আমি টেকটিউনসের সাথে আছি অনেকদিন ধরে, তবে এতদিন নানা কারনে টিউন করা হয়ে ওঠেনি। টেকটিউন থেকে অনেক নিয়েছি, তাই ভাবলাম এবার আমারও কিছু দেয়া উচিত, সে ভাবনা থেকেই এ টিউনটি করা। আপনাদের ভালো লাগলেই আমার টিউন করা সাথর্ক। যেহেতু এটা আমার প্রথম টিউন তাই ভুল-ত্রুটি হতে পারে, তাই সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে গঠনমূলক সমালোচনা করলেই খুশি হব। আর কথা না বাড়িয়ে এবার টিউনে আসি।
আমি যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব তার নাম Password Recovery Kit 5.7, এটি পাসওয়ার্ড রিকভারের জন্য একটি অসাধারণ সফটওয়্যার। এই সফটওয়্যারটি দিয়ে আপনি ২৪ ধরণের পার্সওয়ার্ড রিকভার করতে পারবেন। যেমনঃ Office files, Zip files, RAR files, Lotus Notes, Windows XP/2000 keys(Requires floppy drive), Word Pro, Word Perfect, PDF files, Backup files, MS mail files, MS Internet Explorer site advisor password and saved passwords etc.
এছাড়াও আরো নানা ধরনের পাসওয়ার্ড রিকভার করা যায়। এ সফটওয়্যারটি ডিকশনারী, Xieve, এবং Benchmark অ্যাটাক সাপোর্ট করে।
এবার সফটওয়্যারটির কিছু Screenshot দেখা যাকঃ
এ সফটওয়্যারটির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে, আপনি এর সেটিংসে গিয়ে সিম্বল সেট এ যত কম সেট নিবার্চন করবেন এটি Benchmark মোডে তত বেশি অক্ষরকে সাপোর্ট করবে। যেমন নিচের ছবিতে দেখুনঃ
আমি এ সফটওয়্যার এর সাহায্যে একটি Zip ফাইলের পাসওয়ার্ড রিকভারের চেষ্টা করেছি, যার লেনথ ছিল ৫ অক্ষর এবং এটির পাসওয়ার্ড বের করতে এর ১ সেকেন্ড এর ও কম সময় লেগেছে। তবে বড় পাসওয়ার্ড যেমনঃ ৯-১৪ অক্ষর দিলে সময় অনেক বেশি লাগছে। তবে আপনি যদি এর অপশন এ গিয়ে কিছু অপশন আনচেক করে দেন তবে সময় কিছুটা হলেও কম লাগবে।
সফটওয়্যারটির সাথে রেজিস্ট্রি কি দেয়া আছে, সেটা দিয়ে দিলেই হবে।
ভাবছেন এত ধরনের পাসওয়ার্ড রিকভার করা যায়, সাইজ না জানি কত বড় হবে, সে জন্য বলছি, সাইজ মাত্র ২.০৪ মেগাবাইট। তাহলে আর দেরি কেন এখই নামিয়ে নিন যার প্রয়োজন।
ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?252f7z333nqj7lm
এবার যে সফটওয়্যার নিয়ে আলোচনা করব তার নাম Ultra ISO 8.0 Premium Edition, এটি মূলত একটি ISO ফাইল রাইটিং সফটওয়্যার, তবে এটি দিয়ে আপনি পূণার্ঙ্গ সিডি রাইটিং সফটওয়্যার যেমন নিরো এর মত সব কাজই করতে পারবেন।
এটি দিয়ে ডাটা সিডি, বুট-সিডি, অডিও সিডি রাইট করতে পারবেন। তবে ভিডিও সিডি রাইট করতে পারবেন না, করতে চাইলে তা ডাটা সিডি মুডে করতে হবে।
ইন্সটলেশন একদমই সহজ, কিছু বলার প্রয়োজন নেই, শুধু কি দেয়ার সময় যে নাম আর কি দেয়া আছে তা দিয়ে রেজিস্টার করুন, ব্যাস ঝামেলা শেষ।
এর উপরে ডান দিকে একটি পাসের্ন্টেজ বার আছে যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার সিডিতে আর কত জায়গা খালি আছে, ডিফল্ট হিসাবে ৬৫০ মেবা এর ডিক্স সিলেক্ট করা আছে, আপনি চাইলে ফাইল মেনু থেকে প্রোপাটির্জ এ গিয়ে ডিক্স স্পেস চেঞ্জ করতে পারবেন।
