Word এও browser এর মতো tabs ব্যবহার করুন!!-আমার প্রথম টিউন :)

প্রথমেই টিউনটির সার্বিক অব্যবস্থাপনার জন্য ক্ষমা চাচ্ছি। এটা আমার প্রথম টিউন, তাই মার্জনা-তো আমার প্রাপ্য-ই, না? 😀

MS Word এ একাধিক file এ একসঙ্গে কাজ করতে গেলে বারবার window switch করাটা মোটামুটি বিরক্তিকর। তাই Officetab সফটওয়্যারটি Word, PowerPoint ও Excel এ web browser এর মতোই প্রতিটা ফাইলকে একই window তে আলাদা আলাদা tab এ show করে। এতে সময় ও বিরক্তি অনেকটাই কমে যায়।

নিচের screenshot টি দেখেই বুঝতে পারবেন এর ব্যবহার।

OfficeTab

যাদের দরকার তাদের যদি সাহায্য হয়ে থাকে তবে খুশি হব। সাইজ: ৫.৩৩ মেগাবাইট

আরেকটা কথা, প্রবাসী ভাইয়া এবং পুদিনা পাতা ভাইয়া-ই আমার inspiration । I am greatly grateful to them. প্রথম টিউনটি এই দুজনকে উৎসর্গ করছি।

ডাউনলোড

টিউন improve করার জন্য যে কোন উপদেশ দিলে খুশি হব। ভাল থাকবেন। 🙂

Level 0

আমি NUMB। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Fine.

    Level 0

    Thanks 🙂

আপনাকে টেকটিউনসে এর পক্ষ হতে welcome.

    Level 0

    আপনাকে আমার পক্ষ থেকে thanks 🙂

অনেক ধন্যবাদ।সুন্দর টিউন হয়েছে।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ ভাইয়া 🙂

প্রথম টিউন হিসেবে বেশ ভালো হয়েছে বলা যায়।তবে আরেকটু বিস্তারিত লিখবেন,মানে লিখার সময় মাথায় রাখবেন এইখানে সবাই একদম নতুন।কম্পিউটার সম্পর্কে কিছুই জানে না।এতে আপনার একটু কষ্ট হলেও সামগ্রিকভাবে সবার উপকার হবে,সবাই সহজে বুঝতে পারবে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    Level 0

    এরপর থেকে ভাল করার চেষ্টা অবশ্যই করব। অনেক ধন্যবাদ ভাইয়া 🙂

thanks

    Level 0

    my pleasure 🙂

অনেক ধন্যবাদ কাজে লাগবে

    Level 0

    আপনাকেও ধন্যবাদ 🙂

it was great and all awesome…………
Thanks Boss, keep it up!!!!

    Level 0

    yo amigo, anytime… keep cool \m/

ভাল টিউন, টেকটিউন্সে আপনাকে নিয়মিত হওয়াটা আশা করি।ধন্যবাদ।

    Level 0

    এমন inspirational comment এর পর নিয়মিত হওয়ার চেষ্টা অবশ্যই করব। আপনাকেও ধন্যবাদ 🙂

খুব ভাল হয়েছে।

    Level 0

    ধন্যবাদ ভাইয়া 🙂

আমি ওপেন অফিস ব্যাবহার করছি। আমার কি কাজে লাগবে এটি? একসময় বিরক্ত হয়ে এটাই ভাবতাম। এখন দেখি এটি সত্যিই আছে। আগামীতে টিউনগুলো বিস্তারিত দেয়ার চেষ্টা করবেন।

    Level 0

    আমি-তো ওপেন অফিস ব্যবহার করি নি তাই নিশ্চিত ভাবে বলতে পারছি না। 🙁 তবে officetab এর ওয়েবসাইটে লেখা আছে যে ব্যবহার করা যাবে। অনেক ছোট সফটওয়্যার-তো, আপনি একটু ডাউনলোড করে দেখুন?

    আগামীতে বিস্তারিত দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ 🙂

অনেক সুন্দর টিউর হয়েছে। এই টাইপের ছোট ছোট টিপস্ অনেক কাজের। ধন্যবাদ টিউনের জন্য আপনাকে।

    Level 0

    অনেক ধন্যবাদ ভাইয়া 🙂

আমি আগেও এই ধরনের একটা সফট ইউস করতাম ‘অফিস ট্যাব’ নামে,প্রথম ফ্রি ছিল এখন কিনতে হয়,
যাই হোক আমার কিন্তু এই ধরনের সফট ভাল লাগে তাই আপনারটা ডাউনলোড করে নিলাম।
ধন্যবাদ সুন্দর সফটটি শেয়ার করার জন্য।

    Level 0

    এখানে crack টি দেয়া আছে। crack folder এর সবকয়টি ফাইল copy করে installed folder-এ paste করুন।

    আপনাকেও অনেক ধন্যবাদ 🙂

down load করলাম। জটিল জিনিস দিলেন। ছোটখাট জিনিস বটে কিন্তু প্রফেশনালদের জন্য খুব কাজের। অসাধারন পোষ্ট।

    Level 0

    অনেক ধন্যবাদ আপনাকে এত্ত সুন্দর মন্তব্যের জন্য। 🙂

Level 0

thnx 4 sharing bro, onek upokar holo amar