সিস্টেম ফাইল অথবা যেকোন চালু ফাইল অথবা যেকোন আনডিলেটেবল ফোল্ডার ডিলেট করুন খুব সহজেই

কোন ফাইল/ফোল্ডার ডিলেট করতে গিয়েছেন কিন্তু ডিলেট হচ্ছেনা,এই সমস্যাই নিশ্চয় কম বেশি সব পিসি ব্যাবহারকারী অনেকবার পরেছেন।এইটি অনেক কারনে হতে পারে,যেমন উইনডোজ এর সিস্টেম ফাইল হলে,কোন রানিং প্রসেস হলে,ভাইরাস হলে ইত্যাদি।ছোট একটা সফটয়্যার এই সমস্যার সহজ সমাধান দিতে পারে।সফটয়্যারটির নাম unlocker।

  • ১) প্রথমে এইখান থেকে সফটয়্যারটি ডাউনলোড করুন( filehippo এর website ডান দিকে একদম উপরে দেখুন "Download Latest Version" কথাটা লেখা আছে,উইখানে ক্লিক করে অপেক্ষা করুন কিছুক্ষন পরে দেখবেন ডাউনলোড শুরু হয়েছে)।
  • ২)এইবার যেকোন সাধারণ সফটয়্যারের মত ইনসটল করুন(bing toolbar ইনসটল করতে না চাইলে টিক চিহ্নটি আনচেক করুন)।
  • ৩)যে ফাইল বা ফোল্ডার ডিলেট হওয়ার নাম -ই নিচ্ছেনা তার উপর মাউস রেখে রাইট ক্লিক করে unblocker এ ক্লিক করুন।
  • ৪)যদি ফাইলটি অন্য কোন চালু প্রসেস এর অংশ না হয়ে থাকে তাহলে " no locking handle found" এই লেখা দিয়ে একটা window দেখাবে।এখন আপনি আপনার ইচ্ছামতো ফাইলটি delete,rename,move করতে পারবেন অথবা ডিলেট করতে না চাইলে "no action" এ ক্লিক করে ok চাপুন।
  • ৫)কিন্তু যদি ফাইলটি কোন চালু প্রসেস এর অংশ হয়ে থাকে তাহলে প্রসেসগুলো নতুন একটা window তে দেখাবে।
  • ৬)ফাইলটি ডিলেট করতে হলে অবশ্যই চলমান প্রসেসটি/প্রসেসগুলো বন্ধ করতে হবে।
  • ৭)সেক্ষেত্রে প্রসেস এর উপর মাউস রেখে লেফট ক্লিক করে "kill process" এ ক্লিক করুন।
  • ৮)এইবার ফাইলটি আপনি সাধারণ ফাইল এর মতই ডিলেট করতে পারবেন।

বিঃদ্রঃযদি আপনার সিলেক্ট করা ফাইলটিকে আপনার ভাইরাস মনে হয়,তাহলে আপনি প্রসেস ডিলেট করুন।(সেক্ষেত্রে "process path" থেকে ফাইলটি কোনখান থেকে রান হয়েছে সেটি দেখে ঐ ফোল্ডারটি খুলুন,এইবার unblocker এর window থেকে "kill process" দিয়ে ঐ ফোল্ডার থেকে ভাইরাস ফাইলগুলো ডিলেট করুন যেগুলো unblocker এর window তে দেখিয়েছিলো।)

Level 0

আমি আইটি গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউন গুলো দারুন হচ্ছে! কিন্তু আপনার ডাউনলোড লিংক তো নেই কিভাবে ডাউনলোড করবো?

প্রতিদিন আয় করুন আর প্রতিদিন $$ (ডলার) বুঝে নিন

    আমিনুল ভাই আমি আন্তরিক ভাবে দুঃখিত,আরেকটা টিউন এডিট করতে গিয়ে মিসিং হয়েছে,লিংক আপডেট করা হলো।

Software টি আগে থেকেই ছিলো।বেশ কাজের। টিউনটির জন্য ধন্যবাদ.

    রকি ভাই এই রকম আরো কিছু সফটয়্যার আমার আছে,আপনারা যদি চান ঐগুলোও শেয়ার করতে পারি,যাই হোক আপনার কমেন্ট এর জন্যে আপনাকে ধন্যবাদ…

পুরাতন…

    মালেক ভাই আমি জানতাম না এইটা নিয়ে টিউন হয়েছে,আর খুজেও দেখলাম কোন টিউন পেলাম না,যাই হোক আপনি কষ্ট করে আমাকে কি লংকটা দিতে পারেন,আর একটা কথা না বলে পারছিনা ভাই মানুষকে উৎসাহ দিতে না পারলে দয়া করে অন্তত নিরুৎসাহিত করবেন না,এই টিউন যে আগেও হয়েছে সেটা আপনি আরো সুন্দর করে বলতে পারতেন।

Level 0

ধন্যবাদ আপোনাকে।খুভ ভালো হোয়েছে চালিয়ে জান

    আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্যে…

জানা ছিল তবে বিস্তারিত জানা ছিল না।ধন্যবাদ তথ্যগুলি শেয়ার করার জন্য।

    এই রকম ফ্রিয়্যার মারাত্মক কিছু টুলস মার্কেটে পাওয়া যায় দেখি একদিন টিউন করবো,যাই হোক ধন্যবাদ…

ভালো লেগেছে তবে লিংকটা ভালো না।

    শাহাদাত ভাই অন্য কোন ফাইল হোষ্টিং এর লিংক দিলে অন্তত ভাইরাস থাকার কিছু হলেও আশংকা ছিলো,ফাইলহিপ্পোতে সেটা নায়,যাই হোক আপনি যখন আপত্তি তুললেন তখন আপনার জন্যে আরেকটা লিংক দিলাম।

পরে আমি অন্য লিংক থেকে নামিয়েছি।অনেক ধন্যবাদ।

    আপনি যে কষ্ট করে লিংক খুজে বের করে ডাউনলোড করেছেন সেইজন্যে আপনাকে ধন্যবাদ,কিন্তু আমরা থাকতে ভাই আপনি কেনো কষ্ট করতে গেলেন?পরে যদি কিছু লাগে সরাসরি চাইবেন আমি ই খুজে দিব…ধন্যবাদ ভালো থাকবেন…

অনেক অনেক ধন্যবাদ সুন্দর ও কাজের সফটটি নিয়ে টিউন করার জন্য।

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ আতাউর ভাই আমাদের উৎসাহ দেওয়ার জন্যে…

Level 0

Bhai I am using Windows 7, after installing this soft
I couldn’t found any option like Unblocker. Please help me.