এইবার আপনিও নেড়ে চেড়ে দেখতে পারেন ভাইরাসকে

সফটয়্যার নিয়ে আমার আগ্রহ অনেক আগে থেকেই।আমি গত ৮ বছরে খুব কম করে হলেও ১০০০০ এর উপরে সফটয়্যার ডাউনলোড করে আমার কম্পিউটারে ইনসটল করে ট্রাই করে দেখেছি।এর মধ্যে কতবার যে কত সফটয়্যার ভাইরাস যুক্ত হওয়ার কারণে রান করার সাহস পায়নি তার ইয়ত্তা নেই।অনেকেই এই কারণে ডীপ ফ্রিজ ব্যাবহার করেন।কিন্তু আমার মতে ডীপ ফ্রিজ পুরাপুরি সমাধান দেয়না কারন কোন কারনে যদি আপনি মনের ভুলে desktop বা C ড্রাইভ -এ কোন ফাইল সেভ করে ফেলেন তাহলে পিসি রিস্টার্ট দেওয়ার পরে তো শেষ (যদি আপনি অপশন এ C ড্রাইভ এ চেক করে রাখে,সাধারণত সকল হোম ইউজার C ড্রাইভ -ই চেক করে রাখেন।শুধুমাত্র সাইবার ক্যাফেতে সব ড্রাইভেই চেক করে রাখে।)।

অনেক খোজাখুজির পরে অবশেষে আমি এমন একটি সফটয়্যার পেয়েছি যারা আমার মতো সফটয়্যার নিয়ে গুতাগুতি করেন তাদের জন্য খুব কাজে দিবে।এই টিউনটি লেখার আগে আমি একটি টিউন পড়ছিলাম যেখানে দুইজন টিউনার নিতান্ত ভালো মানুষ বলে আরেকজনকে সাহায্য করতে গিয়েছিলেন কিন্তু সফটয়্যারটি ভাইরাস কিনা একমত হতে পারছিলেন না।উনাদেরকে বলছি ঐ ফাইলটা ভাইরাস।তারপরেও আমি এই সফটয়্যারটি দিয়ে চেষ্টা করে দেখেছি রান করানোর কিন্তু রান করে নাই। যাই হোক আমি আমার আগের কথাই ফিরে যাই।

আজকে যে সফটয়্যারটির কথা আমি বলবো সেটির নাম sandboxie। এইখানে টিউন করার আগে আমি গুগল একটা মাত্র কি ওয়ার্ড লিখে খুজে দেখলাম এই সফটয়্যারটি নিয়ে টিটিতে কোন টিউন হয়েছে কিনা (অনেকেই হয়তো আমার টেকনিকটা জানেন আর কেউ যদি না জেনে থাকেন সমস্যা নেই আমি পড়ে সময়মতো জানিয়ে দিবো)?কিন্তু কোন টিউন পেলাম না।তাই নির্দ্বিধায় সবার সমস্যা সমাধানের জন্য এই টিউন লেখা শুরু করে দিলাম।

