প্রথমে আমি আপনাদের কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো। কথা গুলো অবশ্য টেকনোলজি বিষয়ক নয়। টেকটিউনসের সাথে আমার প্রথম পরিচয় ২০০৯ সালের মাঝামাঝি সময়ে। সাইটটি দেখার সাথে সাথে আমার ভালো লেগে যায়। তারপর শুরু হয় আমার টেকটিউনসের সাথে যাত্রা। প্রথমে ছিলাম সাধারন একজন ভিসিটর। ধীরে ধীরে টেকটিউনসের প্রতি ভালোবাসা বাড়তে থাকে। ২০১০ এর প্রথম দিকে একটু সাহস এবং শখ করে একটা টিউনার প্রোফাইল খুলে ফেলি। কিন্তু টিউন করার সাহস তখনো পাইনি। এর মাঝে টিউন করার ইচ্ছাটা তীব্র হতে থাকে। এত ভাল ভাল সব টিউনারের পদচারনায় মুখর টেকটিউনসের আঙ্গিনায় প্রবেশ করার সাহস তখনো হয়ে উঠেনি।
তারপর ২০১০ সালের মাঝামাঝি সময়ে সাহস করে একটা টিউনই করে ফেলি, তখন ইভাফোন নামে একটা সাইট থেকে ফ্রী কল করা যেত এবং প্রায় ৩০সেকেন্ড কথা বলা যেত, তো ওটার উপরেই করলাম টিউন। দুর্ভাগ্যক্রমে যেদিন টিউন করি ঠিক ওইদিনই ইভাফোন বাংলাদেশে তাদের সার্ভিস বন্ধ করে দেয়। তো প্রথম টিউনেই পড়লাম ফাটাবাঁশের চিপায়। নেগেটিভ কমেন্ট যেমন শুনতে হয়েছিল তেমনি আতাউর ভাই, ফাহিম ভাই, সজীব ভাই বাঁধন ভাই সহ অনেকেই জানিয়েছিল টেকটিউনস পরিবারে স্বাগতম। তাই দমে না গিয়ে কিছুদিন পর "Kaspersky Internet Security 2011" এর উপরে করে ফেলি আমার ২য়, পুর্নাঙ্গ এবং পরিপুর্ন টিউন যা মোটামোটি ভালোই জনপ্রিয়তা পায়।
তারপর আর আমাকে পিছনে তাকাতে হয়নি। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারনে একসময়, টিউন করা ধীরে ধীরে নেশায় পরিনত হয়। প্রবাসী ভাই এবং হাসান যোবায়ের,যে বর্তমানে আমার খুব ভালো বন্ধু, টেকটিউন্স এ আমার অত্যান্ত প্রিয় দুজন টিউনার এবং শুরুর টিউন করার ক্ষেত্রে যাদের আমি ফলো করতাম, টিউন করতে করতে এখন একটা নিজস্ব স্টাইল চলে এসেছে। টিউন হয়তো তাদের মত অতটা ভাল হয়না তবুও চেস্টা করি। টেকটিউনস কে আমি সবসময় মনে করি একটি পরিবার এবং আমরা সেই পরিবারের সব সদস্য। আমার ব্রাউজারের প্রথম পেইজ হচ্ছে টেকটিউনস, এবং প্রতিদিন আমি টেকটিউনস ভিসিট করে তারপর ব্রাউজিং শুরু করি। এই টেকটিউনস থেকে আমি অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু পেয়েছি। পেয়েছি আপনাদের ভালোবাসা। বলতে কস্ট হচ্ছে তবুও বলছি, আর ২দিন পর সাময়িক ভাবে আমাকে বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে, আমার প্রিয় টেকটিউনস থেকে। ২০১০ সালে আমি এইচএসসি পাশ করি এবং উচ্চশিক্ষার জন্য "বাংলাদেশ মেরীন ফিশারিস একাডেমী" চট্রগ্রামে এ "মেরীন ইঞ্জিনিয়ারিং" বিভাগে ভর্তি হই।
এই ২৮শে ফেব্রুয়ারী আমি ক্যাডেট হিসাবে যোগদান করবো। যার ফলে আমি আমার সাথে মোবাইল/ ল্যাপটপ/ কোন ইলেক্ট্রনিক্স সামগ্রি সাথে রাখতে পারবো না। আর ল্যাব থেকে টিউন করার প্রশ্নই আসেনা। তবে কস্ট হলেও হতাশার কিছু নাই। টেকটিউনস হচ্ছে আমার প্রানের সাইট, So বিদায় নেওয়ার প্রশ্নই আসেনা। তবে সাময়িক বিদায় নিতে হচ্ছে। ৩মাস পর পর আমার ১৫/২০ দিনের বন্ধ থাকবে, সেই সময় গুলোতে আবার টিউন নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে, আমার প্রিয় এই টেকটিউনসে।
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।
