সালাম নিবেন। সবাই কেমন আছেন?
আমরা যারা টেকটিউন এর সদস্য তারা প্রায় সবাই ই বাংলাদেশী। আমরা ইন্টারনেট ব্যাবহার এর সময় বিভিন্ন সাইট থেকে ফাইল ডাউনলোড করি। অনলাইনে অনেক সাইট আছে, যে সব সাইট থেকে ফ্রী অনেক সুন্দর ফাইল ডাউনলোড করা যায়। কিন্ত প্রায় সব সাইট এর ফাইল গুলা বিভিন্ন শেয়ারিং সাইট এ শেয়ার করা থাকে । আমার আমাদের প্রায় সকলেরই ঐ সব সাইটের প্রিমিয়াম এ্যাকাউন্ট থাকে না, ফলে ইচ্ছা থাকলে ও অনেক সময় পছন্দের অনেক ফাইল ডাউনলোড থেকে আমরা বন্চিত হই। বিভিন্য ফাইল শেয়ারিং সাইট গুলা ফ্রী যে ডা্উনলোড এ্যাকসেস দেয় তা রিসুম সাপোর্ট করে না। আমাদের ইলেকট্রিসিটির যে অবস্থা তাতে রিসুম সাপোর্ট সাড়া ডাউনলোড অনেকটা অচল। আমার অনেক সময় এমন হয়েছে যে ডাউনলোড প্রায় শেষ এসময় কারেন্ট গেছে। তখন মনে মনে চিন্তা করটাম এমন একটা ওয়েব সাইটের, যে সাইটে সব ফাইলই থাকবে সাথে থাকবে ডাইরেক্ট ডাউনলোড অপশন। আপনাররা ও হয়ত তাই চান।
আমার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের টিম মিলে এ ধরনের একটা সাইট বানানোর পরিকল্পনা হাতে নিয়েছি। এর জন্য যা যা প্রয়োজন ( ডোমেইন, ভিপিএস, ডেডিকেটেড সার্ভার , সাইট ডিমো ) সবই নেয়া হয়েছে। এখন আপনাদের ভালো ফিডব্যাক হাতে পেলে ফাইনাল কাজ শুরু হবে।
ডোমেইন :
মেইন ডোমেইন http://www.yourdownloadhome.com
আমি আবার ও বলছি, আমাদের পুরা প্রজেক্ট শুধু আপনাদের জন্যই।
ধন্যবাদ সকলকে।
আমি muhibbur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবন এক বহতা নদী ................. কোন বাধা মানে না বয়ে যাওয়াই তার কাজ.....
vai jan apnader site ta to valoi laglo but oi khaneo to apnara bivinno file shearing er site er link dea rakhsen.bishoita bujlam na.jodi bujhai deten taile shobar e upkar hotoooo