ইদানিং দেখছি কোয়ালিটি টিউন খুজেই পাওয়া যাচ্ছে না। আর হইলেও দুই-একটা! এর কারন কি? আশা করি সবাই টিউন করে প্রানবন্ত করে তুলবেন টেকটিউনস কে।
বর্ষার দিনে যখন বৃষ্টি হয় নিশ্চই আপনার তখন ছুয়ে দেখতে মনে চায়? টিনের চালে বৃষ্টির শব্দ কখনও শুনে দেখেছেন? এটা এমনই শ্রুতি মধুর রিমঝিম শব্দ যা ইট কাঠের দালানে কখনও অনুভব করা সম্ভব না। শুধুই কি বৃষ্টির শব্দ? সাথে আছে বজ্রপাতের শব্দ,বিদ্যুৎ চমকানো আরও কত কি! আর এসব কিছুই সৃষ্টি কর্তার অপার লীলা খেলা।
আমার এত ভুমিকার প্রধান কারন হলো বৃষ্টির যে মাধুর্য্য তা ফুটিয়ে তোলা। আজকে আমি যে জিনিষের খোজ দিব তা দিয়ে আপনার কম্পিউটারেই দুধের স্বাধ ঘোলে মিটানোর মতো বৃষ্টির স্বাধ কিছুটা মিটাতে পারবেন। ভাবছেন কিভাবে? তাহলে চলুন দেখি কিছু ছবি।
মোট কথা আপনি যদি এই স্ক্রিন সেভারের সাথে পুর্ব পরিচিত না থাকেন তাহলে চমকাতে বাধ্য। আমি একবার কলেজে কম্পিউটার ল্যাবে এটা চালু করেছিলাম। স্যার হঠাৎ করে বলে আরে কম্পিউটারে পানি ঢেলেছে কে? 😛 😛
বিন্দু বিন্দু পানির ফোটা ছাড়াও সাথে থাকছে বজ্রপাতের শব্দ, বিদ্যুৎ চমকানোর ঝলক ইত্যাদি।
Rainy Screen Saver 2.2। মাত্র ৭০০কেবি। সাথে দেয়া ক্র্যাক ফাইলে নিচের চিত্রের মতো Done বাটনে ক্লিক করে ফুল ভার্শন করে নিন।
আশা করি আপনাদের ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
যাক techtunes এ সাহিত্যের ছোঁয়া লেগেছে……………….techtunes ধীরে ধীরে প্রানবন্ত হয়ে উঠছে…………………..
অসীম ভালোবাসা রইলো……………………….