আমরা সবাই প্রায় মুভি দেখি, সাথে অনেকেই মুভি ডাউনলোডের সময় সাবটাইটলও ডাউনলোড করি, মুভিটা ভালোভাবে বুঝার জন্য। অনেকের আবার মুভি সংগ্রহে রাখার বাতিক, সাথে হয়ত অনেকেই সাবটাইটেলসহ একই ফোল্ডারে মুভি সেভ করে রাখেন। এরপর মুভি দেখার সময় আবার প্লেয়ারের সাবটাইটেল ফাইল ব্রাউজ করে দেখতে হয়। আবার অনেক সময় দেখা যায়, যে সাবটাইটেল খুজে পাচ্ছেন না, আবার ,ডাউনলোড দরকার।
এসব বিরক্তিকর সমস্যা সহজেই দুর করা সম্ভব যদি আপনি প্রথমবার মুভি ডাউনলোডের সময় সাবটাইটেল ট্রাকটি একটা বিশেষ সফটওয়ার দিয়ে মুভিটির সাথে সেভ করে নেন, তাহলে এই ঝামেলা আর থাকবে না। যখনই দেখুন না কেন, মুভির সাথে সাথে সাবটাইটেলও চালু হবে
প্রথমে সাবটাইটেল যুক্ত করার জন্য এই সফটওয়ারটি ডাউনলোড করুন। এরপর আনজিপ করে সেটআপ দিন।
এবার নিচের ছবিতে দেখানো ক্রমানুসারে নিচের ধাপগুলি অনুসরন করুনঃ
আপনার কাজ শেষ, মুভিটির নতুন ফরম্যাট হলো .mkv যা আপনি vlc প্লেয়ার দিয়ে চালাতে পারবেন। এভাবে সাবটাইটেল যুক্ত করার ফলে মুভির কোয়ালিটির কমে যাবে না।
আমার টিইনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেলনা
আমি "কর্নেল তাহের"। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার একটি কবিতার সাইট আছে যার সব কবিতা আমার লেখা।সাইটটি হল www.penclub.co.cc আর আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সেরা হোষ্টিং সার্ভিস হল www.ehothost.com
সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রেই টাইমিং মিলেনা 🙁
এ জন্যে যে সকল প্লেয়ারে সাবটাইটেল ডিলে বারানো কমানোর অপশন আছে, সেগুলোতে সাবটাইটেল ব্যবহার করে মজা পাওয়া যায়।