কিভাবে ফোর শেয়ারড ডট কম (4shared.com) থেকে খুব সহজে কোন ফাইল ডাউনলোড করবেন ?

বিসমিল্লাহির রাহমানির রাহীম 

আসসালামু আলাইকুম,

প্রিয় টিউনার ভাইয়েরা, আশা করি মহান আল্লাহর দয়ায় সবাই ভাল আছেন। আল্লাহর  ইচ্ছায় আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ্‌।

বন্ধুরা, ইন্টারনেট জগতে প্রতিদিন আমাদের কতকিছুই না ডাউনলোড করতে হয়।  বিশেষ করে ভাল কোন সফটওয়্যার অথবা কোনো প্রয়োজনীয় ফাইল এর ডাউনলোড লিঙ্ক দেখলেই সাধারনত আমরা সেটিতে ক্লিক করি। কিন্তু কোনো কোনো লিঙ্ক বা ফাইল শেয়ারিং সাইট থেকে পছন্দের ফাইল টি সরাসরি ডাউনলড করা গেলেও অধিকাংশ ক্ষেত্রে কিছু কিছু ফাইল শেয়ারিং সাইট থেকে অনেকের পক্ষে ডাউনলোড করা সম্ভব হয়না।

আজকে আমি সেই ধরনের একটি জটিল অথচ খুব সহজ ফাইল শেয়ারিং সাইট থেকে কিভাবে আপনার পছন্দের সফটওয়্যার বা ফাইল টি আনায়াসে ডাউনলোড করবেন সেটি দেখাবো।

সাইটটির নাম হচ্ছে "ফোর শেয়ারড ডট কম "  (4shared.com)
যে কোনো আপডেট এবং উন্নত মানের সফটওয়্যার/ফাইল ইত্যাদি ডাউনলোড করার জন্য এই সাইট টি খুবই প্রসিদ্ধ।অনেকেই এই সাইট টি থেকে তাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল ডাউনলোড করতে গিয়ে বার বার ফিরে আসে অথবা বিভিন্ন অ্যাড (Adv) লিংকে কিল্ক করে PC বা Laptop এর বারটা বাজিয়ে ফেলে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এই সাইট (4shared.com) থেকে কোনো কিছু ডাউনলোড করা খুবই সহজ।

4shared.com Download Page

সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন দেখি ফোর শেয়ারড ডট কম (4shared.com) থেকে কিভাবে খুব সহজে কোন ফাইল ডাউনলোড করা যায়। কোনো ডাউনলোড Link (লিঙ্ক) কে ক্লিক করার পর যে পেইজটি ওপেন হবে সেটি যদি দেখতে নিচের ছবির মত হয় তাহলে বুঝবেন এটি  ফোর শেয়ারড ডট কম (4shared.com) সুতরাং এখান থেকে ফাইল ডাউনলোড করতে হলে যা করতে হবে তা হলো শুধুমাত্র তিন (৩) টি ক্লিক। ব্যাস কাজ শেষ।

প্রথমে উপরের ছবিতে চিহ্নিত বাটনে ক্লিক করুন। এরপর একটি পপ-আপ পেইজ ওপেন হবে। সেটি ক্লোজ করে দিন। এরপর

নিচের ছবি র মত  FREE DOWNLOAD  বাটনে ক্লিক করুন।

এখন এখান থেকে যে কোনো একটি সাইট দিয়ে সাইন ইন বা ওপেন করুন।

কয়েক সেকেন্ড অপেক্ষা করুন এবং দেখুন আপনার কাঙ্ক্ষিত ফাইল টি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে।

সাধারণত 20 Seconds সময় নেয়।

ডাউনলোড শেষ হলে ফোল্ডার ওপেন করে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার / ফাইল টি  ইন্সটল করে নিন  অথবা সংগ্রহে রাখুন।

অথবা 🙄 🙄 🙄 🙄 🙄

নিচের ভিডিও টি ভালভাবে দেখুন এবং এখন থেকে ফোর শেয়ারড ডট কম (4shared.com) থেকে

ঝড়ের গতিতে যে কনো ফাইল ডাউনলোড করুন খুব সহজে এবং নিশ্চিন্তে !!

(বিশেষ দ্রষ্টব্যঃ কোনো কারনে সাময়িক ভাবে ইউটিউব ভিডিও দেখা না গেলে অনুগ্রহ করে ক্ষমা করবেন।)

টিউনটি ভাল লাগলে বন্ধুদের কে শেয়ার করতে ভুলবেন না আশাকরি।

ধন্যবাদ।

আমি আলী ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

"দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর" - হজরত মুহাম্মদ (সঃ)। আগে নিজে শিখি তারপর অন্যদের শিখাই। তথ্য প্রযুক্তির উপর যে কোনো লেখা চোখে পড়লেই পড়ার চেষ্টা করি। পড়ে পড়ে যা শিখি তা-ই লিখি। আপনিও পড়ুন, শিখুন এবং অন্যদের শিখান।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস