এসে গেল বিশ্বকাপ ক্রিকেট,চারিদিকে যেনো হৈ হুল্লোড়।কারণ আর কিছুই নয়,আমার দেশ খেলছে এই আসরে নিজের দেশেই।আর এমন একটি বড় আসর চলে যাবে অথচ নিজের পিসিতে থাকবেনা আমাদের দেশের ক্রিকেট টাইগারদের মনোমুগ্ধকর ওয়ালপেপার,তা কি হয় নাকি!!!তার উপর আজ আবার তাদের ম্যাচ!!!তাই আজ আপনাদের জন্য তৈরি করেছি বাংলাদেশের টাইগারদের কিছু ওয়ালপেপার।আশা করি ভালো লাগবে,বেছে নিন ইচ্ছেমত।
ওয়ালপেপারগুলো ডাউনলোড করতে পারেন এখান থেকে।
আজ এ পর্যন্তই।পরবর্তী খেলার আগেই আরো কিছু ওয়ালপেপার নিয়ে হাজির হব,ইনশাআল্লাহ।ভাল থাকবেন সবাই, আর পোষ্ট সম্পর্কে মতামত জানাতে ভুলবেন না।আজ বাংলাদেশ-আয়ারল্যান্ডের খেলা।সবাই উপভোগ করুন।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.LiveOnlineRadio.net এ দেকতে পারবেন সরাসরি অনলাইন টিভি তে আপনার পছন্দের ওয়ার্ল্ড কাপ খেলা ও রেডিওতে সুন্তে পারবেন সরাসরি স্কোর।