  • ১) প্রথমেই সফটয়্যারটি ডাউনলোড করুন এইখান থেকে।
  • ২)এইবার আপনার কম্পিউটারে winrar ইনসটল করা থাকলে ডাউনলোডকৃত ফাইল unrar/extract করুন(যদি winrar আপনার কম্পিউটারে ইনসটল করা না থাকে তাহলে ইনসটল করে নিন,আর winrar যদি আপনার হার্ড ড্রাইভেই না থাকলে এইখান থেকে ডাউনলোড করুন)
  • ৩) ডাউনলোডকৃত ফাইল unrar/extract করার পরে দেখবেন eatsb350 নামে একটা ফোল্ডার আছে যার অভ্যন্তরে sandboxieInstall32_3.50.exe নামে একটা ফাইল আছে আর crack নামে একটা ফোল্ডার আছে
  • ৪) এইবার অন্যান্য সাধারণ সফটয়্যারের মতোই sandboxieInstall32_3.50.exe ফাইলটি ডাবল ক্লিক করে ইনসটল করুন।
  • ৫) এখন crack ফোল্ডারটির ভেতরে ঢুকুন।দেখবেন SbieDll.dll,SbieDrv.sys,SbieMsg.dll,SbieStop নামে ৪টি ফাইল আছে।
  • ৬) এইবার SbieStop ডাবল ক্লিক করুন।দেখবেন একটি কমান্ড প্রম্পট উইন্ডো ওপেন হয়েছে।Press Any Key to Continiue লেখাটি যতক্ষন না দেখাচ্ছে অপেক্ষা করুন।মুলত SbieStop এ ডাবল ক্লিক করা হয় যাতে ঐ সফটয়্যার এর রানিং প্রসেস SbieSvc.exe অথবা SbieCtrl.exe যদি চালু অবস্থায় থাকে তাহলে বন্ধ হয়।অনেক ক্ষেত্রে যেমন যারা ভিসতা বা উইনডোজ সেভেন ব্যাবহার করেন তাদের জন্যে এই পদ্বতি কাজ নাও করতে পারে।সেক্ষেত্রে এই টিউনটি দেখুন কিভাবে কোনো চালূ প্রসেস ফাইল ডিলেট করবেন।
  • ৭)  এইবার SbieDll.dll,SbieDrv.sys,SbieMsg.dll এই ফাইল ৩টি কপি করে C:\Program Files\Sandboxie এইখানে পেষ্ট করুন (যদি আপনি ডিফ্লট ইনসটলেশন ফোল্ডারে ইনসটল করে থাকেন,আর যদি অন্য কোন কাষ্টোমাইযড ফোল্ডারে ইনসটল করে থাকেন তাহলে সেখানে ঐ ৩টি ফাইল পেষ্ট করুন)।যেহেতু একি নামের ৩টি ফাইল ঐ ফোল্ডারে আগে থেকেই আছে সেহেতু ওভার রাইট অপশন আসবে,সুতরাং ওভার রাইট করার জন্যে পারমিশন দিন।
  • ৮) এইবার আপনার কম্পিউটারটই রিস্টার্ট দিন।
  • ৯) চালু হবার পর যে ফাইলটি/প্রোগ্রাম আপনার ভাইরাস বলে সন্ধেহ হচ্ছে তার উপরে মাউসের রাইট ক্লিক করে run sandboxed ক্লিক করুন(যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দেখবেন যেই ফাইলটি/প্রোগ্রাম রান করেছেন তার নাম এর সামনে আর পিছনে দুইটা হ্যাস চিহ্ন # দেখাবে ,আর একটা ব্যাপার যদি কোন কারনে কখনো recover করতে বলে তাহলে পরিস্থিতি বুঝে recover এর জন্য পারমিশন দিবেন না।যেমন মনে করুন আপনি sandboxed অবস্থাই firefox রান করেছেন আর কোন হ্যাকার সাইট থেকে কিছু ডাউনলোড করেছেন সুতরাং এইটা আপনার কাছে recover এর জন্যে পারমিশন চাইবে,যেহেতু আপনি পারমিশন দিয়ে ঐ ফাইল recover করে পরে ঐটা আবার sandboxed করে ব্যাবহার করতে পারবেন কিন্তু ধরেন যদি এইরকম হয় যে একটা ভাইরাস ইনফেকটেড ফাইল আপনি sandboxed করে রান করেছেন আর এইটার কিছু ফাইল recover এর জন্যে পারমিশন চাইছে তখন খেয়াল করে দেখবেন উইখানে অন্য কোন executable file বা exe ফাইল recover এর জন্যে পারমিশন চাইছে কিনা,চাইলে সরাসরি না দিয়ে দিন,কারন yes দেওয়া মানে sandboxed এনভারনমেন্ট থেকে আপনার সিস্টেমে ঐ ট্রোজান/ভাইরাস প্রবেশ করা।এইকারনে সাধারণত recover এর জন্যে পারমিশন চাইলে না করাটাই উত্তম)।
  • ১০)বাস যামেলা শেষ।যত মারাত্নক ভাইরাস-ই হোক না কেন আপনার কোন ক্ষতি করতে পারবেনা(hackproof বলে পৃথিবীতে আসলেই কিন্তু কিছু নেই তারপরেও মোটামুটি ৯৫% গ্যারান্টি যে আপনাকে কোন ভাইরাস এফেক্ট করবেনা।আর যারা এই ৫% রিস্ক নিতে চান না দয়া করে ডাউনলোড করবেন না)।

এই সফটয়্যারটির আরেকটি মারাত্মক ফিচার হচ্ছে আপনার যেকোন ইন্টারনেট ব্রাউজার ও আপনি sandboxed করে ব্যাবহার করতে পারবেন যাতে ইন্টারনেট থেকে আপনার ব্রাউজারকে কোন স্পাইয়্যার আক্রমন করলেও আপনি থাকবেন সুরক্ষিত,আজকে এই পর্যন্তই।ভালো লাগুক আর নাই লাগুক কমেন্ট করতে ভুলবেন না।কারণ আপনাদের কমেন্ট ই পারে আমাদের উৎসাহ দিতে আরো ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে।আমি গ্রামীন এর p6 ব্যাবহার করছি বলে কোন স্ক্রিনশট দিতে পারলাম না,আর সে কারণেই এতো বিশদ ভাবে লিখেছি।তারপরেও যদি কারো কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন এ করুন।আমি যত তাড়াতাড়ি পারি উত্তর দেওয়ার চেষ্টা করবো।সবাই ভালো থাকবেন এই আশা করে আজকের টিউন এখানেই শেষ করছি।

Level 0

আমি আইটি গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অফট্র্যাকের কিছু কথা আছে বলে সেগুলো টিউনে না লিখে এইখানে কমেন্ট সেকশনে লিখলাম।আশা করি আমার টিউন যখন পড়তে এসেছেন আমার লেখা কিছু অফট্র্যাক পড়তেও আপনাদের আপত্তি থাকবে ।টেকটিউনস এ আসার জন্য যে মানুষটা আমাকে অনুপ্রানিত করেছেন তিঁনি হচ্ছেন কল্পতরু।আর যে মানুষটার সাথে পরিচিত হওয়ার জন্য মুলত এইখানে সাইন আপ করা তিনি হচ্ছেন আপনাদের সবার প্রিয় আতাউর ভাই।আতাউর ভাইয়ের জন্য একটা কথা বলি – ভাই আমি আমার এই ছোট জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু আপনার মতো এরকম অসাধারণ মানুষ দেখেছি কিনা সন্ধেহ?টিউনার আর টিউন যেরকম-ই হোক না কেন আপনি খুব পজিটিভলি উৎসাহ দিয়ে যান…ভাই মানুষের জন্য অনেক করেও সামান্য একটা ধন্যবাদ পাওয়া যেখানে দুষ্কর সেখানে আপনি আপনার ব্যস্ত জীবন থেকে সময় বের করে কম বেশি সব পোষ্টেই পজিটিভ কমেন্ট করেন।উনার চোখ না এড়ালে আমার প্রথম পোষ্টেই যে এর ব্যাতিক্রম হবে না এই আশা করি।সবশেষে একজনকে শুধু ধন্যবাদ দেওয়ার জন্য আমি টেকটিউনস এ সাইন আপ করব সিদ্ধান্ত নিয়েছিলাম।তিনি হচ্ছেন হিমায়িত দিহান।তার টরেন্ট নিয়ে লেখা মগাটিউনটি পড়ে আমি অনেক কিছু জেনেছি।সেই জন্যে তাকে আমার এই পোষ্টেই ধন্যবাদ জানিয়ে দিচ্ছি।

    Level 0

    don,t play with virus.because i have strong virus.this is not good tune for us.

    রিমেল আহমেদ আমার মেইল আইডি হল [email protected],আপনার শক্তিশালী ভাইরাস আমারে পাসওয়ার্ড দিয়ে জিপ করে পাঠিয়ে দেন(নাহলে ইমেইল প্রোভাইডাররা পাঠাইতে দিবো না-এইডা তো মনে হয় জানেন,ভাইরাস মেইল এ এটাচ করে পাঠানোর আরো কিছু উপায় আছে কমু নাকি?)তারপর আপনারে রিপোর্ট জানামু।ভাই অহংকার করা আমার ধাতে নাই কিন্তু বেশি বুজরুকি দেখানো মানুষ আমি সহ্য করতে পারিনা,সুতরাং এই ফাফর অন্য কারো সাথে নিয়েন,আমার সাথে না।আর প্রথম টিউনেই আমার কারো সাথে তর্কাতর্কি করার ইচ্ছা ছিলো না,কিন্তু আপনি ঝগড়া করার মত করেই এই কমেন্ট করেছেন,তাই চুপ করে থাকতে পারলাম না,তাই এই রিমেল ছাড়া অন্য সব টিউনারের কাছে এই কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি….

