ছোট একটি সফটওয়্যার দিয়ে রিকভার করুন ২৪ ধরনের পাসওয়ার্ড সাথে একটি সিডি রাইটিং সফটওয়্যার

আমি টেকটিউনসের সাথে আছি অনেকদিন ধরে, তবে এতদিন নানা কারনে টিউন করা হয়ে ওঠেনি। টেকটিউন থেকে অনেক নিয়েছি, তাই ভাবলাম এবার আমারও কিছু দেয়া উচিত, সে ভাবনা থেকেই এ টিউনটি করা। আপনাদের ভালো লাগলেই আমার টিউন করা সাথর্ক। যেহেতু এটা আমার প্রথম টিউন তাই ভুল-ত্রুটি হতে পারে, তাই সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে গঠনমূলক সমালোচনা করলেই খুশি হব। আর কথা না বাড়িয়ে এবার টিউনে আসি।

আমি যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব তার নাম Password Recovery Kit 5.7, এটি পাসওয়ার্ড রিকভারের জন্য একটি অসাধারণ সফটওয়্যার। এই সফটওয়্যারটি দিয়ে আপনি ২৪ ধরণের পার্সওয়ার্ড রিকভার করতে পারবেন। যেমনঃ Office files, Zip files, RAR files, Lotus Notes, Windows XP/2000 keys(Requires floppy drive), Word Pro, Word Perfect, PDF files, Backup files, MS mail files, MS Internet Explorer site advisor password and saved passwords etc.

এছাড়াও আরো নানা ধরনের পাসওয়ার্ড রিকভার করা যায়। এ সফটওয়্যারটি ডিকশনারী, Xieve, এবং Benchmark অ্যাটাক সাপোর্ট করে।

এবার সফটওয়্যারটির কিছু Screenshot দেখা যাকঃ

এ সফটওয়্যারটির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে, আপনি এর সেটিংসে গিয়ে সিম্বল সেট এ যত কম সেট নিবার্চন করবেন এটি Benchmark মোডে তত বেশি অক্ষরকে সাপোর্ট করবে। যেমন নিচের ছবিতে দেখুনঃ

আমি এ সফটওয়্যার এর সাহায্যে একটি Zip ফাইলের পাসওয়ার্ড রিকভারের চেষ্টা করেছি, যার লেনথ ছিল ৫ অক্ষর এবং এটির পাসওয়ার্ড বের করতে এর ১ সেকেন্ড এর ও কম সময় লেগেছে। তবে বড় পাসওয়ার্ড যেমনঃ ৯-১৪ অক্ষর দিলে সময় অনেক বেশি লাগছে। তবে আপনি যদি এর অপশন এ গিয়ে কিছু অপশন আনচেক করে দেন তবে সময় কিছুটা হলেও কম লাগবে।

সফটওয়্যারটির সাথে রেজিস্ট্রি কি দেয়া আছে, সেটা দিয়ে দিলেই হবে।

ভাবছেন এত ধরনের পাসওয়ার্ড রিকভার করা যায়, সাইজ না জানি কত বড় হবে, সে জন্য বলছি, সাইজ মাত্র ২.০৪ মেগাবাইট। তাহলে আর দেরি কেন এখই নামিয়ে নিন যার প্রয়োজন।

ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?252f7z333nqj7lm

এবার যে সফটওয়্যার নিয়ে আলোচনা করব তার নাম Ultra ISO 8.0 Premium Edition, এটি মূলত একটি ISO ফাইল রাইটিং সফটওয়্যার, তবে এটি দিয়ে আপনি পূণার্ঙ্গ সিডি রাইটিং সফটওয়্যার যেমন নিরো এর মত সব কাজই করতে পারবেন।

এটি দিয়ে ডাটা সিডি, বুট-সিডি, অডিও সিডি রাইট করতে পারবেন। তবে ভিডিও সিডি রাইট করতে পারবেন না, করতে চাইলে তা ডাটা সিডি মুডে করতে হবে।

ইন্সটলেশন একদমই সহজ, কিছু বলার প্রয়োজন নেই, শুধু কি দেয়ার সময় যে নাম আর কি দেয়া আছে তা দিয়ে রেজিস্টার করুন, ব্যাস ঝামেলা শেষ।

