ডাউনলোড করে নিন EASEUS Data Recovery Wizard 11.8 সর্বশেষ ভাসন

EASEUS Data Recovery Wizard 11.8 সর্বশেষ ভাসন

আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন।যখন কোন ডেটা আমরা আমাদের প্রয়োজনীয় কোন ডিভাইস থেকে ডিলেট করে ফেলি তখন তা আমরা দেখতে পাই, যে তা রিসাইকেলবিন অথবা ট্রেস এ চলে যায় এবং আমরা ডিলেট করে ফেললে সে ফাইলটি ট্রেস এ রিসাইকেলবিন এ দেখতে পারি এবং রিসাইকেলবিণে যদি ফাইলটি থেকে থাকে তাহলে আমরা সে ফাইলটি আবার রিকভারি করতে পারি। আর যখন কোন ফাইল আমরা সম্পূর্নভাবে ডিলেট করে দেই তখন আসলে ফাইলটির একটি রেফারেন্স ফাইল হার্ডডিস্কে থেকে যায় এবং ফাইলের ফাইল হেডারটি প্রকৃত পক্ষে ফাইল যে লোকেশন থেকে ডিলিট করা হয়েছে সেখানেই অবস্থান করে।এর মানে হচ্ছে ফাইলটি কম্পিউটার থেকে ঠিকই চলে যায় কিন্তু কম্পিউটার হার্ডডিস্ক থেকে সেটি আর রিড করতে পারে না। কিন্তু সেটি হার্ডডিস্কে ঠিকই থাকে,যতক্ষন পর্যন্ত না ঠিক একই লোকেশনে অন্য কোন ফাইল সেভ হয়। অর্থাৎ আপনি যখন কম্পিউটার থেকে একটি ফাইল ডিলিট করে দেন,ডেটা রিকভারী সফটওয়্যারের সাহায্যে আপনি আবার সে ফাইল,হেডার রিড করতে পারেন এবং সেইম লোকেশনে যদি অন্য কোন ফাইল সেভ করা না হয়ে যায়,তাহলে সে ফাইলকে আবার ফিরিয়ে আনা সম্ভব।

EaseUS অসাধারন ডেটা রিকভারী

আপনার ফরমেটেড অথবা হরিয়ে যাওয়া যেকোন ডেটা আার ফিরিয়ে আনতে পারবেন আপনার লেপটপ বা রিমুভাল ডিভাইস থেকে খুব সহজে এবং খুবই তাড়াতাড়ি। EaseUS  ডেটা রিকভারী সফটওয়্যার দিয়ে আপনি মাত্র তিনটি ধাপেই আপনার ফরমেটেড ডেটা অথবা হারিয়ে যাওয়া ফাইল খুব সহজেই নিখুতভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। জাস্ট প্রোগ্রাম লন্চ করে এবং আপনি যে লোকেশনে ডেটাটি খুজঁতে চাচ্ছেন সেখানে স্ক্যান করে এবং রিকভারী বাটনে ক্লিক করেই আপনি আপনার প্রয়োজনীয় ডেটা EaseUS ডেটা রিকভারী সফটওয়্যারের মাধ্যমে ফিরিয়ে আনতে পারেন।তাই আর দেরি না করে ডাউনলোড করে নিন।

Download EASEUS Data Recovery Wizard 11.8 

একটিভ করার নিয়ম দেখে নিনঃ

Level 2

আমি বেলাল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস