “বাচিতে চাহি না এ সুন্দর ভুবনে,মানুষের আছ থেকে আমি মরিবারে চাই”।আসলে সবকিছুরই একটা লিমিট আছে।আজকালতো রবীন্দ্র সংগীতের রিমিক্স করে মিউজিকটাকে শ্রুতিমধুরও করা হচ্ছে।আমি এটাকে পজিটিভলিই দেখি,কারণ আগের দিনের মিউজিক এখন অনেকে শুনতে চায়না বলে রিমিক্স করে মিউজিকটা একটু আপগ্রেড করা হয়।কিন্তু যদি এমন হয় যে,এর সাথে আরো র‍্যাপও যোগ করে দেয়া হয় যাতে গালাগালি করে জাতগুষ্টি সব উদ্ধার হয়ে যায় তাহলে এরকমের রিমিক্স অবশ্যই ক্ষতির কারন।

Level 0

খুব ভাল টিউন । আমার পিছি তে সফটওয়ার টি আছে ।কখনো ব্যাবহার করি নাই ।

    Level 0

    আপনাকে ধন্যবাদ।

ভাই আমার Mcafee তো এর মধ্যে ভাইরাস খুঁজে পাইল তাই ইচ্ছা থাকা পরেও ব্যবহার করা হল না।

    Level 0

    হা হা হা,ভাই,কিছু মনে করবেন না,mcafee অনেক কিছুতেই ভাইরাস পায়,এমনকি নিজের সেটাপ ফাইলেও,বিশ্বাস করেন।আমি নিজেও বহুত এন্টীভাইরাস ইউস করসি,তার মধ্যে mcafee এর পারফর্মেন্স সবচেয়ে অসন্তোষজনক।এটি যা ডিটেক্ট করে তার অনেক গুলাই ভাইরাস না,তাই ডিলিট ও করতে পারে না,আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।এখন আর কোন এন্টি ভাইরাসই ইউস করি না,কারন এন্টি ভাইরাস ছাড়াই যদি উইন্ডোজ সুস্থ রাখা যায় তাহলে এন্টিভাইরাসের দরকার,সুখেই আছি।আর ভয়ের কিছু নেই।আপনি নিশ্চিন্তে ডাউনলোড দিতে পারেন।১০০% সিওর।

ভাল
আমার েপ্রাফাইল িপকচার আেস না িক করব

    Level 0

    gravater.com থেকে আপলোড করতে হয়।

গান রিমিক্স এর তালে তালে আপনাকে ধন্যবাদ।

    Level 0

    হা হা হা,আপনাকেও ধন্যবাদ।

ডাউনলোড করলাম। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। 😀

    Level 0

    আপনাকেও ধন্যবাদ,বাটার ভাই,ডাউনলোড করে একটা গান রিমিক্স করে শেয়ার কইরেন

সফট টি অনেক ভালো, তবে আমি এই ভার্শন টা ব্যাবহার করিনাই, মনে হয় আগের টা করছি, কিন্তু প্রাথমিক অবস্থায় ডিজের কাজ করার জন্য ভালো, তবু আর একটু গভীরে যেতে হলে তেমন ভালো হবে মনে হয়না। সেক্ষেত্রে Dj automix, Tracktor studio, Fl studio এগুলো দিয়ে কাজ করতে সাচ্ছন্দ্য বোধ করি, আশা করি মিঠু ভাই এইসব নিয়ে টিউন করবেন। তবে যারা একটু অলস প্রকৃতির মানে ঘাটতে চায়না তাদের জন্য এইট্ই বেষ্ট।

    Level 0

    সত্যিকারের ডিজের কাজ কখনো শুধু কম্পিউটারে হয় না,এর জন্য অনেক ইন্সট্রুমেন্ট লাগে।আর আমি মনে করি কম্পিউটারে ভালো ডিজের কাজ করার জন্য শুধু একটা সফটওয়্যারেই সব করা যায় না,দুই তিনটা সফটওয়্যার লাগে,mp3remix তাদের মধ্যে এক্টা।তবে এটা দিয়ে ভালো ডিজের কাজ করা যাবে না বললে আসলে ভুল বলা হবে কারন আমি আমার টিউনেই দেখিয়েছি,কিভাবে কয়েকটা ইফেক্ট কম্বাইন করে বা বিভিন্ন রকমের বিট সিলেক্ট করে নতুন মিউজিক্যাল ইফেক্ট তৈরি করা যায়(যদিও আমি মাঝখানে একটু সংক্ষেপে লিখেছি)।আসলে ব্যভার করলেই বুঝতে পারবেন।

    Level 0

    আর হ্যা,automix নিয়ে সম্ভবত প্রবাসী ভাইয়ের একটা টিউন আছে,যদিও তিনি টিউটোরিয়াল দেননি মনে হয়।সময় পেলে টিউটোরিয়াল দেবো।

Level 0

Bro full version korar bapare ar akto details a bolben, ar full version hoyese bujhbo kivabe?

