আশা করি সবাই ভালো আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি | আজ আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও এডিটিং সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব যেটির সাহায্যে খুব সহজেই আপনাদের ভিডিও এডিট করতে পারবেন।ভিডিও এডিট করার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে। যেমন Ulead media studio,adobe premiere pro, sony vegas pro,VirtualDub,Blender,ইত্যাদি। এর মধ্যে অনেক গুলোর জন্য একটি হাই কনফিগার পিসির প্রয়োজন। এনিমেশান ও ভিডিও এডিটিং এর জন্য একটু ভাল মানের কম্পিউটারই লাগে।কিন্তু যাদের লো কনফিগার পিসি ও যারা নতুন তাদের জন্য ওয়ান্ডার শেয়ার এর বেস্ট ভার্সন FILMORA একটি অন্যতম ভিডিও এডিটিং টুল। এটি একটি online installer সফটওয়্যার।
এই সফটওয়্যার এ যা যা সুবিধা পাচ্ছেনঃ
--FILMORA দিয়ে আপনি সহজে স্লাইডশো,Text & Titles,Music Library,Overlays & Filters,Elements ইত্যাদি নিয়ে কাজ করতে পারেন।
সফটওয়ারটির সাইজ মাত্র ৯৯ মেগাবাইট।
-- এটিতে আপনি প্রায় সবধরনের ভিডিও ফাইল এডিট করতে পারবেন।
--সবচেয়ে বড়কথা এটা ব্যবহার করা So Easy.
ভিডিও এডিট করে যে দারুন মজা সেটা কেউ Filmora এডিট না করলে বুঝতে পারবেন না। ওয়ান্ডারশেয়ার ভিডিও এডিটর হল এমন একটি এডিটর যা দিয়ে আপনি সহজেই আপনার ভিডিও এডিট করতে পারবেন।
কিন্তু আমি আপনাদের জন্য Filmora Offline Installer Full Version দেব। তাই দেরি না করে এক্ষুনি ডাউনলোড করে নিন Filmora Offline Installer Full Version ।
DOWNLOAD LINK: Filmora Offline Installer
আমি বেলাল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।