[টেকটিউনস Giveaway] ডাউনলোড করুন $১৯.৯০ এর অসাধারন একটি সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার “360Amigo System Speedup Pro” Giveaway লাইসেন্সের মাধ্যমে। (আমার সাময়িক বিদায়ী টিউন)

বিদায়ী কিছু কথা,

প্রথমে আমি আপনাদের কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো। কথা গুলো অবশ্য টেকনোলজি বিষয়ক নয়। টেকটিউনসের সাথে আমার প্রথম পরিচয় ২০০৯ সালের মাঝামাঝি সময়ে। সাইটটি দেখার সাথে সাথে আমার ভালো লেগে যায়। তারপর শুরু হয় আমার টেকটিউনসের সাথে যাত্রা। প্রথমে ছিলাম সাধারন একজন ভিসিটর। ধীরে ধীরে টেকটিউনসের প্রতি ভালোবাসা বাড়তে থাকে। ২০১০ এর প্রথম দিকে একটু সাহস এবং শখ করে একটা টিউনার প্রোফাইল খুলে ফেলি। কিন্তু টিউন করার সাহস তখনো পাইনি। এর মাঝে টিউন করার ইচ্ছাটা তীব্র হতে থাকে। এত ভাল ভাল সব টিউনারের পদচারনায় মুখর টেকটিউনসের আঙ্গিনায় প্রবেশ করার সাহস তখনো হয়ে উঠেনি।

তারপর ২০১০ সালের মাঝামাঝি সময়ে সাহস করে একটা টিউনই করে ফেলি, তখন ইভাফোন নামে একটা সাইট থেকে ফ্রী কল করা যেত এবং প্রায় ৩০সেকেন্ড  কথা বলা যেত, তো ওটার উপরেই করলাম টিউন। দুর্ভাগ্যক্রমে যেদিন টিউন করি ঠিক ওইদিনই  ইভাফোন বাংলাদেশে তাদের সার্ভিস বন্ধ করে দেয়। তো প্রথম টিউনেই পড়লাম ফাটাবাঁশের চিপায়। নেগেটিভ কমেন্ট যেমন শুনতে হয়েছিল তেমনি আতাউর ভাই, ফাহিম ভাই, সজীব ভাই বাঁধন ভাই সহ অনেকেই জানিয়েছিল টেকটিউনস পরিবারে স্বাগতম। তাই দমে না গিয়ে কিছুদিন পর  "Kaspersky Internet Security 2011" এর উপরে করে ফেলি  আমার ২য়, পুর্নাঙ্গ এবং পরিপুর্ন টিউন যা মোটামোটি ভালোই জনপ্রিয়তা পায়।

তারপর আর আমাকে পিছনে তাকাতে হয়নি। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারনে একসময়, টিউন করা ধীরে ধীরে নেশায় পরিনত হয়। প্রবাসী ভাই এবং হাসান যোবায়ের,যে বর্তমানে আমার খুব ভালো বন্ধু, টেকটিউন্স এ আমার অত্যান্ত প্রিয় দুজন টিউনার এবং শুরুর টিউন করার ক্ষেত্রে যাদের আমি ফলো করতাম, টিউন করতে করতে এখন একটা নিজস্ব স্টাইল চলে এসেছে। টিউন হয়তো তাদের মত অতটা ভাল হয়না তবুও চেস্টা করি। টেকটিউনস কে আমি সবসময় মনে করি একটি পরিবার এবং আমরা সেই পরিবারের সব সদস্য। আমার ব্রাউজারের প্রথম পেইজ হচ্ছে টেকটিউনস, এবং প্রতিদিন আমি টেকটিউনস ভিসিট করে তারপর ব্রাউজিং শুরু করি। এই টেকটিউনস থেকে আমি অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু পেয়েছি। পেয়েছি আপনাদের ভালোবাসা। বলতে কস্ট হচ্ছে তবুও বলছি, আর ২দিন পর সাময়িক ভাবে আমাকে বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে, আমার প্রিয় টেকটিউনস থেকে। ২০১০ সালে আমি এইচএসসি পাশ করি এবং উচ্চশিক্ষার জন্য "বাংলাদেশ মেরীন ফিশারিস একাডেমী" চট্রগ্রামে এ "মেরীন ইঞ্জিনিয়ারিং" বিভাগে ভর্তি হই।

