এখানে পেনড্রাইভ/মেমোরিকার্ডের টিকাদান কর্মসূচি চলছে। ০(শূন্য) থেকে শুরু করে যেকোন বয়সের Flashdrive কে নিয়ে আসুন!! মাত্র ১টিকাতে/ ১ ক্লিকে আজীবণ FlashDrive এর ভাইরাস থেকে মুক্ত থাকুন!!

পেনড্রাইভ বা মেমোরিকার্ড দিয়ে আমরা সাধারণত আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ডাটা আদান-প্রদান করে থাকি। আর এটি করতে গিয়েই ঘটে বিপত্তি! কখন যে আমাদের সাধের পেনড্রাইভে ভাইরাস ঢুকে যায়, আমরা বুঝতেই পারি না।
এই ভাইরাসের হাত থেকে মুক্তি পাবার জন্য আমরা সাধারণত অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি। এর পাশাপাশি অটোরান ভাইরাস দূর করার জন্য USB Disk Security, Autorun Remover ইত্যাদি বিভিন্ন বাহারি সফটওয়্যারও অনেকেই ব্যবহার করে থাকে। অনেকক্ষেত্রেই এত সফটওয়্যার ব্যবহার করা সময়সাধ্য এবং বিরক্তিকর ব্যপার!!
যদি মাত্র ১ টি ক্লিক করেই আজীবণের জন্য এতসব ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে কেমন হত???? শুনতেই খুব ভাল লাগছে তাইনা?? তাহলে ভাবুন বাস্তবে এমনটি হলে কতই না সুবিধা হত!!

তাহলে আসুন মূল টিউনে যাইঃ-

পান্ডা এন্টিভাইরাসের নাম হয়ত অনেকেই শুনে থাকবেন। তারা একটি সফটওয়্যার বানিয়েছে এবং সেটির নাম দিয়েছে- Panda USB Vaccine. এটি সেটাপ করার পর একটি ক্লিক করলেই পেনড্রাইভ অথবা মেমোরিকার্ড Vaccinate হয়ে যাবে অর্থাৎ আপনার ফ্লাশড্রাইভে টিকা দেয়া হয়ে যাবে!! যাতে করে অটোরান ভাইরাসকে আপনি আর জোড় করেও ঢুকাতে পারবেন না।!!
আসলে এটি আপনার ফ্লাশড্রাইভে একটি Autorun.inf ফাইল তৈরী করবে। যা কোন অটোরান ভাইরাস ডিলেট করে আপনার পেনড্রাইভে ঢুকতে পারবে না। এমনকি রিপ্লেস বা রিনেম করাও সম্ভব নয়!! ফাইলটি আপনার ফ্লাশড্রাইভে হিডেন অবস্থায় থাকবে এবং আপনার পেনড্রাইভের "অটোরানের টিকা" হিসাবে কাজ করবে!! এছাড়া এটি দিয়ে মাত্র ১ ক্লিক করে  আপনার কম্পিউটারের সকল ফ্লাশডাইভের অটোরান করা বন্ধ করতে পারবেন!! যার ফলে কোন ফ্লাশড্রাইভ ঢুকানোর সাথে সাথে আর ভাইরাস আপনার পিসিতে ঢুকতে পারবে না!!
এটি একটি ফ্রি সফটওয়্যার, তাই ক্রাক/সিরিয়ালের ঝামেলা নাই। টিকা দেয়ার পর সফটওয়্যারটি রিমুভ করে দিতে পারেন।

সবচাইতে বড় কথা এত কাজের একটি সফটওয়্যার এর সাইজ মাত্র ৮০০ কিলোবাইট!!

তাহলে আর দেরি না করে নিচের মত করে ব্যবহার করা শুরু করে দিনঃ-

১. প্রথমেই এখান থেকে Panda USB Vaccine ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিন। (৮০০ কিলোবাইট)

২. এবার সাধারণ নিয়মে সবকিছু ডিফল্টে রেখে সেটাপ করুন।

৩. আপনার পেনড্রাইভ/ মেমোরিকার্ড ইউএসবি পোর্টে প্রবেশ করান এবং  সফটওয়্যারটি চালু করুন ।

৪. এবার নিচের ছবির মত দেখতে পাবেন। সেখানে Select an USB Drive এ আপনার ফ্লাশড্রাইভটি দেখতে পাবেন। তার পাশেই দেখুন- Vaccinate USB নামে একটি বাটন আছে, সেটিতে ক্লিক করুন।

