রিমুভ করুন MS Word, Excel & PDF File এর পাসওয়ার্ড এবং একটি Key Logger হতে বাঁচার সফটওয়্যার

আজকে আবার হাজির হয়ে গেলাম আরো কিছু ছোট সফটওয়্যার নিয়ে। আমার আগের টিউনে আমি একটি পাসওয়ার্ড রিকভারী সফটওয়্যার দিয়েছিলাম। ওই সফটওয়্যারটি দিয়ে আমরা বিভিন্ন ফাইলের পাসওয়ার্ড রিকভার করকে পারতাম, মানে সফটওয়্যারটি প্রধানত বিভিন্ন কম্বিনেশন ব্যবহার করে একটার পর একটা পাসওয়ার্ড ট্রাই করে পাসওয়ার্ড রিকভার করত, কিন্তু এতে যে অনেক সময় লাগত তা আর বলার অপেক্ষা রাখে না। অনেক ক্ষেত্রে হয়ত দেখা যাবে যে, যিনি পাসওয়ার্ড দিয়েছেন তিনি ১২-১৪ অক্ষর দিয়ে পাসওয়ার্ড দিলেন, এক্ষেত্রে আপনাকে তা রিকভার করতে হয়তো মাসের পর মাস অপেক্ষা করতে হবে, যা সত্যিই খুব বিরক্তিকর।

কিন্তু এখন থেকে আপনাকে কমপক্ষে DOC, DOT, XLS, XLT, XLA, PDF এই ফাইলগুলোর পাসওয়ার্ড এর জন্য এত কষ্ট করতে হবে না, কারন আমি আজ যে সফটওয়্যারটা দেব তা দিয়ে আপনি এসব ফাইলের পাসওয়ার্ড রিমুভ করতে পারবেন, তাও ইন্সট্যান্টলি।

তো আর কথা না বাড়িয়ে চলুন সফটওয়্যারগুলোর কাজ সম্পর্কে জেনে নিই।

প্রথমেই আসছি Office Password Remover এর কথায়। এটি দিয়ে আপনি DOC, DOT, XLS, XLT, XLA, PDF এই ফাইলগুলোর পাসওয়ার্ড রিমুভ করতে পারবেন। এটির কাজও তেমন জটিল নয়। প্রথমে সেটআপ দিন। সেটআপ প্রসেস নিয়ে বলার মত কিছু নেই, একদমই সহজ। সেটআপ হয়ে গেলে, Patch ফাইলটি চালু করুন, এবার Patch বাটনে ক্লিক করুন এবং আপনি যেখানে সফটওয়্যারটি সেটআপ করেছেন তা দেখিয়ে দিন। ব্যাস হয়ে গেল Full Version, তবে হ্যাঁ Patch করার সময় সফটওয়্যারটি বন্ধ রাখবেন এবং Patch এর পরে খুলবেন, না হলে কিন্তু কাজ হবে না।

এবার কাজের কথায় আসি, সফটওয়্যারটি ওপেন করুন। একটি উইন্ডো আসবে এবং এতে আপনি আপনার ফাইলটি দেখিয়ে দিন যার পাসওয়ার্ড আপনি রিমুভ করতে চান। ফাইল সিলেক্ট করার জন্য একটি ফোল্ডারের মত বাটন আছে, আবার আপনি ফাইল মেনুতে গিয়েও আপনি করতে পারেন। ফাইল সিলেক্ট হয়ে গেলে এবার যে পাসওয়ার্ড রিমুভ করতে চান তার ডান পাশের Remove বাটনে ক্লিক করুন।

এবার সফটওয়্যারটি আপনাকে একটি মেসেজ দিবে যে, ইন্টারনেট অ্যাকসেস প্রয়োজন। Ok দিন। ভয় পাবার কিছু নেই, এটি খুবই অল্প ডাটা ইউজ করবে এবং বড়জোর ১৫ সেকেন্ড সময় নিবে (আমার ক্ষেত্রে আরও কম নিয়েছে এবং আমি কিন্তু মহান GP এর নেটই ইউজ করি)। দেখবেন আপনার পাসওয়ার্ড প্রটেক্টেড ফাইলের পাশেই আরেকটি ফাইল এসে গেছে এবং এ ফাইলটি আপনি খুলতে পারছেন এবং কোন ধরনের পাসওয়ার্ড ছাড়াই। তো নিচে দিয়ে দিলাম ডাউনলোড লিংক, চাইলে নামিয়ে নিতে পারেন।

ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?jymzoynniec

এবার আসি ২য় সফটওয়্যার এর কথায়। এই মহানের নাম PDF Password Remover। এটির কাজও আগেরটির মতই, শুধু ভিন্নতা হল যে এটি দিয়ে আপনি PDF ফাইলের পাসওয়ার্ড রিমুভ করতে পারবেন। অনেক সময়ই দেখা যায় যে, নেট থেকে ফাইল নামালাম কিন্তু এর প্রিন্ট বা কপি রেস্ট্রিকটেড করে দেয়া পাসওয়ার্ড দিয়ে, তখন এ মহাশয় আপনাকে এসব সমস্যার হাত তেকে বাঁচাবে।

এর ব্যবহারও তেমন কঠিন কিছু নয়। ইন্সটল তো আরো সহজ। প্রথমে ইন্সটল করুন। এবার সফটওয়্যারটি বন্ধ করে Patch ফাইলটিতে ক্লিক করুন এবং সফটওয়্যারটি দেখিয়ে দিন, ব্যাস কাজ শেষ, পেয়ে গেলেন Full Version।

এবার কাজের পদ্ধতিতে আসি। সফটওয়্যারটি ওপেন করুন। এবার Open PDF বাটনে ক্লিক করুন এবং আপনার ফাইলটি দেখিয়ে দিন। আর একটি উইন্ডো আসবে, এতে ফাইলটি কোথায় এবং কি নামে সেভ করবেন তা দেখিয়ে দিন, পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে। তো প্রয়োজন হলে ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?t1aramdstco

এবার আসছি HideFolderXP এর বেলায়, এটির কাজি তেমন বিস্তৃত নয়। এটি দিয়ে মূলত HideFolderXP সফটওয়্যারটি দিয়ে যেসব ফাইল Protect করতে পারবেন তার পাসওয়ার্ড খুলতে পারবেন। আমার কাছে HideFoldeXP সফটওয়্যারটি না থাকায় এটি পরীক্ষা করে দেখতে পারলাম না এবং সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। তবে কারো কারো দরকার হলেও হতে পারে তাই দিয়ে দিলাম।

ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?e9fvntytd0t

এবার সবশেষে আর একটি সফটওয়্যার দিচ্ছি। আমরা নানা সময় কম্পিউটার থেকে বিভিন্ন সাইটে লগ-ইন করি। এসময় আমরা Username এবং Password টাইপ করি। যদি আপনার কম্পিউটারে আপনার অজান্তে কেউ Keylogger দিয়ে দেয় তবে কি হবে একবার ভেবে দেখুন। সেজন্যই নিয়ে এলাম একটি ছোট কিন্তু কাযর্করী সফটওয়্যার যা আপনার টাইপ করা key stroke গুলোকে encrypt করে দেবে, ফলে key logger এ আবোল তাবোল key হিসাবে দেখা যাবে এবং যে দিয়েছে সে বুঝতেও পারবেনা যে আপনি কি টাইপ করছেন। এ সফটওয়্যারটির নাম key scrambler। এ সফটওয়্যারটি নিয়ে কয়েকদিন আগেও একটি টিউন হয়েছে। (তাহলে আমি আবার এটা নিয়ে টিউন করছি কেন?) তারপরও টিউন করার কারন যে, যিনি টিউন করে ছিলেন তিনি এর মূল সাইটটি থেকে ডাউনলোড করতে দিয়েছিলেন এবং সেখানে এটির Free version, Pro version and Premium version আছে। আপনি pay না করে কেবল Free টাই নামাতে পারবেন। তাই আমি এখানে আপনাদের Pro and Premium এর ডাউনলোড লিংকটাও দিয়ে দিচ্ছি। যিনি টিউন করেছিলেন তার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং এটাও বলতে চাই যে, ওনার টিউনকে খাটো করে দেখানোর বা ওনার টিউনের মান নষ্ট করা আমার লক্ষ্য নয় এবং আরো বলব যে, ওনার টিউন থেকেই আমি Pro and Premium টা পেয়েছি, তাই আমি ওনার কাছে কৃতজ্ঞ আর উনি ওনার টিউনে হ্যাকিং বিষয়ে নানা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি।

এটির ব্যবহারেও তেমন ঝামেলা নেই, প্রথমে ইন্সটল করুন। ইন্সটলের সময় দেখবেন firefox ওপেন হবে এবং আপনার কাছে Add On Install এর Premission চাইবে, Install করুন, Firefox এবং Computer দুটোই রিস্টার্ট দিন। ব্যাস কাজ হয়ে গেল। আমি 007 Spy দিয়ে এটা টেস্ট করে দেখেছি এবং এটা সত্যিই কাজ করে।


এটির Free এবং আরো দুই ধরনের Pro Version আছে। Free version টি দিয়ে আপনি শুধু Firefox আর Internet Explorer এর key stroke লুকাতে পারবেন। Pro Version গুলো দিয়ে আরো অনেক Browser বা Office এর key stroke ও লুকাতে পারবেন। আর মাঝে মাঝে পারলে এটি আপডেট করে নিন, কারন Keylogger সফটওয়্যারগুলোও তো আর বসে নেই!

ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?qq6v8c5bu8v4zx8

ভাবছেন এতগুলো সফটওয়্যার দিয়ে আপনি তো খালাস, ডাউনলোড করতে গিয়ে তো আমাদের জীবন শেষ, তাই বলছি এগুলোর সাইজ একদমই ছোট। Office Password Remover এর সাইজ মাত্র ১.২৪ মে.বা., PDF Passwrd Remover এর সাইজ ৪.৮৭ মে.বা. আর KeyScrambler এর সাইজ 3.7 মে.বা.।

তো আজ এ পযর্ন্তই রাখছি। আশা করি শীঘ্রই আপনাদের সাথে আবার কোন নতুন সফটওয়্যার নিয়ে হাজির হব।

আর আমি সবসময়ই যে কথাটা বলি যে, টিউন ভালো বা খারাপ যাই লাগুক না কেন গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না, কারন আপনাদের উৎসাহ-ই পারে আমাদের আরো এগিয়ে নিতে।

আর একটা জিনিস, আমার নেট এর ব্যালেন্স প্রায় শেষের পথে, তাই ইচ্ছা থাকা স্বত্ত্বেও বেশি Screen Shot দিতে পারলাম না। এদিকে দিয়ে আমাকে ক্ষমা করার জন্য অনুরোধ করছি, তবে সফটওয়্যারগুলোর ইন্সটল এবং ব্যবহার একদম সহজ এবং যে কেউ এগুলো দিয়ে কাজ করতে পারবে, তাই আমি মনে করি এর Screen shot না থাকলেও তেমন সমস্যা হবে না।

আর আজকে Folder Lock 6 দিতে চেয়েছিলাম, কিন্তু যে সফটওয়্যারটা আমি নামিয়ে ছিলাম তা ঠিকভাবে Install হলেও ঠিকমত কাজ করছিল না, তাই আর দিলাম না। কেউ পাররে একটু টেস্ট করে ভাল একটা কপি দিয়ে দিবেন। তারপরও ওটার ডাউনলোড লিংক দিয়ে দিলাম। কেউ যদি চেষ্টা করে দেখতে চায় তো দেখতে পারে।

ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?dmzn0m1ijmz

আর আপনাদের কারো কাছে যদি ZIP, RAR, SFX(EXE) এর পাসওয়ার্ড রিমুভার থাকে তবে সেটি নিয়েও একটা টিউন করুন। আমাদের সবার উপকার হবে। এই টিউনটা কাল করার ইচ্ছা ছিল, কিন্তু টেকটিউনের সমস্যার কারনে তা আর করতে পারলাম না। এক জায়গায় দেখলাম এই টিউনের প্রথম অংশের ফালতু প্যাচাল এসে রয়েছে, কিন্তু মূল সফটওয়্যার বা ডাউনলোড লিংক কিছুই নাই, তাই যারা সেই টিউনটা দেখে বিরক্ত হয়েছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আর আমি বলব এসব বিষয়ে টেকটিউনসের আরো বেশি নজর দেয়া উচিত। সবাই ভালো থাকুন।