    Level 0

    ভাইয়া কঠিন কিছু না,আপনি রার ফাইল খুলে লেখামত কাজ করুন ।পেরে যাবেন।ইন্সটল করার পরে ছবিতে দেখানো CRMR3PL নামে দুইটা ফাইল আছে,এদের মধ্যে একটা হল কীজেনফাইল(R লেখা যে ফাইলটা সিলেক্ট করা আছে),আরেকটা হল রেজিস্ট্রি এডিটর ফাইল।এটা ওপেন করুন।এতে নিচের দিকে generate নামে বাটন পাবেন,এটাতে ক্লিক করুন।ফলে এই কীজেন ফাইলটার ভিতরেই দ্বিতীয় লাইনে একটা লেখা আসবে।এখন CRMR3PL লেখা আরেকটা যে রেজিস্ট্রি এডিটর ফাইল আছে ওটাতে ক্লিক করুন।ফলে একটা বক্স আসবে,ok করুন।হয়ে গেল।

Level 0

Bro akta problem hosse. Ami j song record korbo ta kokhon korbo? Song start hoar por naki start hoar age record a click korbo. Song start hoar pore korle to kisu somoi chole jasse ar age kivabe recod korbo ta thikm bujhte parsina. R file ta ke virus hisabe detect korse kano? Please ans me.

    Level 0

    প্রথমে ওপেন বাটনে ক্লিক করে যে গান চালাতে চান তা ওপেন করুন।গানটি চলতে শুরু করবে।এখন ওপেন বাটনের পাশে যে তিনটি বাটন আছে(প্লে বাটন,পজ বাটন,স্টপ বাটন)।এখান থেকে স্টপ বাটনে ক্লিক করুন,ফলে গানটি বন্ধ হবে।এখন রেকর্ড বাটনে ক্লিক করুন,ফলে একটি বক্স আসবে,এতে প্রয়োজনীয় সেটিংস দিয়ে ওকে করুন।রেকর্ড হওয়া শুরু হবে,এরপরে আপনি প্লে বাটনে প্রেস করুন,বন্ধ হয়ে থাকা গানটি আবার চলতে শুরু করবে। আর আপনি সম্ভবত mcafee ব্যবহার করেন।এটা অনেক ফাইলকেই ভাইরাস হিসেবে ধরে,এমনকি নিজের ফাইলকেই,(বিশ্বাস না হলেও কথা সত্যি)।আমি নিজেও বহুত এন্টীভাইরাস ইউস করেছি,তার মধ্যে mcafee এর পারফর্মেন্স সবচেয়ে অসন্তোষজনক।এটি যা ডিটেক্ট করে তার অনেক গুলাই ভাইরাস না,তাই ডিলিট ও করতে পারে না,আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।তবুও আপনার কথা শুনে আমি এভাস্ট এর লেটেস্ট আপডেট দিয়ে স্ক্যান করে দেখলাম,কোন ভাইরাস নেই।আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন,SURELY.

Level 0

download hoy na to 🙁 🙁 🙁

    Level 0

    কি বলেন!!! আমি তো আপনার মন্তব্যটি দেখে এইমাত্র টেস্ট করে দেখলাম,সব তো ঠিকই আছে,আমি দুই জায়গাতে লিঙ্ক দিয়েছি।একটাতে কাজ না হলে আরেকটাতে ট্রাই করুন,ধন্যবাদ।

আপনার এই software windown 7 এ কি কাজ করেনা? আমি windown 7 ব্যবহার করি।সবকিছু্ আপনার নিয়ম অনুযায়ী করার পর যখন রান করলাম তখন loding wait এই টাইপের একটা ম্যাসেজ এসে বসে আছে – আর কোনকিছুই হচ্ছেনা।কোন advice থাকলে বলেন দয়াকরে।সুন্দর এই টিউনের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

    Level 0

    ও হ্যা,আমার এটা বলা উচিত ছিল,র‍্যাম এর ইউজ বেশি হলে এটি ইন্সটলের পরে প্রথমবার লোড হতে কিছুটা সময় নেয়।ভাল হয়,আপনি প্রোগ্রামটি বন্ধ করে আবার চালু করুন,তা না হলে রিস্টার্ট দিয়ে দেখতে পারেন।তাতেও না হলে রিইন্সটল করুন।তবে কাজ করে এটা সিওর।

Level 0

Bhai apner dj remix soft ta download korlam…tune to khub shundor hoise …software ta o khub kajer buja jache but amar ekta problem hoitese …kono song select kore play dile ei msg ta ashe-
” Illegal Song File Loaded.