এই ২৮শে ফেব্রুয়ারী আমি  ক্যাডেট হিসাবে  যোগদান করবো। যার ফলে আমি আমার সাথে মোবাইল/ ল্যাপটপ/ কোন ইলেক্ট্রনিক্স সামগ্রি সাথে রাখতে পারবো না। আর ল্যাব থেকে টিউন করার প্রশ্নই আসেনা।  তবে কস্ট হলেও হতাশার কিছু নাই। টেকটিউনস হচ্ছে আমার প্রানের সাইট, So বিদায় নেওয়ার প্রশ্নই আসেনা। তবে সাময়িক বিদায় নিতে হচ্ছে। ৩মাস পর পর আমার ১৫/২০ দিনের বন্ধ থাকবে, সেই সময় গুলোতে আবার টিউন নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে, আমার প্রিয় এই টেকটিউনসে।

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।

আজ আপনাদের সাথে যে সফটওয়্যারটি শেয়ার করতে যাচ্ছি সেটার নাম "360Amigo System Speedup Pro" অসাধারন একটি সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার। এটি সম্পর্কে  আমি প্রথম জানতে পারি হাসান যোবায়ের এর কাছ থাকে, ব্যবহার করে ভালো লাগে এবং হাসানের কথায়ই মুলত এই টিউনটি করা। টিউনটি আমি উৎসর্গ করছি হাসান, প্রবাসী ভাই, সজীব ভাই এবং আতাউর ভাই কে, যারা আমার টেকটিউনসের আইডল। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মুল টিউনে। সফটওয়্যারটির মুল্য $19.90, কিন্তু কোম্পানী ওদের প্রোমশন অফারে ফ্রি দিচ্ছে। অফারটি অবশ্য বেশি দিন থাকবে না। এই ধরনের অফারকে বলে "Giveaway প্রমোশন"। এটি সম্পুর্ন লিগাল এবং ক্র্যাক ছাড়া লাইসেন্স, যারা সম্পুর্ন সৎ ভাবে চলেন, পাইরেসি পছন্দ করেন না তাদের খুব কাজে লাগবে কারন ফ্রিওয়ার সিস্টেম ইউটিলিটি গুলো তেমন কাজের হয় না। বরাবরের মত চলে যাই সচিত্র বর্ননায়।

প্রথমে নিচের লিঙ্কে যান,

১. উপরের মত একটি ফর্ম আসবে, সেটি ফিলআপ করুন। "*" চিহ্নিত ফিল্ড গুলো অবশ্যই পুরন করতে হবে।

২. সব কিছু ঠিক ঠাক থাকলে উপরের মত একটি ডাউনলোড লিঙ্ক এবং আপনার সিরিয়াল নাম্বার পাবেন।

৩. সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইন্সটল করার সময় আপনার ইমেইল এড্রেস (যেটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন) এবং আপনাকে সরবরাহকৃত "সিরিয়াল কী" টি দিন।

৪. সব কিছু ঠিকঠাক থাকলে উপরের মত সফটওয়্যার চালু হবে। পিসিকে স্ক্যান করুন।

৫. এরর পেলে রিপেয়ার করুন।

৬. চাইলে সিডিউল্ড স্ক্যান সিস্টেমও করে দিতে পারেন।

৭. আপনার পিসির সার্বিক স্ট্যাটাসও জেনে নিতে পারেন।

৮. "SYSTEM CLEANER" অপশন এ রয়েছে অনেক গুলো ট্যাব। এর মাঝে একটি "Junk File" আপনি আলাদা ভাবেও পিসির জাঙ্ক ফাইল ক্লিন করতে পারবেন।

