হিমু মাজার এক চরিএ। একটা সময় আমার নিজে হিমুর অনেক ভক্ত ছিলাম। হিমুর এমন কোন বই ছিল না যা আমি পড়িনি । প্রতিবছর অপেক্ষা করতাম হিমুর একটা বইয়ের জন্য। মাঝে মাঝে আমার হিমু হতে ইচ্ছা করত। হিমু পড়েছে আর হিমু হতে ইচ্ছা করেনি এমন কেউ নেই। এবারত্ত বইমেলায় হিমুর নতুন বই এসেছে। অনেক খোজলাম নেট পাই নি না বইটার pdf ভার্শনে । অবশেষে পেয়ে গেলাম।
কি কভার পৃষ্টা দেখে পড়তে ইচ্ছা করছে। এখানে থেকে ডাউনলোড করুন
হুমায়ন আহমেদ এর আত্নজীবনী মূলক বই ফাউনটেনপেন। দিন দিন হুমায়ন আহমেদর এর লেখাগুলো যেন কেমন যেন হয়ে যাচ্ছে। আগের মত আমেজ নেই। লেখার মধ্যে একটা ব্যাবসা ব্যাবসা গন্ধ পাই। তবুত্ত পাড়তে ভাল লাগে। পাঠকদের যাদুর মত আকর্ষন করে রাখার ক্ষমতা আছে এই মানুষটার। আসলেই জাদু জানে এই মানুষটা । লেখার জাদু।হুমায়ন আহমেদর এর বই ফাউনটেনপেন ডাউনলোড করে পড়ে দেখতে পারেন নিজের জীবন কথা তুলে ধরেছেন
লেখাটি আগে প্রকাশিত হয়েছে আমার ব্লগ - তুসিনের জল-জোছনায়
আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]
ধন্যবাদ তুসিন ভাই।