এর উপরে ডান দিকে একটি পাসের্ন্টেজ বার আছে যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার সিডিতে আর কত জায়গা খালি আছে, ডিফল্ট হিসাবে ৬৫০ মেবা এর ডিক্স সিলেক্ট করা আছে, আপনি চাইলে ফাইল মেনু থেকে প্রোপাটির্জ এ গিয়ে ডিক্স স্পেস চেঞ্জ করতে পারবেন।

আপনি হয়তো ইন্টারনেট থেকে কোন ISO ফাইল নামিয়েছেন, এখন দেখতে চাচ্ছেন এতে কি আছে, সে ক্ষেত্রে এর ইন্সটলের সময় ইমেজ ড্রাইভ নামে যে অপশন আছে তা সিলেক্ট করে দিন, আর এ সফটওয়্যার এর মেইন উইন্ডোতে যে Mount to Virtual Drive বাটন আছে তাতে ক্লিক করে আপনার ফাইলটি দেখিয়ে দিন, দেখবেন যে আপনার মাই কম্পিউটারে আরেকটি  ড্রাইভ তৈরী হয়েছে, আর আপনার ISO এর ভিতরে কি আছে আপনি সব দেখতে পারছেন।

এ সফটওয়্যার এর সাহায্যে আপনি ISO ফাইল কে এক্সট্রাক্ট না করেই একে মোডিফাই করতে পারবেন, এর মেইন উইন্ডো থেকে ওপেন এ ক্লিক করে ফাইলটি দেখিয়ে দিন আর দেখুন পাশের ঘরেই দেখা যাচ্ছে এতে কি আছে, এবার এতে যা ইচ্ছা করে সেইভ করতে পারেন। আর হ্যাঁ এতক্ষন শুধু ISO ফাইল নিয়ে যা বললাম তা কিন্তু সব ধরনের ইমেজ ফাইলের ক্ষেত্রেই প্রযোজ্য যেমনঃ NRG, BIN etc.

আপনি নিজে নিজে উইন্ডোজের একটি সিডি তৈরি করতে চাচ্ছেন কিন্তু বুট ইমেজ পাচ্ছেন না, এ সফটওয়্যারটি দিয়ে আপনি যে কোন বুট-এবল সিডি থেকে তার বুট ইমেজ কপি করতে পারবেন আবার আপনার পচ্ছন্দমত সিডিতে তাকে ঢুকাতেও পারবেন।

আর এর কমন কাজ মানে ISO file তৈরী বা সিডি রাইট তো করতে পারবেনই। এতকিছু করা গেলেও এ সফটওয়্যারটির সাইজও কিন্তু খুব বেশি নয়, মাত্র ৩.১০ মেগাবাইট। তাহলে আর দেরি না করে যার প্রয়োজন সে ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?elc5soptmcr9fe8

আরো কিছু ছবি দেয়ার ইচ্ছা ছিলো,কিন্তু নেটের যা অবস্থা আর ভালো লাগুক বা খারাপ কমেন্ট করতে ভুলবেন না, কারন আপনাদের গঠনমূলক কমেন্ট-ই পারে আমাকে ভবিষ্যতে আরো ভালো টিউন উপহার দিতে।

যদি সফটওয়্যার দুটি নিয়ে আগে আরো কোন টিউন হয়ে থাকে তবে আমি ক্ষমাপ্রার্থী। তবে আমি অনেকদিন ধরে দেখছি যে এ নিয়ে কোন টিউন হয়নি, তাই এই ভেবে দিলাম যে নতুন কারো দরকার থাকলে সে ব্যবহার করতে পারে।

অফটপিকঃ আমি প্রধানত মোবাইল থেকে টিউনগুলো পড়ি, আমি জানতে চাচ্ছি যে, মোবাইল থেকে কি টিউন-এ কমেন্ট করা সম্ভব, যদি সম্ভব হয় তবে Opera Mini দিয়ে কিভাবে করা যায় তা জানাবেন। আর টিকটিউন-এ আগে কোন সফটওয়্যার নিয়ে টিউন হয়েছে কিনা তা কিভাবে জানা সম্ভব, মানে কোন ভাবে সার্চ করা যায় কিনা? কেউ জানালে উপকৃত হব এবং একই সফটওয়্যার নিয়ে বারবার টিউন করা থেকে বিরত থাকবো। আর একটা কথা, আমি ছবি দেয়ার সময় প্রথমে আমার গ্যালারিতে আপলোড করি এবং পরে টিউনে ব্যবহার করি, টিউন করার পর যদি আমি গ্যালারির ছবি মুছে দেই তবে টিউনের কোন সমস্যা হবে কি?