৯. রেজিস্ট্রি সম্পর্কিত সকল সমস্যা দূর করতে পারবেন।

১০. এর রয়েছে একটি Smart Defragment অপশন।

১১. আরো রয়েছে একটি চমৎকার সিস্টেম রিস্টোর পয়েন্ট।

১২. "SYSTEM OPTIMIZER"  অপশন এ রয়েছে অনেক গুলো ট্যাব. দেখতে পারবেন আপনার নেট স্ট্যাটাস।

১৩. আছে একটি প্রোসেস ম্যানেজারও।

১৪. আরো আছে একটি সার্ভিস ম্যানেজার।

১৫. স্টার্টআপ ম্যানেজারের মাধ্যমে, কন্ট্রোল করতে পারবেন আপনার স্টার্টআপ আইটেম।

১৬. ইন্টারনেট ডিফেন্সের মাধ্যমে পারবেন অনাকাংখিত হ্যাকিং থেকে বাঁচতে।

১৭. TOOLS অপশনেও রয়েছে অনেক গুলো ট্যাব, যার মাঝে পাবেন হরেক রকম টিউন আপ টুলস।

১৮. আপনার পিসিতে ইন্সটলকৃত সকল ড্রাইভার এর লিস্ট দেখতে পারবেন এবং কোন সমস্যা হলে ফিক্সড করতে পারবেন।

১৯. এর আছে একটি চমৎকার আনইন্সটলার, যার মাধ্যমে উইন্ডোজ এর ডিফল্ট আনইন্সটলারের চেয়ে আরো ভালো ভাবে আনইন্সটল করা যাবে।

২০. বেখেয়াল বশত ডিলিট হওয়া ফাইল পুনরুদ্ধারের জন্য রয়েছে একটি শক্তিশালী ফাইল রিকোভারি অপশন।

২১. আপনার পিসির যাবতীয় সব ইনফর্মেশন জানতে পারবেন এর মাধ্যমে।

২২. নিজের মত করে সেটিং করে নিন আপনার "360Amigo System Speedup Pro" সফটওয়্যারটি।

সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই শুভ কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই কে।

আকাশ

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুভকামনা রইল আপনার প্রতি। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আশা করি আমরা পরবর্তিতে মেরীন ইঞ্জিনিয়ারিং এর ভাল কিছু টিউন পাব ;-).. আরও পাব নতুন কিছু ‘মেরীন ইঞ্জিনিয়ার টিউনার’ :-)। ভাল থাকবেন।

    অনেক ধন্যবাদ মেহেদী ভাই।

আকাশ ভাইয়া নিজের প্রতি খেয়াল রাখবেন। গুড বায়

    ধন্যবাদ মুরাদ ভাই।

যুবায়ের যে টিউন আইটসোর্সও করে এটা কিন্তু আমার জানা ছিল না 🙂 …

    হা হা
    আমি পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত। তাই দুই কুলই রক্ষা করলাম। 😛 😛
    মুল ধন্যবাদ আপনার প্রাপ্য কারন সফটের সন্ধান আপনি দিয়েছেন। 🙂

আকাশ অনেক মিস করবো তোমাকে। টেকটিউনস থেকে আমি যেসব বন্ধু পেয়েছি তার মধ্যে তুমি একজন। তোমার প্রতি শুভ কামনা রইল। 😀
সফটের রিভিউ আমি যা আশা করেছিলাম তার থেকেও অনেক ভাল হয়েছে। 🙂

    অনেক ধন্যবাদ হাসান, ভালো থেকো।

কেউ কি একটি মালটি মেসেনজার এর খোজ দিবেন ?? ইয়াহূ , গুগল টলক এবং ফেস-বুক এ একি সাথে চ্যাট করার কোন ফুল ভারসন/পোরটেবল সফট ওয়্যার এর লিংক দিলে উপকৃত হতাম। নতুন ব্যাবহারকারী হিসাবে কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে।

আকাশ ভাই আমি টিটিতে ডুকেই কয়েক জন প্রিয় টিউনারকে খুজি আর আপনি হলেন তাদের মধ্যে একজন সত্যি আপনাকে অনেক মিস করব………
ভাল থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন……
ধন্যবাদ…………………………………………………………

    ধন্যবাদ সাইফুর ভাই। অবশ্যই।

Bangladesh Marine Academy চট্রগ্রামে আমার একমাত্র ছোট ভাই গত বছর ক্যাডেটে যোগ দিয়েছে। সে সবসময় বলে সেখানে নাকি বিভিন্ন প্রকারের শাস্তীর ব্যবস্থা আছে…….
Don’t worry আকাশ, অবশ্যই শুভকামনা রইল…….যাবার আগে এত সুন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ…….

ইসসস !! মিস করব আপনাকে। তাড়াতারি ফিরবেন কিন্তু ,
টিউনের জন্য ধন্যবাদ।

    তোমাকেও অনেক মিস করবো সাইফুল, ভালো থেকো।

please help……….আমার প্রোফাইলে আমার ছবি আপলোড করার কনো কিছু নেই। কারও জানা থাকলে বলুন। এখানে এ বিষয়ে বলার জন্য দুঃখীত।

পরবর্তীতে মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে টিউনের অপেক্ষায় রইলাম। সেই সাথে আপনার উজ্জল ভবিষ্যত কামনা করছি। ভালো থাকুন। অনেক ভালো।

    ধন্যবাদ রুবেল ভাই, দোয়া করবেন। আর ভবিষ্যতে অবশ্যই মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে টিউন পাবেন। ভালো থাকবেন।

Level 0

তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসেন এই কামনা রইলো। টিউনের জন্য ধন্যবাদ।

    অনেক ধন্যবাদ জয় ভাই, টেনশন নিয়েন না, অল্প কিছুদিনের মাঝেই টিউন নিয়ে ফিরে আসবো।

Level New

আপনাকে অনেক মিস্ করব | তাড়াতাড়ি ফিরে আসুন, [ পড়ালেখার কোন ক্ষতি না করে ]

    অবশ্যই, ধন্যবাদ রবি ভাই, আপনাদের ও অনেক অনেক মিস করবো।

Level 0

আকাশ ভাই, আমার প্রথম টিউনে আপনাকে (সরি তোমাকে, কারণ আমরা একই ব্যাচের, অবশ্য আমি কোথাও চান্স পাইনি), হাসান যোবায়ের ভাই এবং Pudina Pata ভাইকে আমার আইডল হিসেবে বলেছি। বুঝতেই পারছ তোমাদের টিউন আমার কত ভাল লাগে!!!……:) শুভ কামনা রইল। এরপরে সাগরের উপর থেকে টিউন পাব বলে আশা করছি!!! ভালবাসা রইল।

    কোন সমস্যা নাই। ধন্যবাদ, ভালো থাকবে। আবার দেখা হবে টিউনে।

Level 0

আমার এক ফ্রেন্ডও মেরিন ইঞ্জিনিয়ারিং এ পড়ছে বেসরকারিতে
খুবি কড়াকড়ি
অবশ্য প্রথম দিকে স্যারদের কাছে ভালো ইমেজ গড়ে নিলে সমস্যা হয়না
ভালো থাকবেন

    মন্তব্য এবং সাজেশনের জন্য অনেক ধন্যবাদ লাকি ভাই। ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

আপনাকে অনেক ধন্যবাদ। এটা কি উইন্ডোস ৭ এ কাজ করবে না? আমারটায় তো করছে না।

    মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সুমন ভাই। দুঃখিত ভাই, আমি এক্সপি ইউজার। ৭ এর কথা বলতে পারছি না, টেস্ট করিনি।

    ভাই আমারটা তো XP-SP3 তেও কাজ করে না। এত সুন্দর জিনিসটা ইউজ করতে পারব না? ডাউনলোড এ কোন সমস্যা হল নাকি । তা হোলে কি করি?

