প্রোগ্রামিং ক্লাসের ফাঁকে দেখা মিললো এদের

প্রোগ্রামিং ক্লাসের সময় আমার এক সহকর্মীর চোখে পড়লো এই ৪টি লক্ষ্মী পেঁচা এবং তাদের মায়ের। রুমে এসে আমাকে বলতেই আমি দৌড়ে গেলাম পঞ্চম তলায়। জানালা দিয়ে উকি মেরে প্রথমেই দেখতে পেলাম এদের মাকে। হিংস্র চোখে আমার দিকে তাকালো। একটু সাহস করে মোবাইলের ক্যামেরা অন করে জানালা দিয়ে হাত বাড়িয়ে দিলাম। কোন রকম একটা ঠোকর মাড়লেই কিন্তু আমার মোবাইলটি ৫ তলা থেকে একদম নিচে। একবার ঠোকর মাড়তেও গিয়েছিলো; কিন্তু আমি সাথে সাথে আমার হাতদুটি ভিতরে নিয়ে আসি। প্রিয় শিক্ষার্থীরা বললো “স্যার পাশের রুমে আরও ৪টি আছে।” আমি দৌড়ে ৫০৮ নাম্বার কক্ষে চলে গেলাম। এসির কম্প্রেসার আর বিল্ডিং এর দেওয়ালের মাঝে চোখ যেতেই নজরে পড়ে গেলো সেট ৪টি বাবু লক্ষ্মী পেঁচার। এতো সুন্দর ভিউ আমি আগে কখনো দেখিনি। তাই এদের ভিউটাকেও ক্যামেরাবন্ধি করার লোভ সামলাতে পারলামনা। আমার ক্যামেরাবন্ধি করা এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা হয়তো ভাবতে পারেন টিউটোরিয়াল দেবার মাঝে এইটা আবার কি দিলেন। কিছু মনে করবেননা আমার কাছে ভালোলাগা টিউটোরিয়াল গুলি আপনাদের মাঝে শেয়ার করি। ক্লাসের ফাঁকে নজরে পড়া এই অন্য রকম ভালোলাগাটিও তাই আপনাদের মাঝে শেয়ার করলাম, ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এই ৪টি বেবি লক্ষ্মী পেঁচা এবং তাদের মা দেখতে কতোটাইনা সুন্দর ছিল।

Level New

আমি Albert Subir Mondal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস