আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন,
আমি আল্লাহর রহমতে আলহুমদুলিল্লাহ ভালো আাছি, সবাই চায় কম বেশি একটু ভিডিও এডিট করতে, কিন্তু ভাল সফটওয়্যারখুজে পাচ্ছেন না বলে আর তা হয় না, তাই আমি আজ আপনাদের পরিচয় করিয়ে দিব ভিডিও এডিটিং এর এক নতুন সফটওয়্যার এর সাথে। এবং এই সফটওয়্যার নিয়া ধারাবাহিক টিউটোরিয়াল করবো। তো আমার সঙ্গেই থাকুন। এতক্ষন যে সফটওয়্যার এর কথা বলছি তা হয়ত আপনারা বুজে গিয়েছেন কারন টিউন টাইটেলে তো আছেই। আবারো বলছি এটা হলো Sony vegas pro 14 একদম লেটেস্ট ও আপগ্রেড ভার্সন। তো চলুন দেখে নেই এই সফটওয়্যার এর ফিচার সমূহ:
DOWNLOAD SONY VEGAS PRO 15 LINK
বিঃদ্রঃ একটি টিউন লিখতে যে কতোটা সময় ও কতটা ঘাটাঘাটি করতে হয়, তা কেবল যে টিউন লিখে সেই জানে। তাই বলছি দয়া করে টিউনটি কপি করবেননা। একান্তই যদি কপি করতে হয় তবে টিউনারের নাম ও টেকটিউনস এর লিংক উল্যেখ করবেন। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে পরের টিউনে খোদা হাফেজ।
আমি বেলাল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।