আজ আপনাদের সাথে যে সফটওয়্যারটি শেয়ার করতে যাচ্ছি সেটার নাম "360Amigo System Speedup Pro" অসাধারন একটি সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার। এটি সম্পর্কে আমি প্রথম জানতে পারি হাসান যোবায়ের এর কাছ থাকে, ব্যবহার করে ভালো লাগে এবং হাসানের কথায়ই মুলত এই টিউনটি করা। টিউনটি আমি উৎসর্গ করছি হাসান, প্রবাসী ভাই, সজীব ভাই এবং আতাউর ভাই কে, যারা আমার টেকটিউনসের আইডল। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মুল টিউনে। সফটওয়্যারটির মুল্য $19.90, কিন্তু কোম্পানী ওদের প্রোমশন অফারে ফ্রি দিচ্ছে। অফারটি অবশ্য বেশি দিন থাকবে না। এই ধরনের অফারকে বলে "Giveaway প্রমোশন"। এটি সম্পুর্ন লিগাল এবং ক্র্যাক ছাড়া লাইসেন্স, যারা সম্পুর্ন সৎ ভাবে চলেন, পাইরেসি পছন্দ করেন না তাদের খুব কাজে লাগবে কারন ফ্রিওয়ার সিস্টেম ইউটিলিটি গুলো তেমন কাজের হয় না। বরাবরের মত চলে যাই সচিত্র বর্ননায়।
প্রথমে নিচের লিঙ্কে যান,
১. উপরের মত একটি ফর্ম আসবে, সেটি ফিলআপ করুন। "*" চিহ্নিত ফিল্ড গুলো অবশ্যই পুরন করতে হবে।
২. সব কিছু ঠিক ঠাক থাকলে উপরের মত একটি ডাউনলোড লিঙ্ক এবং আপনার সিরিয়াল নাম্বার পাবেন।
৩. সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইন্সটল করার সময় আপনার ইমেইল এড্রেস (যেটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন) এবং আপনাকে সরবরাহকৃত "সিরিয়াল কী" টি দিন।
৪. সব কিছু ঠিকঠাক থাকলে উপরের মত সফটওয়্যার চালু হবে। পিসিকে স্ক্যান করুন।
৫. এরর পেলে রিপেয়ার করুন।
৬. চাইলে সিডিউল্ড স্ক্যান সিস্টেমও করে দিতে পারেন।
৭. আপনার পিসির সার্বিক স্ট্যাটাসও জেনে নিতে পারেন।
৮. "SYSTEM CLEANER" অপশন এ রয়েছে অনেক গুলো ট্যাব। এর মাঝে একটি "Junk File" আপনি আলাদা ভাবেও পিসির জাঙ্ক ফাইল ক্লিন করতে পারবেন।
৯. রেজিস্ট্রি সম্পর্কিত সকল সমস্যা দূর করতে পারবেন।
১০. এর রয়েছে একটি Smart Defragment অপশন।
১১. আরো রয়েছে একটি চমৎকার সিস্টেম রিস্টোর পয়েন্ট।
১২. "SYSTEM OPTIMIZER" অপশন এ রয়েছে অনেক গুলো ট্যাব. দেখতে পারবেন আপনার নেট স্ট্যাটাস।
১৩. আছে একটি প্রোসেস ম্যানেজারও।
১৪. আরো আছে একটি সার্ভিস ম্যানেজার।
১৫. স্টার্টআপ ম্যানেজারের মাধ্যমে, কন্ট্রোল করতে পারবেন আপনার স্টার্টআপ আইটেম।
১৬. ইন্টারনেট ডিফেন্সের মাধ্যমে পারবেন অনাকাংখিত হ্যাকিং থেকে বাঁচতে।
১৭. TOOLS অপশনেও রয়েছে অনেক গুলো ট্যাব, যার মাঝে পাবেন হরেক রকম টিউন আপ টুলস।
১৮. আপনার পিসিতে ইন্সটলকৃত সকল ড্রাইভার এর লিস্ট দেখতে পারবেন এবং কোন সমস্যা হলে ফিক্সড করতে পারবেন।
১৯. এর আছে একটি চমৎকার আনইন্সটলার, যার মাধ্যমে উইন্ডোজ এর ডিফল্ট আনইন্সটলারের চেয়ে আরো ভালো ভাবে আনইন্সটল করা যাবে।
২০. বেখেয়াল বশত ডিলিট হওয়া ফাইল পুনরুদ্ধারের জন্য রয়েছে একটি শক্তিশালী ফাইল রিকোভারি অপশন।
২১. আপনার পিসির যাবতীয় সব ইনফর্মেশন জানতে পারবেন এর মাধ্যমে।
২২. নিজের মত করে সেটিং করে নিন আপনার "360Amigo System Speedup Pro" সফটওয়্যারটি।
সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই শুভ কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই কে।
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুভকামনা রইল আপনার প্রতি। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আশা করি আমরা পরবর্তিতে মেরীন ইঞ্জিনিয়ারিং এর ভাল কিছু টিউন পাব ;-).. আরও পাব নতুন কিছু ‘মেরীন ইঞ্জিনিয়ার টিউনার’ :-)। ভাল থাকবেন।