এবার সবশেষে আর একটি সফটওয়্যার দিচ্ছি। আমরা নানা সময় কম্পিউটার থেকে বিভিন্ন সাইটে লগ-ইন করি। এসময় আমরা Username এবং Password টাইপ করি। যদি আপনার কম্পিউটারে আপনার অজান্তে কেউ Keylogger দিয়ে দেয় তবে কি হবে একবার ভেবে দেখুন। সেজন্যই নিয়ে এলাম একটি ছোট কিন্তু কাযর্করী সফটওয়্যার যা আপনার টাইপ করা key stroke গুলোকে encrypt করে দেবে, ফলে key logger এ আবোল তাবোল key হিসাবে দেখা যাবে এবং যে দিয়েছে সে বুঝতেও পারবেনা যে আপনি কি টাইপ করছেন। এ সফটওয়্যারটির নাম key scrambler। এ সফটওয়্যারটি নিয়ে কয়েকদিন আগেও একটি টিউন হয়েছে। (তাহলে আমি আবার এটা নিয়ে টিউন করছি কেন?) তারপরও টিউন করার কারন যে, যিনি টিউন করে ছিলেন তিনি এর মূল সাইটটি থেকে ডাউনলোড করতে দিয়েছিলেন এবং সেখানে এটির Free version, Pro version and Premium version আছে। আপনি pay না করে কেবল Free টাই নামাতে পারবেন। তাই আমি এখানে আপনাদের Pro and Premium এর ডাউনলোড লিংকটাও দিয়ে দিচ্ছি। যিনি টিউন করেছিলেন তার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং এটাও বলতে চাই যে, ওনার টিউনকে খাটো করে দেখানোর বা ওনার টিউনের মান নষ্ট করা আমার লক্ষ্য নয় এবং আরো বলব যে, ওনার টিউন থেকেই আমি Pro and Premium টা পেয়েছি, তাই আমি ওনার কাছে কৃতজ্ঞ আর উনি ওনার টিউনে হ্যাকিং বিষয়ে নানা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি।

এটির ব্যবহারেও তেমন ঝামেলা নেই, প্রথমে ইন্সটল করুন। ইন্সটলের সময় দেখবেন firefox ওপেন হবে এবং আপনার কাছে Add On Install এর Premission চাইবে, Install করুন, Firefox এবং Computer দুটোই রিস্টার্ট দিন। ব্যাস কাজ হয়ে গেল। আমি 007 Spy দিয়ে এটা টেস্ট করে দেখেছি এবং এটা সত্যিই কাজ করে।

Level 0

আমি পাসওয়ার্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব একলা একজন মানুষ, চাই প্রযুক্তির জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে। তবে সবসময় চেষ্টা করি প্রযুক্তির অপব্যবহার রোধ করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সফটওয়্যার গুলোর জন্য ধন্যবাদ। আমি একটা ওয়ার্ড ফাইল গত দুইবছর ধরে খলতে পারছিনা কত কিছু ট্রাই করেছি! পিসি হ্যাং হলেও ফাইল খোলাতে পারিনি!
উইন্ডোস ৭ এর জন্য একটা ফোল্ডারে পাসোয়ার্ড দেবার সফটোয়ারের স্নধান দিতে পারবেন?

    Folder lock er 5 dia try korte paren, amar net balance pray seser pothe, tai ota uplod korte parcina but mediafire e aktu khujlei peye jaben, ar apnar oi word file ta khulte parlen kina janaben, ami akta file e 13 digit alphanum password dawar por o ata dia khule giyesilo.

খুবই উপকারি জিনিস দিলেন আমার জন্য এবং সবার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

pdf পাসত্তয়াট রিমুভ করতে পারলাম না। ……….http://www.mediafire.com/?t1aramdstco সফটি দিয়ে।
কিন্তু কাজ করছে না। কি করব বলেন।

    Link thik ase, ar apni ki thik vabe diyesilen, mane program open kore, file add kora, save kora, ar ata j passwrd protcted file e kaj kore ta ami 100% sure, tobe certificate security te kaj korbe kina sure na, karon oirokom kono file apatoto amar kase nai. Tarporo chesta korbo oi typer file pele janate, ar ami 13 character password dia try koresi, ata khulte pare.

ধন্যবাদ আপনাকে। আমার কাজে আসবে মনে হয়।

মোবাইল পাসওয়ার্ড রিমুভ করার সফটওয়্যার দিলে ভালো হত

    Ami mobile bisoye totota expert noi, tobe mobile niye onekei tune korsen, ar kisudin age keu akjon mobile flash deyar soft diyesilen, ota dia flash dileo password remove hobe.

সফট্ওয়ারগুলা ভালই লাগল 🙂 । তবে হ্যা আপনাকে অবশ্যই কমেন্টগুলা বাংলায় করা দরকার। তা না হলে আপনি টিটির নিতিমালা ভঙ্গের মধ্যে পড়বেন।

valo laglo

Office আর PDF -এর দুটাই খুঁজছিলাম। ধন্যবাদ।

great work, thanks

Level 0

ভাই এক্সএলফাইল তো হয়না, বলে ওপেন পাসওয়ার্ড ফাইল

Level 0

Vai
kaj hoyna to bole
“The protection of the docoment has been succesfully tested,this docoment can be completly unprotected
in the registerd version only.to purches the register version code select HELP

have any Remover without Internet connect remove file?

Vai
Patch ফাইলটি abar দিন।