আপনি হয়তো ইন্টারনেট থেকে কোন ISO ফাইল নামিয়েছেন, এখন দেখতে চাচ্ছেন এতে কি আছে, সে ক্ষেত্রে এর ইন্সটলের সময় ইমেজ ড্রাইভ নামে যে অপশন আছে তা সিলেক্ট করে দিন, আর এ সফটওয়্যার এর মেইন উইন্ডোতে যে Mount to Virtual Drive বাটন আছে তাতে ক্লিক করে আপনার ফাইলটি দেখিয়ে দিন, দেখবেন যে আপনার মাই কম্পিউটারে আরেকটি ড্রাইভ তৈরী হয়েছে, আর আপনার ISO এর ভিতরে কি আছে আপনি সব দেখতে পারছেন।
এ সফটওয়্যার এর সাহায্যে আপনি ISO ফাইল কে এক্সট্রাক্ট না করেই একে মোডিফাই করতে পারবেন, এর মেইন উইন্ডো থেকে ওপেন এ ক্লিক করে ফাইলটি দেখিয়ে দিন আর দেখুন পাশের ঘরেই দেখা যাচ্ছে এতে কি আছে, এবার এতে যা ইচ্ছা করে সেইভ করতে পারেন। আর হ্যাঁ এতক্ষন শুধু ISO ফাইল নিয়ে যা বললাম তা কিন্তু সব ধরনের ইমেজ ফাইলের ক্ষেত্রেই প্রযোজ্য যেমনঃ NRG, BIN etc.
আপনি নিজে নিজে উইন্ডোজের একটি সিডি তৈরি করতে চাচ্ছেন কিন্তু বুট ইমেজ পাচ্ছেন না, এ সফটওয়্যারটি দিয়ে আপনি যে কোন বুট-এবল সিডি থেকে তার বুট ইমেজ কপি করতে পারবেন আবার আপনার পচ্ছন্দমত সিডিতে তাকে ঢুকাতেও পারবেন।
আর এর কমন কাজ মানে ISO file তৈরী বা সিডি রাইট তো করতে পারবেনই। এতকিছু করা গেলেও এ সফটওয়্যারটির সাইজও কিন্তু খুব বেশি নয়, মাত্র ৩.১০ মেগাবাইট। তাহলে আর দেরি না করে যার প্রয়োজন সে ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?elc5soptmcr9fe8
আরো কিছু ছবি দেয়ার ইচ্ছা ছিলো,কিন্তু নেটের যা অবস্থা আর ভালো লাগুক বা খারাপ কমেন্ট করতে ভুলবেন না, কারন আপনাদের গঠনমূলক কমেন্ট-ই পারে আমাকে ভবিষ্যতে আরো ভালো টিউন উপহার দিতে।
যদি সফটওয়্যার দুটি নিয়ে আগে আরো কোন টিউন হয়ে থাকে তবে আমি ক্ষমাপ্রার্থী। তবে আমি অনেকদিন ধরে দেখছি যে এ নিয়ে কোন টিউন হয়নি, তাই এই ভেবে দিলাম যে নতুন কারো দরকার থাকলে সে ব্যবহার করতে পারে।
অফটপিকঃ আমি প্রধানত মোবাইল থেকে টিউনগুলো পড়ি, আমি জানতে চাচ্ছি যে, মোবাইল থেকে কি টিউন-এ কমেন্ট করা সম্ভব, যদি সম্ভব হয় তবে Opera Mini দিয়ে কিভাবে করা যায় তা জানাবেন। আর টিকটিউন-এ আগে কোন সফটওয়্যার নিয়ে টিউন হয়েছে কিনা তা কিভাবে জানা সম্ভব, মানে কোন ভাবে সার্চ করা যায় কিনা? কেউ জানালে উপকৃত হব এবং একই সফটওয়্যার নিয়ে বারবার টিউন করা থেকে বিরত থাকবো। আর একটা কথা, আমি ছবি দেয়ার সময় প্রথমে আমার গ্যালারিতে আপলোড করি এবং পরে টিউনে ব্যবহার করি, টিউন করার পর যদি আমি গ্যালারির ছবি মুছে দেই তবে টিউনের কোন সমস্যা হবে কি?
এতক্ষণ আমার প্যাচাল বা বকবক মনোযোগ দিয়ে বা মনোযোগ ছাড়া পড়ার জন্য ধন্যযোগ, সবাই ভালো থাকুন।
আমি পাসওয়ার্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুব একলা একজন মানুষ, চাই প্রযুক্তির জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে। তবে সবসময় চেষ্টা করি প্রযুক্তির অপব্যবহার রোধ করতে।
খুবেই সুন্দর উপস্থাপনার মাধ্যমে বুজিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।