এতক্ষণ আমার প্যাচাল বা বকবক মনোযোগ দিয়ে বা মনোযোগ ছাড়া পড়ার জন্য ধন্যযোগ, সবাই ভালো থাকুন।


Level 0

আমি পাসওয়ার্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব একলা একজন মানুষ, চাই প্রযুক্তির জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে। তবে সবসময় চেষ্টা করি প্রযুক্তির অপব্যবহার রোধ করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবেই সুন্দর উপস্থাপনার মাধ্যমে বুজিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

প্রথম টিউন করলেন, কিন্তু মনে হচ্ছে না জানি কতই অভিজ্ঞ টিউনার!! চালিয়ে যান…………।

    ধন্যবাদ, আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে অভিজ্ঞ টিউনার হতে পারব বলে আশা করি।

khub valo tune

অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করেছেন । আশা করি আপনি এর পরে আরও ভালো পোস্ট দিবেন।

    কমেন্টের জন্য ধন্যবাদ এবং ভবিষ্যতে আরো ভালো টিউনের চেষ্টা করব।

প্রথমে আপনাকে স্বাগতম,
প্রথম টিউন অনেক ভাল ও ভাল মানের টিউন হইছে।
আশা করছি ভবিশ্যতেও এর ধারবাহিকতা বজায় রাখবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

    কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Level 0

ভাল লাগল। গুছিয়ে লেখায় বুঝতে কোন রকম সমস্যা হলো না। তাছার যে দুটি সফ্টওয়ার দিলেন তা আমার জন্য অনেক প্রয়োজনীয়। ধন্যবাদ।

    আপনাদের কাজে আসলেই আমার টিউন করা সার্থক। আর কমেন্টের জন্য ধন্যবাদ।

অনেক কষ্ট করেছেন ।ধন্যবাদ

    কষ্ট করে কমেন্ট করার জন্য আপনাকেও ধন্যবাদ।

আপনি আরও টিউন করবেন। খুব সুন্দর হয়েছে। মনে করেন ফোল্ডার লক দিয়ে কোন ফাইল, ভিডিও লক করলে সেটিও কি এটি দিয়ে রিকভার করা যাবে??

    কমেন্ট করার জন্য এবং উৎসাহ দেবার জন্য ধন্যবাদ। Folder Lock আমিও ব্যবহার করেছি, এটি দিয়ে লক করা ফোল্ডার এই সফটওয়্যার দিয়ে আনলক হবে না, আর Folder Lock অনেকটা Rootkit এর মত কাজ করে, ফলে আপনি এটি দিয়ে হাইড করা ফোল্ডার বিশেষ পদ্ধতি ছাড়া দেখতে পাবেন না। আর আমি যে সফটওয়্যারটি দিয়েছি তা মূলত PDF, ZIP, RAR, DOC, XLS, PPT এসব ফাইলের জন্য, অনেক সময়ই দেখা যায় যে, নেট থেকে ফাইল নামালাম কিন্তু ফাইল পাসওয়ার্ড প্রটেক্টেড, তখন এটি দিয়ে খুলতে পারবেন।

    রহস্যময় ভাই যদি আপনার এই কমেন্ট থেকে “অনেক সময়ই দেখা যায় যে, নেট থেকে ফাইল নামালাম কিন্তু ফাইল পাসওয়ার্ড প্রটেক্টেড, তখন এটি দিয়ে খুলতে পারবেন।” যদি আমি ভুল না বুঝে থাকি আপনি পাসওয়ার্ড রিকোভারের কথা বলেছেন,রিমোভ না।তাহলে ভাই আপনি ছোট একটা জিনিস মিস করে গিয়েছেন সেটা হচ্ছে কিছু কিছু পাসওয়ার্ডে অনেক ক্যারেক্টার এবং স্পেশাল ক্যারেক্টারের কম্বিনেশন ব্যাবহার করা হয়,সেক্ষেত্রে আপনি রিকোভারি চালিয়ে মাসের পর মাস যদি এক নাগাড়ে বসেও থাকেন তাও রিকোভার হবে কিনা সন্ধেহ(আমি এই ধরণের সফটয়্যার অনেক অনেক ব্যাবহার করেছি,মুল ব্যাপার হচ্ছে যিনি পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করছেন তিনি মোট কত ক্যারেক্টার ব্যবহার করছেন এবং তিনি কি কি স্পেশাল ক্যারেক্টারের কম্বিনেশন ব্যাবহার করেছেন।)সুতরাং ভাই দয়া করে আমাকে ভুল বুঝবেন নাজ,আপনি যে ছোট জিনিসটা মিস করে গিয়েছেন সেটা আমি লিখে দিলাম।আপনি যে সব এক্সটেনশনের কথা বলেছেন এর মধ্যে শুধু PDF এর পাসওয়ার্ড ইন্সট্যান্ট রিমোভ করা সম্ভব।

    আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গিয়েছি,সেটা হচ্ছে আমি ultraiso ব্যাবহার করছি আজকে অনেক বছর,বর্তমানে ভার্সন ৯.৩ ব্যাবহার করছি।আমি শুধু একবার ultraiso দিয়ে রাইট করতে গিয়েছিলাম কিন্তু আমার কাছে ultraiso আবার nero চেয়েছে,সেজন্যে আমি ধুর ধুর করে ultraiso দিয়ে রাইট করার চিন্তাই বাদ দিয়ে দিয়েছি।তারপরেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি মোটামুটি অনেক স্ক্রিনশট দিয়ে সফটয়্যারদুটির কাজ যদ্দুর সম্ভব বুঝানোর চেষ্টা করেছেন।আশা করছি সামনে আরো ভাল ভাল টিউন পাবো,ভালো থাকবেন।

    আইটি ভাই প্রথমেই কমেন্ট এবং টিউনের খারাপ দিকগুলো বের করার জন্য ধন্যবাদ। কিন্তু আমি কিন্তু বলিনি যে এ সফটওয়্যারটি দিয়ে পাসওয়ার্ড রিমুভ করা যাবে, আমি বলেছি যে ফাইল খুলতে পারবেন মানে পাসওয়ার্ড টি রিকভার করে তা দিয়ে খুলতে পারবেন, তবুও হয়তো অনেকে বুঝতে পারেনি, সেজন্য আমি দুখিত, আর Ulra ISO দিয়ে আমি ISO ফাইল ও বানাই আবার রাইটও করি, এতে আমার সমস্যা হয়নি, আমি আমার অনেক বন্ধুর কম্পিউটারেও এটি দিয়ে রাইট করেছি, তাদের মধ্যে অনেকের নিরো ছিল আবার কারো ছিল না, কিন্তু কারো সমস্যা হয়নি, আর আপনার কাছে এর পরের ভাসর্ন থাকলে এবং সেটি নিয়ে টিউন করে থাকলে তার লিংক টা দিয়ে দিন, সবার (আমারও) উপকার হবে, আর না করে থাকলে একটা টিউন করুন। পরিশেষে কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।

      আর হ্যা একটা কথা বলতে ভুলে গেছি, PDF ফাইলের পাসওয়ার্ড এটি দিয়ে রিমুভ করা যায়, আর জিপ ফাইলের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে, আমি একটা ফাইলে ৯ অক্ষরের পাসওয়ার্ড দিলাম (সিম্বল, অক্ষর, নাম্বার) মিলিয়ে, কিন্তু সফটওয়্যারটি আমাকে ৫ অক্ষরের অন্য একটি পাসওয়ার্ড দিলো, সেটা শুধু অক্ষর দিয়ে, তখন দেখলাম যে ঐ পাসওয়ার্ড দিয়েও খোলে আবার আমি যেটা দিয়েছি সেটা দিয়েও খোলে, আর ১২ বা ১৪ অক্ষরের পাসওয়ার্ড (আলফানিউমেরিক) হলে সময় অনেক বেশি লাগাই স্বাভাবিক, আর আপনার কছে যদি আরো ভালো কোন সফটওয়্যার থাকে তাহলে তাও শেয়ার করুন না, সবার উপকার হবে। ধন্যবাদ।