৫. ব্যাস কাজ শেয!! আপনার পেনড্রাইভকে টিকা দেয়া হয়ে গেছে। এবার নিচের ছবির মত দেখুন আপনার ফ্লাশড্রাইভের পাশে ব্রাকেটে Vaccinated লেখা আছে। যার মানে কাজ শেয!!
৬. এবার আপনি যদি আপনার কম্পিউটারের সকল ড্রাইভের অটরান ডিসেবল করে দিতে চান, তাহলে নিচের ছবির মত Vaccinate Computer বাটনে ক্লিক করুন। তাহলেই কাজ হয়ে যাবে।

৭. কম্পিউটার Vaccinated হয়ে গেলে নিচের ছবির মত দেখাবে। এবার ইচ্ছা করলে সফটওয়্যারটি রিমুভ করে দিতে পারেন।
এবার টেস্ট করার জন্য নিজে নিজে একটি অটোরান ফাইল বানিয়ে আপনার পেনড্রাইভে সেন্ড করে দেখুনতো সেটি পেনড্রাইভে ঢুকাতে পারেন কিন?? ঢুকাতে পারলে জানাবেন কিন্তু!!
যারা অটোরান বানাতে পারেন না, তারা এখান থেকে আমার বানানোটা ডাউনলোড করে নিন (মাত্র ১KB)।

আজ এখানেই বিদায় নিচ্ছি। ভাল থাকুন।

Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম নামকরণ ………………চরম টিউন………………..
আপনাকে ফুসফুস ভরা ভালোবাসা জানাই টিউটির জন্য

    হি হি আপনারেও অসাধারণ মন্তব্যের জন্য ৫০ কেজি ধন্যবাদ ……। 🙂

Level 0

TUNER JONNO 1 PELET DHOINNA BAD.

BHAIYA,
INFECTION HOWAR KONO BHOI NAI TO ???

    আপনাকেও ধন্যবাদ। হে হে ইনফেকশন যাতে না হয়, তার জন্যই তো টিকাদান কর্মসূচি 🙂

টিকা দেয়ার পর কি পেনড্রাইভ ফরমেট করা যাবে?? নাকি ফরমেট দেয়ার পর আবার টিকা দিতে হবে???

    টিকা দেবার পর ফরম্যাট করা যাবে এবং ফরম্যাট দেয়ার পর আবার টিকা দিতে হবে।

    আচ্ছা!!!!
    আরেকটা ব্যপার, এই “অটোরানের টিকা” কে এন্টিভাইরাস গুলো ভাইরাস হিসেবে ডিটেক্ট করবে নাতো???

    না। কখোনই না।!!

my pendrive affect by this virous also my pc
Copy of Shortcut to (1)

for this virous i can not browse internet.any idea to solve this without xp setup?

    হুমম এটি আমার পেনড্রাইভেও একবার অ্যাটাক করেছিল। সমস্যার কথা হল এটি আগে পিসিতে অ্যাটাক করে তারপর অন্যান্য ফ্লাশ ড্রাইভে। আমি নড৩২ অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে ভাইরাস রিমুভ করেছিলাম।
    আপনিও এভাবে ট্রাই করতে পারেন।

বরাবরের মত আরেকটা চরম টিউন… 🙂
একটু নিয়মিত হন হিমু ভাই..

    ধন্যবাদ। পড়াশুনার চাপে একটু অনিয়মিত হয়ে পড়ছি 🙁

শিরনামটা জব্বর দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় আমার কোন পেনড্রাইভ নেই। waaaaaa [cry]

    ধন্যবাদ। পেনড্রাইভ নাই তো কী?? মেমোরিকার্ড তো আছে?? সেটিতে অ্যাপ্লাই করতে পারেন।

    Level 0

    মেমোরিকার্ডও যদি না থাকে তাইলে কি করবে?? 😀

    মেমোরিকার্ডও যদি না থাকে তাইলে মাইক নিয়ে বলুন….এখানে পেনড্রাইভ/মেমোরিকার্ডের টিকাদান কর্মসূচি চলছে। ০(শূন্য) থেকে শুরু করে যেকোন বয়সের Flashdrive কে নিয়ে আসুন!! মাত্র ১টিকাতে/ ১ ক্লিকে আজীবণ FlashDrive এর ভাইরাস থেকে মুক্ত থাকুন!!

