বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ !
সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম তাঁর বান্দা ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি, যিনি সমগ্র বিশ্বমানবতার নবী, নবীকূলের শিরোমনি সৃষ্টিকুলের রহমত ও কল্যাণের প্রতীক। মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর এবাদাত বন্দেগীর উদ্যেশ্যে। সেই এবাদত এর অন্যতম একটি হল নামাজ আদায় করা। তাই সঠিকভাবে নামাজ আদায় করতে হলে সঠিক পদ্ধিতে আদায় করতে হবে। না হয় আমাদের এবাদত কবুল হবে না।আমাদের অনকে বন্ধু আছেন যারা নামাজের সঠিক পদ্ধতি জানেন না । আজ সে সব বন্ধুদের জন্য নিয়ে এলাম সহীহ নামাজ শিক্ষা। এ বইটিতে আপনি যা যা জানতে পারবেন তা নিম্ন রুপঃ
০১। নামাজ সম্পর্কিত জরুরী কিছু আলোচনা (কোরআন ও হাদীসের আলোকে)।
০২। নামাজের ফযীলত।
০৩। তাহারাত (পবিত্রতা) ওজু ও গোসলের মাসআ’লা।
০৪। ফরয নামাজ
০৫। নামাজ যে ভাবে আদায় করবেন।
০৬। জামাতের সহিত নামাজ।
০৭। জুমআ’র নামাজ।
০৮। মুসাফিরের নামাজ।
০৯। মাসনূন যিকরসমূহ
১০। সুন্নত নামায
এ বইটি প্রতিটি মুসলমান নর-নারীর জন্য অবশ্যই পাঠনীয়। বইটি যদি আপনাদের উপকারে লাগে তবেই আমার এ প্রচেষ্টা সফল হবে বলে আমি মনে করি।
আগ্রহীগণ এই লিন্ক হতে বইটি ডাউনলোড করতে পারবেন। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজেকর টিউনস শেষ করছি। ভাল থাকুন!
আমি ইলিয়াস আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 396 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইলিয়াস আহমেদ, তথ্য প্রযুক্তি ভালবাসি.নিজেকে সবসময় তথ্য প্রযুক্তির মাঝে ডুবিয়ে রাখতে চাই, আশাকরি আপনাদের মাঝে নিয়মিত থেকে অনেক কিছু জানাতে এবং জানতে পারব ।
ভাই খুব ভাল একটা কাজ করেছেন ধন্যবাদ ।