কেমন আছেন সবাই বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে ফেসবুকের অটোমেটিক ভাবে ফ্রেন্ড এ্যাড করার সফটওয়্যার Facebook Blaster Pro এর কথা বলেছিলাম।আশা করি সফটওয়্যারটা অনেকের কাজে লেগেছে।আজ আমি সেই ধরনের Twitter,Myspace,YouTube ও Bebo এর কিছু জটিল মার্কেটিং সফটওয়ার উপহার দিব।যে সব সফটওয়্যার দিয়ে আপনি আপনার মার্কেটিংকে আরো বাড়াতে পারেন।তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কি কি আছে আমার আজকের টিউনে।
প্রথমেই বলে রাখি এই সফটওয়্যার গুলোর ব্যবহার ঠিক "ফেসবুক ব্লাস্টার প্রো" সফটওয়্যারের মত।তাই কিভাবে ব্যবহার করবেন তা জানার জন্য আপনরা ঘুরে আসতে পারেন আমার আগের এই টিউন এ।
ফেসবুকের পর আমরা যে সোসিয়াল নেটওয়ার্কিং সাইট সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে তা হলো টুইটার।আর আপনারা এই সফটওয়্যারের নাম শুনেই হয়তো বুঝতে পারছেন যে এটির কাজ হলো Twitter কে নিয়ে।এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি Twitter এ অটোমেটিক ভাবে Following করতে পারেন
অটোমেটিক ভাবে সবাইকে Message পাঠাতে পারবেন।যেহেতু আমরা জানি অন্যান দেশে কিন্তু টুইটারের জনপ্রিয়তা অনেক উপরে।আর আপনার কোন পণ্য বা ওয়েব সাইটের প্রচার প্রাচারণার কাজ আপনি টুইটারে খুব সহজেই করতে পারেন।তাই যদি আপনি টুইটার ব্যবহার করে থাকেন তাহলে একবার ব্যবহার করেই দেখুন।আশা করি সবাই উপকারীতা পাবেন।
টুইটার এর পর আমরা সবাই বেশি ব্যবহার করি মাইস্পেস,এটাও আপনার সোসিয়াল মার্কেটিং করার জন্য অন্যতম স্থান।আপনি আপনার সকল মার্কেটিং এর বিষয় গুলোকে এই সোসিয়াল নেটওয়ার্কের আওতায় এনে তাদেরকে সহজেই প্রমোট করতে পারেন।তাই অনেকের কাছে মাইস্পেস মার্কেটিং এর জন্য তীর্থস্থান বলে থাকে।আর আপনি এই তীর্থস্থানে খুব স্বাছন্দে পদচারণা করতে পারবেন Myspace Friend Bomber সফটওয়্যার দিয়ে।
এই সফটওয়্যারের মাধ্যমে আপনি অটোমেটিক ভাবে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারেন,সব ফ্রেন্ডকে একসাথে মেসেজ পাঠাতে পারেন,সবাইকে অটোমেটিক ভাবে কমেন্ট ও তাদেরকে পোস্ট করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে।
আমরা সবাই কোন কোন কাজে ইউটিউব ব্যবহার করে থাকে।সেটা হতে পারে কোন ভিডিও দেখার জন্য কিংবা নিজের টিউটোরিয়াল গুলো ভিডিও আকারে প্রকাশ করার জন্য।সেই সাথে নিজের সাইট বা পণ্যের ও প্রচারের জন্য আমরা ইউটিউব ব্যবহার করে থাকে।আর সেই প্রচার প্রচারণাকে আরো গতিশীল করতে আপনি ব্যবহার করতে পারেন YouTube Blaster Pro
এই সফটওয়্যারের মাধ্যমে আপনি অটোমেটিক ভাবে ইউটিউবে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারেন।অটোমেটিক ম্যাসেজ পাঠানো সহ আপনি চাইলে অটোমেটিক ভাবে কমেন্ট ও করতে পারেন
যদিও আমরা অনেকে এটা বেশি একটা ব্যবহার করি না তার পর ও এর জনপ্রিয়তা কিন্তু অনেক সোসিয়াল মার্কেটিং এর জন্য
আপনি Bebo Blaster Pro সফটওয়্যার দিয়ে বেবতে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারেন।অটোমেটিক ম্যাসেজ পাঠানো ছাড়াও আপনি অটোমেটিক ভাবে কমেন্ট ও করতে পারবেন অন্যের স্ট্যাটাস এ।
এতক্ষণ তো গেলো সফটওয়্যারের সাথে পরিচিত হতে ।এবার আসুন ডাউনলোড করি সবগুলো সফটওয়্যার একসাথে।আপনি সব গুলো সফটওয়্যারের সাথে সিরিয়াল কী পাবেন।সেগুলো দিয়ে একটিভ করে নিন আপনার সফটওয়ার গুলো আর বাচান ১১ হাজার টাকা।
আমি খুবই দু:খিত কারন আমি আজ কোন ভাবেই মিডিয়া ফায়ার এ আমার সফটওয়্যার গুলো আপলোড করতে পারি নাই।তাই আমি অন্য একটা ফাইল হোস্টিং সাইটে আপলোড করলাম।পেজটি ওপেন হবার পর আপনার নিচের দিকে দেখতে পাবেন ডাউনলোড লিংক।চিত্রের মাধ্যমে দেখানো হলো,
তো আশা করি সবার কাছে সফটওয়্যার গুলো ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে
আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hum……………ভালোই লিখলেন। আমার কোন কাজে আসবেনা 🙁 ইশ ফেসবুকে যদি ফ্রেন্ড বানানোর কোন সফট থাকতো!