নিনে নিন ফেলুদা সিরিজের সকল ছবিগুলো ১৯৭৪-২০১৭

প্রথমেই আপনাকে ধন্যবাদ আমার লেখাটি পড়তে আশার জন্য।
আমরা সকলেই কম বেশি গোয়েন্দা গল্প পছন্দ করি। আর যারা গোয়েদা গল্প পছন্দ করি তাদের কাছে সত্যজিৎ রায়ের সৃষ্ট ফেলুদা নামটি খুব পরিচিত বলে আমি মনে করি।
প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। ১৯৬৫ সালের ডিসেম্বর মাসের সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প "ফেলুদার গোয়েন্দাগিরি" প্রকাশিত হয়। ১৯৬৫ থেকে ১৯৯৭ পর্যন্ত এই সিরিজের মোট ৩৫টি সম্পূর্ণ ও চারটি অসম্পূর্ণ গল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে। ফেলুদার প্রধান সহকারী তাঁর খুড়তুতো ভাই তপেশরঞ্জন মিত্র ওরফে তোপসে ও লেখক লালমোহন গাঙ্গুলি (ছদ্মনাম জটায়ু)। ফেলুদার চরিত্র নির্মাণে সত্যজিৎ রায় তার ছোটবেলায় পড়া শার্লক হোমস এর গোয়েন্দা গল্পের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাই ফেলুদার চরিত্রের সাথে অনেক জায়গায় আমরা হোমসের আর ফেলুদার ভাই ও সহকারি তোপসের সাথে হোমসের সহকারি ওয়াটসনের মিল পাই।

এই ফেলুদার বিভিন্ন গল্প ও উপন্যাস নিয়ে আবার ছবি বানানো হয়েছে। আজ আপনাদের সাথে সেগুলোই শেয়ার করবো। আশা করি সবার ভালো লাগবে ছবি গুলো।
১। সোনার কেল্লা (1974)
২। জয় বাবা ফেলুনাথ (1979)
৩। গোঁসাইপুর সরগরম (1996)
৪। বাক্স-রহস্য (1996)
৫। বোসপুকুরে খুনখারাপি (1996)
৬। যত কাণ্ড কাঠমাণ্ডুতে (1996)
৭। শেয়াল-দেবতা রহস্য (1996)
৮। জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা (1996)
৯। ঘুরঘুটিয়ার ঘটনা (1996)
১০। গোলাপী মুক্তা রহস্য (1999)
১১। অম্বর সেন অন্তর্ধান রহস্য (1999)
১২। ডাঃ মুনসীর ডায়রি (2000)
১৩। বোম্বাইয়ের বোম্বেটে (2003)
১৪। কৈলাসে কেলেঙ্কারি (2007)
১৫। টিনটোরেটোর যীশু (2008)
১৬। গোরস্থানে সাবধান (2010)
১৭। রয়েল বেঙ্গল রহস্য (2011)
১৮। বাদশাহী আংটি (2014)
১৯। ডাবল ফেলুদা (2016)
২০। শেয়াল-দেবতা রহস্য (2017)
২১। ঘুরঘুটিয়ার ঘটনা (2017)
আজ এই পযন্তই মুভি যদি দেখেন তাহলে টিউমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি আপনাদের তাহলে পরে আবার এমন অন্য কোন বিখ্যাত ছবি নিয়ে হাজির হবো।
ভালো থাকবেন সবাই।

Level 0

আমি RashikIqbal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks….Bro