মুভিপ্রেমীদের জন্যঃ যেকোন মুভিতে সাবটাইটেল যুক্ত করুন খুব সহজে

আমরা সবাই প্রায় মুভি দেখি, সাথে অনেকেই মুভি ডাউনলোডের সময় সাবটাইটলও ডাউনলোড করি, মুভিটা ভালোভাবে বুঝার জন্য। অনেকের আবার মুভি সংগ্রহে রাখার বাতিক, সাথে হয়ত অনেকেই সাবটাইটেলসহ একই ফোল্ডারে মুভি সেভ করে রাখেন। এরপর মুভি দেখার সময় আবার প্লেয়ারের সাবটাইটেল ফাইল ব্রাউজ করে দেখতে হয়। আবার অনেক সময় দেখা যায়, যে সাবটাইটেল খুজে পাচ্ছেন না, আবার ,ডাউনলোড দরকার।

এসব বিরক্তিকর সমস্যা সহজেই দুর করা সম্ভব যদি আপনি প্রথমবার মুভি ডাউনলোডের সময় সাবটাইটেল ট্রাকটি একটা বিশেষ সফটওয়ার দিয়ে মুভিটির সাথে সেভ করে নেন, তাহলে এই ঝামেলা আর থাকবে না। যখনই দেখুন না কেন, মুভির সাথে সাথে সাবটাইটেলও চালু হবে

কিভাবে করবেন, নিচের ধাপ অনুসরন করুনঃ

প্রথমে সাবটাইটেল যুক্ত করার জন্য এই সফটওয়ারটি ডাউনলোড করুন। এরপর আনজিপ করে সেটআপ দিন।

এবার নিচের ছবিতে দেখানো ক্রমানুসারে নিচের ধাপগুলি অনুসরন করুনঃ

undefined

  • ১. যেহেতু সফটওয়ারটি সেটআপ দেয়া হয়েছে, এখন ডেক্সটপ এর শর্টকাট অথবা স্টার্ট বাটন থেকে MKVmerge GUI এ ক্লিক করুন। যে মুভির সাথে সাবটাইটেল যুক্ত করবেন, তা হার্ডডিক্স থেকে লোকেশন ব্রাউজ করে দিন ADD বাটন এ ক্লিক করে। এরপর আবারও ADD এ ক্লিক করুন, এবার সাবটাইটেল ফাইলটা (.srt format) ব্রাউজ করে দিন হার্ডডিক্স থেকে।

    যেকোন মুভির জন্য সাবটাইটেল পেতে পারেন, নিচের সাইটগুলি থেকেঃ

  • ২. ছবিতে খেয়াল করুন, মুভির লোকেশন আর সাবটাইটেল লোকেশন ব্রাউজের ফলে ৩টা ফাইল দেখাচ্ছে, ৩নংটা হলও সাবটাইটেল ফাইল, এটাকে কার্সর দিয়ে সেলেক্ট করে, সাবটাইটেলের ভাষাটা নির্বাচন করুন Language এ ক্লিক করে।
  • ৩. এবার Output File এর নিচের বক্সে লোকেশন ব্রাউজ করে দিন, যেখানে সাবটাইটেল যুক্ত হওয়া মুভিটি সেভ করতে চান।
  • ৪. এবার Start Muxing এ ক্লিক করুন। মুভিটে সাবটাইটেল যুক্ত হওয়া শেষ হলেই OK বাটনে ক্লিক করুন।

আপনার কাজ শেষ, মুভিটির নতুন ফরম্যাট হলো .mkv যা আপনি vlc প্লেয়ার দিয়ে চালাতে পারবেন। এভাবে সাবটাইটেল যুক্ত করার ফলে মুভির কোয়ালিটির কমে যাবে না।

আমার টিইনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেলনা

Level 0

আমি "কর্নেল তাহের"। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার একটি কবিতার সাইট আছে যার সব কবিতা আমার লেখা।সাইটটি হল www.penclub.co.cc আর আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সেরা হোষ্টিং সার্ভিস হল www.ehothost.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রেই টাইমিং মিলেনা 🙁
এ জন্যে যে সকল প্লেয়ারে সাবটাইটেল ডিলে বারানো কমানোর অপশন আছে, সেগুলোতে সাবটাইটেল ব্যবহার করে মজা পাওয়া যায়।

    আপনি যদি সঠিক রিলিজের নাম জানেন,মানে যে রিপার এবং কিসের থেকে রিপ করেছেন তা জানেন তাহলে সময় তেমন একট সমস্যা হওয়ার কথা না।এই ব্যাপারে ডিটেইলসে বলতে গেলে এই টিউনের চেয়ে বড় হয়ে যাবে।আরেকটা সাবটাইটেলের টাইম ডিলের ব্যাপারটা আগে জানতাম না।আপনারে কাছে নতুন একটা জিনিস শিখলাম।আর কর্নেল তাহের ভাই থেকে শিখলাম সাবটাইটেল কিভাবে যোগ করে এই ব্যাপারটা।আমার সবচেয়ে পছন্দের রিপার গ্রুপ 300mbunited এরা কিভাবে মুভির সাথে সাবটাইটেল মাক্সড্‌ করত আজকে বুঝলাম।যাই হোক তন্ময় ভাই আর তাহের ভাই দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

    Level 0

    টাইমিং সব সময় মিলবে, মুভি ফাইল এর Properties এ Frame Rate দেখুন। সাধারনত, Frame Rate 23/25/29 থাকে। তাই Frame Rate দেখে সাবটাইটেল নামান, টাইমিং এ গোলমাল হবে না।

    ধন্যবাদ একটি ভাল টিউনের জন্য।
    ফ্রেম রেট এক থাকলেও অনেক সময় দেখা যায়, যে সাব-টাইটেলের সাথে মুভির শুরু হওয়াটা মিলে না, যার কারনে ডিলে অপশনটাই বেছে নিতে হয়।
    এব্যাপারে একটি বিস্তারিত টিউন করেছিলাম দেখতে পারেন এখানে

ভাই জটিল লিখছেন।

সময় কি অটোমেটিক মেইনটেন হবে??

Level 0

দেখি কেমন কাজ হয়!

ট্রাই করে দেখলাম।
আসলেই জটিল। 🙂

there are many important thing we should think for understand of our corrupt world.i want to request if some one can bangla dabbed of those video………(this is very serious this)
http://www.youtube.com/watch?v=TrZ14NRbT-s&feature=related
http://www.youtube.com/watch?v=6Dys3xE2Bnk&feature=related
http://www.youtube.com/watch?v=MQfstHYZZlE
http://www.youtube.com/watch?v=npIKCtBhb7k&feature=related

Level 0

আইজ রাইতেই টেরাই মারুম

টাইম ডিলে আমিও ট্রাই করেছি। ভাল। কিন্তু অনেক সময় ঠিকভাবে করা সম্বব হয় না। আর অনেক সময় মুভি টাই দুই ভাগে আলাদা থাকে সে ক্ষেত্রে কী করব?