Your prevoiusly song file is restricted to limited usage. The digital rights management license of that song file does not allow audio processing.

Please reger to your song file vendor’s user license agreement.”

tarpore song stop hoye jay … eikhan theke bachar upay ta bolle kushi hoitam….valo thakben…

Regards

Moshtishko

    Level 0

    ভাই,আমি তো কোন সমস্যা পাইলাম না।সম্ভবত আপনার ফাইলে সমস্যা থাকতে পারে।কমন ফরম্যাটের ফাইলগুলো চালানোর চেষ্টা করুন।সব ফরম্যাটে ভিডিও ফাইল সাপোর্ট নাও করতে পারে।

    Level 0

    bhai ..ami onek gulo file diye chesta korlam …hoche na .. eki error dekhache…apni ki kosto kore apner format er ekta mp3 amake mail korben ..khub kushi hoitam tahole…. amar mail address…

    [email protected]

    apni reply te video file er kotha bollen …ami ektu confuse hoye gelam …mp3 chalano jabe kina ..ektu reply korben…thank you..

    Level 0

    কনফিউজড হওয়ার কিছু নেই,এটা কমন ফর্ম্যাটের ভিডিও গানও সাপোর্ট করে,অবশ্য তা অডিও আকারে শোনায় এবং অডিও আকারেই আউটপুট দেয়।আচ্ছা,আমি আপনাকে গান পাঠিয়ে দেব সময় করে।

” আমার মন বশে না কোন কাজ এ সজনী গো অন্তরে ডিজে আমার বাজে ”
সুন্দর সুন্দর আই তো আপনার টিউন মোতাবেক কাজ কইরা ডিজে হইয়া গেলাম ……………………………MITHU ভাই আপনেরে অনেক অনেক ধন্যযোগ ।

    Level 0

    হা হা হা ,আপনাকেও ধন্যবাদ,ডিজে প্রিন্স ভাই।

Level 0

ভাইরে, MP3 remix loading, please wait……. পুরা ১ দিন এই অবস্থাই ছিল। কিন্তু কিছুই লোড হয় নাই। কি করমু জলদি কন। আমি যে তার দিওয়ানা, দেরী যে সই তে পারি না…………………

    Level 0

    এটা কোন সমস্যা না।আপনি এক কাজ করুন।রিইন্সটল করুন,আর র‍্যাম হয়ত বেশী ইউজ হচ্ছে,তাই এটা লোড নিতে প্রোব্লেম হচ্ছে,হবে ইনশাআল্লাহ।

Level 0

ভাই, হয়না তো। পিসি তে শুধু গুগল ক্রম ও ক্যাসপার ছাড়া সব বন্ধ রাখছি। র‍্যাম কত ব্যবহার হচ্ছে তা কিভাবে বুঝব? আমার core 2 duo 2.60 ghz processor. 1 gb ram. কয়েক বার আনইনেষ্টল করছি। কাম হয় না। কি করমু ??

    Level 0

    আপনার os কি?এমনটাতো হওয়ার কথা না।নর্মালি আনইন্সটল করলে পিসিতে তবুও কিছু ফাইল থাকে,রিভোয়ানইন্সটলার দিয়ে সব ফাইল ডীলিট করে দেখুন।ডাউনলোড লিঙ্ক http://www.mediafire.com/download.php?k748i1hs91c7219।তারপর রিইন্সটল করে দেখুন।আর alt+ctrl+delete প্রেস করে যে টাস্ক ম্যানেজার আসবে তাতে performance ট্যাবে ক্লীক করে কত মেগা র‍্যা ইউজ হচ্ছে তা দেখতে পারেন।

Level 0

fatafati hoise………//

মোগাম্ব খুশ হওয়া ………………..

Level 0

bay balo laglo

Level 0

vai ami install korsi .kinto jokhon open kori tokhon ai lakhata asa 'mp3 remix lodding plese wait……….' .ami windows 7 use kori .ami ata 2-3 bar reinstall korse tobo ai problem & r onek somoy desi open hota toboo kono kaj hoi na.

Level 0

এটাকে ফুল ভার্সন করার পরে open বাটনে ক্লিক করে ফাইল সিলেক্ট করুন। এখন লাল রেকর্ড বাটনে ক্লিক করলেই হবে।

    @MITHU: ভাইয়া, লিঙ্ক তো কাজ করে না!!
    আপনি একটু কষ্ট করে serial key সহ পাঠালে খুব উপকৃত হতাম।
    আমার মেইলঃ [email protected]

Level 0

Ata windows xp te cholbe to?