আপনার জন্য শুভকামনা।চট্টগ্রামে আছি। দরকার হলে যোগাযোগ করবেন।

কিছু অফটপিক কথা বার্তা বলি।আপনার সাবজেক্ট অনেক দামি একটা সাবজেক্ট।চেষ্টা করবেন খুব ভালভাবে সম্পন্ন করার জন্য।ফিশারিজ এ পড়লেও মার্চেন্ট শিপে উঠা যায়। তবে ক্যাডেট লাইফে প্রচুর কষ্ট করতে হয়।এগুলার জন্য মন খারাপ বা ছেড়ে চলে আসবেন না। এটা এক ধরনের ট্রেনিং। হয়তো দেখবেন প্রথম দিনেই সিনিয়াররা বিটলামি শুরু করছে। 😀 পা টিপাচ্ছে বা পানি খেতে দিচ্ছে ১০ গ্লাস। 😀 ।ভুলেও চলে আসার চেষ্টা করবেন না।অনেকেই লিভ পেলে আসলে আর যায় না।তাই বলা।সিনিয়ারদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন।আর কিছুদিন থাকলে এমনিতেই সব সহ্য হয়ে যাবে। আমার ফ্রেন্ডরা বের হয়ে গেছে ,না হলে বলে দিতে পারতাম।

    ধন্যবাদ নাঈম ভাই, শুনে অনেক ভালো লাগছে যে চট্টগ্রামে আপনাকে পাওয়া যাবে। আপনার সাজেশন গুলো আগেই জানা ছিলো তবুও আরো একবার ধন্যবাদ। কোন সমস্যা হলে আপনাকে দরকার হতে পারে। পারলে আপনার কন্টাক্ট নাম্বার টা আমার ফেসবুকে মেসেজ কইরেন। সমস্যার সময় একজন টেকটিউন্স বন্ধুর সাহায্য পেলে সেটা অনেকাংশে কমে যাবে।

অনেক মিস করব এতে কোন সন্দেহ নাই,
অপেক্ষায় রইলাম ফিরে আসার,এবং
আপনার সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি,দোয়া করছি আপনি সফল হোন।
আর সুন্দর টিউনটির জন্য ধন্যবাদ।

    অনেক ধন্যবাদ আতাউর ভাই। আপনাদেরও অনেক অনেক মিস করবো। ভালো থাকবেন।

sob somoy mone korben techtunes family member apnar sathe ache.hoito amora apnar nice tune r dekbo na so what????boro kichu pete holo choto kichu to chartei hobe.apnar golden future er khotha veve amaora apnake hasi muke bidai dilam.
valo thako bondu.
ai bidai dukker noi.
ai bidai nigeke notun babe
gore tolar bidai.
so now keep smile and go for win

offtopic:apnara oneke hoito amar arokom bangla lekha deke birokto hon tar jonno i m so sorry.pls rag korven na.bhai ami english type kori onek kosto kore r bangla amar jonno………………………………………..

    সুন্দর একটা বিদায়ের জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ শরিফ ভাই। কোন সমস্যা নাই, আস্তে আস্তে বাংলা টাইপ শিখে যাবেন।

আপনার টিউন অনেক মিস করবো…
সময় সুযোগ পেলে টিউন করতে ভুলবেন না…

    অনেক ধন্যবাদ ইশতিয়াক ভাই, অবশ্যই চেস্টা করবো।

Level 0

AMI CHOTO MOTO TUNER. MOBILE DIE TECHTUNE USE KORI ETA AMAR KHUB VALO LAGE,

APNAKE KHUB MISS KORBO,
KHUB VALO THAKBEN, APNAR PROTI SUVO KAMONA ROILO.

    অনেক ধন্যবাদ, আপনাদেরও অনেক মিস করবো।

আপনার লেখা অবশ্যই মিস করব …. খুব দ্রুত ফিরে আসবেন বলে আশা করি

Level 0

we will miss you

Level 0

টিউনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।