খুব ভাল টিউন।
এটা আমি আগে থেকেই ব্যবহার করি, কিন্তু এটা যে এত কাজের কাজি তা জানতাম না।
অনেক ধন্যবাদ।

    এবার তো জেনে গেলেন। এবার ইচ্ছামত ব্যবহার করেন :p

টাইটেল কিন্তু চরম হয়েছে হিমু ভাই, মাঝখানে কয়েকদিন অনিয়মিতঁ হয়ে পড়েছিলেন কেন? 🙁

    ধন্যবাদ আরিফ। আমার এক্সাম চলছিল। তাই আসতে পারিনাই 🙁

অনেক সুন্দর টিউন। আশা করি soft টি অনেক কাজের হবে।

    ধন্যবাদ। এটি আসলেই কজের। ব্যবহার করলেই বুঝতে পারবেন।

Level 0

ডাক্তার সাহেব একটি টিকায় রোগী সুস্থ। আলহামদুলিল্লাহ। আরও কিছু রোগের টিকা কী বাজারে আসবে? আপনাকে নিয়মিত চাই। ধন্যবাদ।

    হে হে আরও কয়েকটা বাজারে আসার অপেক্ষায় আছে। ওয়েট করেন। এখন থেকে নিয়মিত হবার চেস্টা করব। মন্তব্যের জন্য ধন্যবাদ।

তার মানে আমি ক্যাফেতে এখন যেই কোন কম্পিউটারে আমার পেন ড্রাইভ লাগিয়ে ব্যবহার করতে পারবো। ধন্যবাদ আপনাকে।

    হুমম…।। আপনাকেও ধন্যবাদ।

হিমু ভাই, অনেক সুন্দর টিউন। ছোট মরিচ ঝাল বেশী। তাই সফটওয়ারটি ছোট হলেও কাজের- ধন্যবাদ।

হুম শিরোনাম আসাধারন।ধন্যবাদ হিমু ভাই

    ধন্যবাদ আপনাকেও।

হিমু ভাই, আপনার টিউন থেকে Kerpersky হ্যাক করে ৫ বছরের লাইসেন্স পেয়েছিলাম। কিন্তু মাস দু’য়েক ব্যবহারের পর লাইসেন্স ব্লক করে দিয়েছে। এখন কি করতে পারি? সমাধান দেন প্লিজ!

    হমমম আমি আলরেডি রিপোর্ট পেয়েছি কয়েকটা। সামনে নতুন ক্রাক নিয়ে হাজির হচ্ছি। একটু অপেক্ষা করুন।

এটা কি শুধু অটোরান ভাইরাস ঢোকা বন্ধ করবে নাকি সব ভাইরাস?

    পেনড্রাইভের প্রধান প্রধান ভাইরাসের সাথে অটোরান থাকে, সেগুলোকে পেনড্রাইভ ঢুকানোর সাথে সাথে চালু করার জন্য। সেগুলোর জন্য।

Level 0

ভাইয়া=>আমাকে চিনসেন?কমেন্ট ১বার করসি,এইটা হল ২য় কমেন্ট ।খুব ভাল হইসে।চালিয়ে যান।

    না ভাই চিনলাম না। একটু খুইলা কন।

    Level 0

    শুভ ভাই=>আপনার কাছের মানুষ।অমি কে চিনেন???

Level 0

APNAKE THX, KHUB SUNDOR TUNES KORSEN TAI , AI ROKOM ARO KOREN

    হ্যা, অবশ্যই ভবিয্যতে চেস্টা করব।

Level 0

vhi amke ki call recorder softwear dewa jai , ami nokia e-52 use kori , plz amke diben without beep soho plz amke real version ar khuj denna plzzzzzzzzzzzz jaben reply plz

    সরি এই মুহূর্তে আমার কাছে কোন রেকর্ডার নাই।

চমৎকার টিউন। অসংখ্য ধন্যবাদ 🙂

এই পদ্ধতি আপনার পেনড্রাইভে ভাইরাস থেকে সুরক্ষা দেবেনা। তবে আপনার পেন ড্রাইভে যাতে কোন ভাইরাস দ্বারা তৈরী autorun.inf ফাইল তৈরী না হয় তা থেকে সুরক্ষা দেবে মাত্র কিন্তু ভাইরাস নিজেকে ঠিকই কপি করবে। এই পেনড্রাইভ অন্য কোন পিসিতে লাগালে অটোম্যাটিক ভাইরাস ছড়াবেনা ঠিকই কিন্তু যেহেতু ভাইরাস নিজেকে কপি করতে সক্ষম হবে তাই ইউজার দ্বারা ম্যানুয়ালী ভাইরাস ছড়ানোর ব্যাপক সম্ভাবনা থেকে যায়। যেমন: SSVCHOST.exe ভাইরাস ফোল্ডারের ন্যায় নিজেকে তৈরী করে সেখানে ইউজার দ্বারাই পিসি এফেক্টেড হবার সম্ভাবনা ৯৯.৯৯%। বিধায় এটি নিশ্চিত নিরাপত্তা নয়।

