অনেকদিন আগে থেকে উইন্ডোজ সেভেন নিয়ে টিপস এবং ট্রিকস নিয়ে টিউন করা শুরু করেছি। ইতোমধ্যে ৩টি টিউন করা হয়েছে এবং আরো টিউন আসছে। তবে আমি এই সিকোয়েন্সটা হয়ত এক জায়গাতে সমস্যা বাঁধিয়েছিলাম। সেটি হল কখনই ডাউনলোড করার ব্যাপারে কোন টিউন দেই নি।
কারণ তখন পাবলিক ডাউনলোড রিলিজ করা হয়নি। তবে আশার কথা হচ্ছে উইন্ডোজ সেভেনের রিলিজ ক্যান্ডিডেট - আরসি এখন মাইক্রোসফটের সাইটে অফিসিয়ালি রিলিজ করা হয়েছে। এটি মূলত মাউক্রসফটের কাস্টমার রিভিউ প্রোগ্রাম। এবং এটি ডাউনলোড করা যাবে জুন ২০০৯ হতে। তবে আপনি চাইলে এখনি আপনার এ্যাকটিভেশান কী টি নিয়ে রাখতে পারেন। বলা যায় না সময় অতিবাহিত হবার সাথে সাথে হয়ত ট্র্যাফিক বেড়ে যেতে পারে।
উইস্ডোজ সেভেন আরসি চালু হবে ১লা মার্চ ২০১০ এবং এটি এক্সপায়ার হবে ১লা জুন ২০১গ সালে। এক্সপিরেশানের পরে প্রতি দুই ঘন্টা অন্তুর অন্তুর আপনার পিসি শাটডাউন হয়ে যাবে।
1. Internet access (to download Windows 7 RC and get updates)
A PC with these system requirements:
৩২ বিট এবং ৬৪ বিটের উইন্ডোজ সেভেন আরসি রিলিজ হয়েছে ৫টি ভাষায় -
তথ্য সূত্র : Windows7center
বিস্তারিত জানতে : মাইক্রোসফটের সাইটে
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
মাইক্রোসফট ঘোষনা দিল উইন্ডোজ ৭ আর সি ভার্সন আগামী বছর ১০ই জুন পর্যন্ত চলবে তারপর থেকে ২ঘন্টা পরপর অফ হয়ে যাবে। এটা আমাদের জন্য দুঃসংবাদ। কেউ কোনো সমাধান পেয়েছেন কি? টিন টিন ভাই আমার সালাম নিবেন।
ওদের ওয়েবসাইট থেকে নামাতে গেলে প্রাই করাপ্ট হয়। আমার এর আগের বার ও হয়েছিল এবং এবার ও হয়েছে। ” the file has changed on the server and you have to donwload a fresh copy” 50% হ্য়ার পর Resume করতে গিয়ে যদি এই কথা বলে তাহলে কেমন লাগে?
তাই বাধ্য হয়ে টরেন্ট এর শরণাপন্ন ই হতে হল।