প্রথমেই টিউনটির সার্বিক অব্যবস্থাপনার জন্য ক্ষমা চাচ্ছি। এটা আমার প্রথম টিউন, তাই মার্জনা-তো আমার প্রাপ্য-ই, না? 😀
MS Word এ একাধিক file এ একসঙ্গে কাজ করতে গেলে বারবার window switch করাটা মোটামুটি বিরক্তিকর। তাই Officetab সফটওয়্যারটি Word, PowerPoint ও Excel এ web browser এর মতোই প্রতিটা ফাইলকে একই window তে আলাদা আলাদা tab এ show করে। এতে সময় ও বিরক্তি অনেকটাই কমে যায়।
নিচের screenshot টি দেখেই বুঝতে পারবেন এর ব্যবহার।
যাদের দরকার তাদের যদি সাহায্য হয়ে থাকে তবে খুশি হব। সাইজ: ৫.৩৩ মেগাবাইট
আরেকটা কথা, প্রবাসী ভাইয়া এবং পুদিনা পাতা ভাইয়া-ই আমার inspiration । I am greatly grateful to them. প্রথম টিউনটি এই দুজনকে উৎসর্গ করছি।
টিউন improve করার জন্য যে কোন উপদেশ দিলে খুশি হব। ভাল থাকবেন। 🙂
আমি NUMB। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Fine.