    আমি আবার কখন বললাম যে দুনিয়ার সব ভাইরাস ঠেকাবে?? যেসকল ভাইরাসের সাথে অটোরান থাকে, সেই ভাইরাসএর অটোরান যদি যদি পেনড্রাইভে ঢুকতে না পারে, তাহলে সেই ভাইরাসের আর কোন দাম থাকে না। অর্থাৎ ভাইরাস আর একটিভ হতে পারবে না এবং ক্ষতি করতে পারবে না। এতটুকু জানেন আশাকরি।

    autorun.inf যদি না থাকে তাহলে অটোম্যাটিক ইনফেকশন হয়তো হবেনা কিন্তু ইউজার ড্রাইভেন ইনফেকশন কি বন্ধ হবে স্যার? autorun.inf কি ভাইরাসের কার্যকরণ এবং ছড়ানোর জন্য খুবই জরুরী? exe পাম্পিং হলে অথবা ফাইল এসোসিয়েটেড হলে সেটার কি হবে? যে ভাইরাসের সাথে autorun.inf থাকে তারা কি এটা ছাড়া ছড়াতে পারেনা? autorun.inf না থাকলে ভাইরাস আর ক্ষতি করবেনা বা ছড়াতে পারবেনা এটা নতুন জানলাম!!! যদিও ভুল তথ্য।

    আরে বাবা অটোরান না থাকলে সেই ভাইরাস পিসিতে ঢুকবে কেন???? যার পেনড্রাইভ- সে তো দেখতেই পাচ্ছে যে ভাইরাস আছে। তখন ডিলেট করে দিলেই তো সমস্যার সমাপ্তি!!! সুতরাং এ কথা ১০০ বার বলা যায় যে অটোরান না থাকলে ভাইরাস ছড়াতে পারবে না। এত অটোরান রিমুভার সফটওয়্যার তো আর আপনার চেহারা দেখাবার জন্য বানানো হয় নাই!! কেউ যদি আপনার মত জোড় করে ভাইরাস ঢুকাতে চায়, তাহলে তো কিছু করার নাই। আর জানার তো শেয নাই। আজ জেনে রাখলেন।
    আর এত জানলে নিজে একটা টিউন করে সবাইরে জানান। আমার টিউনে মন্তব্য করে বাহাদূরী ফলাইতে আইসেন না নেক্সট টাইম। কারণ মন্তব্য করা অনেক সোজা।

    হে হে আমি ডেল কার্ণেগী পড়িনাই। তয় শুনছি যে যাগো বাথরুমের চাপ পাইলেও ডিসিশন নিতে পারে না যে কয়টার সময় যাইতে হইব, হেরাই ডেল কার্ণেগীর বই নিয়া গবেযনা করে।
    যাউগগা, আমি বলিনাই যে সব ভাইরাস, আমি বলছি- যেসব ভাইরাসের সাথে অটোরান থাকে……। বাংলা পড়াটা আগে শেখেন। আর আপনার প্রজেক্ট পড়ার কোন ইচ্ছা নাই। দ্যাশে এখন পড়ায় পাড়ায় হাতুড়ে গবেযক। একেকটা নিজেরে বিল-গেটস মনে করে। তাগো নিয়া এমনিতেই পেরেশানিতে আছি। নতুন কইরা ঝামেলা বাইরাইতে চাই না। আর নিজের বিজ্ঞাপন আমার পোস্টে দেয়া অ্যালাউ নাই। তাই সোলেমানী ব্যান মারলাম। 😉

my pendrive affect by this virous also my pc
Copy of Shortcut to (1)

for this virous i can not browse internet.any idea to solve this without xp setup?

ami estnod32 install korchi.but Copy of Shortcut to (1) delet korle abar automatic chole ase.permanentlly delet hoina.akhon problem holo amar pendrive and memory card allready affected.akhon ami jodi pc te windows dei tahole pc te virous thakbe na.kintu pendrive pc te attach korle ki abar pc affect hobe???????

    estnod32 দিয়ে তো কাজ হবার কথা। আপনি কি পুরো পিসি স্ক্যান দিয়েছিলেন?? আর যদি এক্সপি সেটাপ দিতে চান, তাহলে অটোরান বন্ধ করে পেন্ড্রাইভ ঢুকিয়ে স্ক্যান দেন।

সবাই শুধু বলছে টাইটেলটা ভাল হইছে আমি বলব টাইটেল সহ পুরা টিউনটাই ভাল হইছে,
অনেক ধন্যবাদ ভাল টিউনটির জন্য।

ধন্যবাদ হিমু ভাই আপনার সুন্দর টিউনের জন্য………………

    আপনাকেও ধন্যবাদ সাইফুর ভাই।

ভাই জান আমি টিউন করতে চাই কি ভাবে করবো ?