ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের অসংখ্য উপায় আছে। তবে এখন আর এক্সটেন্ডেড সফটওয়ার দিয়ে ডাউনলোড করতে ভালো লাগেনা। মানে ব্যাপারটা এমন যে, ওই ফ্লাশ ফাইল গুলো ও তো একটা ডাউনলোডেবল ফাইল? তাহলে কেন আমি খামাখা আলাদা একটা ডাউনলোড ম্যানেজার ব্যবহার করবো? আপনার ফায়ারফক্সেই এমন কিছু এড অন আছে যা ইউজার ফ্রেন্ডলি। যেমন ধরুন, YouTube Video Downloader, Easy YouTube video downloader, Video download helper… etc. কিছু এড অন শুধু ইউটিউবের ফ্লাশ ফাইলগুলো ডাউনলোডে সহায়তা করে, আবার কিছু এড অন আছে যেকোন সাইটের ফ্লাশ ফাইল ডাউনলোডে সাহায্য করে। আপনি এড অন থেকে শুধু Youtube লিখে সার্চ দিলেই লিস্ট পেয়ে যাবেন। এইসব এড অন আপনার ইউটিউব পেইজ (ভিডিও এর আশে পাশে, উপরে নিচে, কোনায় কানায় ) এ নতুন ডাউনলোড লিঙ্ক সংযোজন করে।
“ফ্লাশগট” (Flashgot) নামের আরেকটি মারাত্মক এড অন এর নাম নিশ্চয় শুনেছেন? এটি একটি পেইজ এ সংযুক্ত সকল প্রকার ফাইল ডাউনলোড করতে সাহায্য করে। পেইজ এ রাইট বাটন এ ক্লিক করে “ফ্লাশগট মিডিয়া” তে ক্লিক করলেই চলে, আপনাকে সরাসরি ডাউনলোডার এ নিয়ে যাবে।
কিছুদিন আগে একটি সাইট পেয়েছিলাম যেখানে শুধু ইউটিউবের ভিডিও লিঙ্ক সাবমিট করলে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়। অবশ্য এর জন্যে আপনার অপারেটিং সিস্টেমে জাভা রানটাইম এনভায়রনমেন্ট ইন্সটল করা থাকতে হবে। সাইট ইউআরএলঃ http://kissyoutube.com, বর্তমানে পরিবর্তিত নামঃ http://saveyoutube.com
যাই হোক, kissyoutube.com | saveyoutube.com এইখানে ঢুকার পর, সরাসরি ভিডিও লিঙ্ক পেস্ট করে ডাউনলোড লিঙ্ক নিয়ে নিতে পারেন অথবা, যদি আপনার ভিডিও লিঙ্কটি এমন হয়ঃ http://youtube.com/watch?v=E03zwbGaX40 ; আপনি youtube আগে save অথবা, kiss সংযোজন করে দিয়ে ডাউনলোড লিঙ্ক পেতে পারেন। ব্যপারটা এরকমঃ http://kissyoutube.com/watch?v=E03zwbGaX40 অথবা, http://saveyoutube.com/watch?v=E03zwbGaX40
আর যদি আপনি উবুন্টু ইউজার হয়ে থাকেন তাহলে, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ও ডাউনলোড করতে পারবেন। ব্রাউজার এ কোন ফ্লাশ ফাইল চলার সময় সেই ফাইল টা খনিকের জন্যে টেম্পরারি (file system/tmp/) ফোল্ডারে সংরক্ষিত হয়। অতএব সেক্ষেত্রে, আপনি ইউটিউবে সরাসরি ব্রাউজারে ভিডিও দেখলেও আপনি ইউটিউব ট্যব ক্লোজ না করা পর্যন্ত /tmp ফোল্ডারে ভিডিও ফাইলটা পাচ্ছেন। উইন্ডোজে ও এই পদ্ধতি আছে, তবে ফোল্ডার পাথ মনে নেই, খুঁজে নিয়েন 😛
এখন আপনি-ই ভেবে দেখুন, এক ক্লিকে নরমাল ফাইল সমূহের ন্যায় ডাউনলোড সম্পাদন করবেন নাকি, “অমুখ” ইউটিউব ভিডিও ডাউনলোডার, “সমুখ” ইউটিউব ভিডিও ডাউনলোডার খুলে, অতঃপর “এড নিউ লিঙ্ক” নির্বাচন করে সাধারণ স্পীড এ ভিডিও ডাউনলোড করবেন…
আমি তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এক বৃত্তান্তহীন জীবনের মালিক।
“ফ্লাশগট” এর একটা লিংক দিবেন?