    রহস্যময় ভাই আপনাকে প্রথমেই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দর করে রিপলাই দেওয়ার জন্যে,একটা জিনিস ভাই আমি খারাপ জিনিস বের করিনি শুধু যে জায়গাটাই আমার খটকা লেগেছে সেটা আপনার সাথে শেয়ার করেছি মাত্র,যদি এই কারণে আপনি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দু:খিত আর আপনার কাছে করজ়োরে ক্ষমা চায়ছি।যাই হোক এইবারেও কমেন্ট করার কারণ হলো আপনার রিপলাই কমেন্টের এক জায়গায় না বুঝতে পারা।আপনি এক জায়গায় লিখেছেন,”আর জিপ ফাইলের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে, আমি একটা ফাইলে ৯ অক্ষরের পাসওয়ার্ড দিলাম (সিম্বল, অক্ষর, নাম্বার) মিলিয়ে, কিন্তু সফটওয়্যারটি আমাকে ৫ অক্ষরের অন্য একটি পাসওয়ার্ড দিলো, সেটা শুধু অক্ষর দিয়ে, তখন দেখলাম যে ঐ পাসওয়ার্ড দিয়েও খোলে আবার আমি যেটা দিয়েছি সেটা দিয়েও খোলে”-আমার প্রশ্ন হলো আমি যেই পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করেছি সেটা ছাড়া অন্য পাসওয়ার্ড দিয়ে কিভাবে খুলে?জিনিসটা কি আরেকটু ক্লিয়ার করে বলবেন?আর ultraiso নিয়ে আপনি যেহেতু এত ভালো টিউন করেছেন সেখানে আমার আবার ভুতের বেগাড় খাটার কোন মানে দেখি না,তবে এটার সর্বশেষ ভার্সন হলো 9.36 আর এইটার ডাউনলোড করার জন্যে এইখানে ক্লিক করুন।আর পোর্টেবল ultraiso v 9.36 এর জন্যে এইখানে ক্লিক করুন।

    আপনার কমেন্টে আমি মোটেও মন খারাপ করিনি, আর ZIP file টা যে password দিয়ে encrypt করেছিলাম তা ছাড়া অন্য টা দিয়ে কিভাবে decrypt হল তা আমি নিজেও বুঝতে পারিনি, তবে আমি যা বলছি ১০০% আমার নিজে পরীক্ষা করে বলা, ওই সময় আমি, ZIP 2.0 (Not 128 bit/256 bit) দিয়ে পরীক্ষা করলাম আর এটা দেখতে পেলাম, এখন কিভাবে করল, আর কারো ক্ষেত্রে করবে কিনা তা জানি না, তবে আমি বলব যে, এটা দিয়ে Password পাওয়া যাবেই এটা না ভেবে password ছাড়া ফাইলই নামানো উচিত, এটাকে একদম শেষ চেষ্টা হিসাবে রাখা যেতে পারে। আপনাকে আবারও ধন্যবাদ।

অনেক সুন্দর টিউন হয়েছে। চালিয়ে যান।
সার্চের জন্য প্রথম পাতায় গিয়ে ডান পাশে দেখুন খোজ লিখা একটা বক্স আছে।
আর ছবি ডিলেট হবে না।

    মন্তব্য করার জন্য এবং সাহায্য করার জন্য ধন্যবাদ।

উভয় সফ্টওয়ার কাজে আসবে। সংগ্রহে রাখলাম। ধন্যবাদ আপনাকে।

Level 0

Password Recovery Kit 5.7 এর password পেলাম না। চমৎকার একটি টিউন!

    পাসওয়ার্ড zip এর ভেতর serial ফাইলে দেয়া আছে।

সুন্দর টিউন।

সংগ্রহে রাখলাম।

ধন্যবাদ।

Bhai mobile ar memory card ar password recover korar bapar a ki help kora jai.

ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাষা খুজে পাচ্ছি না। আমার অনেক বড় উপকার করলেন ।
আমি একখনেই প্রিয়তে নিলাম।

Level 0

দারুন লাগল !

Level 0

সংগ্রহে রাখলাম।

ধন্যবাদ।

Level 0

vai, link ta kaj korse na…plz again upload

vai link ta asholei kaj korse na plz abar upload koren………………… plz……………… plz………………… plz.

vai shudhu Password Recovery Kit 5.7 link ta dilei hobe. er uper virson er link thakle aro valo.

link dead. নতুন লিংক দিন……

link dead. নতুন লিংকদেন……