আপনাকে জটিল একটা ধন্যবাদ! প্রথম টিউন আবার সেই টিউন টি ”হিট” হয়েছে। আর ভাইরাস নিয়ে মাতামাতি করতে আমার খুব ভাল লাগে সাথে সাথে ছ্যাকা ও খেতে হয়েছে। আবারও আপনাকে ধন্যবাদ

প্রতিদিন আয় করুন আর প্রতিদিন $$ (ডলার) বুঝে নিন

    ভাইরে ছ্যাকার কথা কয়েন না,যখন কিছু বুঝতাম না মানে নয়া নয়া পিসি ব্যাবহার করা শুরু করেছিলাম তখন কতবার যে ওস ফরমেট দিছি মনেও নাই,কতবার যে হার্ড ড্রাইভ ফরমেট দিছি সেইটার হিসাভ ঈশ্বর ছাড়া আর কেউ জানে না।ধন্যবাদ ব্যাবহার করে দেখেন ভালো লাগলে ডাবল ধন্যবাদ দিয়েন…

বেকুব ভাই আরেক আসল বেকুবের পক্ষ থিকা ধইন্যা।
download করতাছি তয় antivirus বা spybot-এর লগে conflict করবোনা তো?
আর তিন সত্যি কইরা কন এইডার মইধ্যে কোন virus বা trojan নাই।

    নাজমুল ভাই আপনারে কিছু কওনের আগে আমি কিছু কইয়া লয়,প্রথম কথা আমি খুব সিরিয়াস টাইপ মানুষ,এই কারণে মাঝে মাঝে চেইতা যায়,যাউক গা ,আমি এইখানে কারো ক্ষতি করবার জন্য আসি নাই,সুতরাং আমি নিজে ভাইরাস বিলি করবো না এই নিয়া ১০০% নিশ্চিন্ত থাকতে পারেন,আর যদি ফাইল এই ভাইরাস থাকে তবে আমি কি করতে পারি,যাই হোক এইটাতে ভাইরাস নায় এইটা ১০০% গ্যারান্টি কারণ এই লিংক থেকে আমি নিজে ডাউনলোড করে ব্যাবহার করছি।আর কোন সফটয়্যারের সাথেই এইটার যুদ্ধ হয়বোনা,সুতরাং নিশ্চন্তে ব্যাবহার করেন।ধন্যবাদ…

ভাইডি চেইতেন না। আমি IT লাইনের মানুষ নাতো আর ফরমেট করতে করতে ফরমেটার হইয়া গেছি তো এইলাইগ্যা।
তয় কমেন্ট করার আগেই install কইরা ফালাইছিলাম, ব্যবহার করার আগে মনে হইল আরেকবার না ফরমেটার হইতে হয়।
তিন সত্যির লাইগ্যা ধইন্যা, ধইন্যা।

    নাজমুল ভাই প্রবলেম নাই,এইরকম কম বেশি আমরাও অনেকবার ফরমেট হয়েছি…এখন আর ডরাই ই না…যা হবে দেখা যাবে এই নীতিতে চলে এসেছি…যাই হোক সুন্দর কমেন্ট এর জন্যে আপনাকে অনেক ধন্যবাদ…

ধন্যবাদ আপনাকে।এখনো try করা (বাহিরে থাকার কারনে ) হয়নি।তবে বাসায় ফিরেই দেখবো।

    মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ।আর try করে দেখে আমাকে জানান কেমন লাগলো…

প্রথম টিউন হিসেবে অনেক ভাল হয়েছে।
চালিয়ে যান। 🙂

    সবে তো শুরু ভাইজান,আগে দেখেন আরো কতো কি করি।মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ…

মামা তুমি কী জিনিস আমিই ভালো জানি।টেটিতে এসে পড়েছ জেনে খুব আনন্দিত হলাম।এবার ভালো ভালো টিউন উপহার দাও আমাদের।এবার টেটির মজাটা বুঝতে পারবে।

    মামা তোমার কারনেই এইখানে আসা,আর মজার কথা জানি না,শুধু একটা জিনিস মাথায় আসাতে এইখানে টিউন করা শুরু করলাম,এতো এতো টিউনার শুধু মানুষের কথা ভেবে নিজের কষ্ট ভুলে টিউন করে যাচ্ছে,তাহলে আমিও তো অনেক কিছুই জানি…আমি কেন হীনমন্যতা দেখাবো,কেন নিজের জ্ঞান নিজের মধ্যে চেপে রাখবো…তাই আজ আমি টেকটিউনসে আমার যা কিছু সামান্য জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যে…

মোটামুটি এইরকম একটা জিনিস avast pro. এবং avast internet security এ আছে বলে মণে হয়।
টিউন ভাল হয়েছে।প্রিয়তে রাখলাম,পরে কাজে লাগতে পারে।

    নিঃসঙ্গ ভাই আপনার কথা ঠিক তবে এই feature শুধু avast security software – এ না Comodo Internet Security, kaspersky Security Software, Returnil Virtual System, iCore Virtual Accounts (শুধু xp তে ব্যাবহার করতে পারবেন) এই সফটয়্যারগুলোতেও আছে।আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ…

Level 0

ধন্যবাদ আপনাক। ডাও্নলোড কোরলাম ডেখি কাজ হয়কিনা

    করেন ডাউনলোড,কাজ না হওয়ার কথা না কারন আমি নিজে ব্যাবহার করি এইটা এবং এইখাবে যেই লিংক এবং যে ভার্সন দেওয়া সেই ভার্সন ই…

ভাই স্যান্ডবক্সিং জিনিষটা কী?

    সফটয়্যার ওস এ সরাসরি রান না করে ভার্চুয়ালি রান করানো যাতে ভাইরাস বা ক্ষতিকারক কোড যুক্ত ফাইল ওস কে ক্ষতিগ্রস্থ করতে না পারে।এর চেয়ে বেশি জানতে চাইলে উইকিপিডিয়াতে জান এই লিংক অনুসরণ করে।

প্রথম টিউন হিসেবে মারাত্মক হয়েছে।

ধন্যবাদ। মনে মনে এই ধরনের একটা টিউন খুজছিলাম।—

    আপনি মনে মনে খুজছিলেন আর আমি সরাসরি দিয়ে দিলাম,ধন্যবাদ…

Level 3

অসংখ্য ধন্যবাদ।সরাসরি A+ ।আপনাকে অন্তর থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই ।আপনি নিয়মিত সুন্দর সুন্দর টিউন করবেন এটাই আমরা সকলে আশা করি।ভালো থাকবেন………..

    মিঠু ভাই আপনার কমেন্ট এর জন্যে আপনাকে ও ধন্যবাদ,আর আমি যা কিছু জানি আপনাদের সাথে শেয়ার করবো কথা দিলাম…

kothin hoise… sorasori PROYOte
DOWNLOAD kore rakhlam, pore kaaje lagabo!!!

প্রথম টিউন অনেক ভাল হইছে,
আরো ভাল ভাল টিউন পাব আপনার কাছ থেকে আশা করছি।
আর আপনি কিন্তু আইটি বেকুব না বুদ্ধিমানই মনে হয়,পারলে নামটা পরিবর্তন করে দিবেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    আতাউর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ…আপনাকে নিয়ে কমেন্ট সেকশনে আমি একদম প্রথম কমেন্ট করেছি,যদিও সেটা অফটপিক সেই কারণে টিউনে লিখি নাই,যাই হোক আবারো অনেক অনেক ধন্যবাদ…

    আতাউর ভাইয়ের কাছে একটা ছোট প্রশ্ন,আইটি গুরু আর আইটি পন্ডিত এই দুইটার মধ্যে আপনার কোনটা পছন্দ,যদিও ভাই আমি খুব কম জানি তাই নিজেরে বেকুব বলতে লজ্জা নায়,কিন্তু আপনি যখন নাম পরিবর্তন করতে বললেন তখন বড় ভাইয়ের কথা অমান্য করি কিভাবে?তাই আপনার কাছে খোলা অপশন রাখলাম “আইটি গুরু” আর “আইটি পন্ডিত” এই দুইটার মধ্যে যেকোন একটা পছন্দ করেন আর আপনার নিজের যদি কোন পছন্দ থাকে তাও বলেন,সেইটাই রাখবো..

    প্রথমে আমি আমার নিজের অরজিনাল নামের পক্ষে বলব।
    আমি ব্যাক্তিগত ভাবে কোথাও কোন ডুপ্লিকেট নাম ব্যাবহার করিনা।
    আমি মনে করি আমার নিজের নামটাই সবচেয়ে সুন্দর এবং এই নামেই পরিচিত হইতে পছন্দ করি।
    তার পরেও যদি কেউ নিজের নাম লুকিয়ে অন্য নামে পরিচিত হইতে চান সেটা উনার নিজস্ব পছন্দ কিংবা কোন কারনও থাকতে পারে।
    যাই হোক আপুনি যদি নিতান্তই নাম লুকিয়ে অন্য নাম ইউজ করতে চান তবে আপনার অপশন থেকে ‘আইটি পন্ডিত’রাখতে পারেন অথবা অন্য কিছু তবে আইটি বেকুব নামটা ভালনা।

    নিজের নাম ব্যাবহার করতে যদি আমার কোন সমস্যা থাকতো তাহলে এইখানে রেজিস্ট্রেশন করার সময় নিজের নাম দিয়ে করতাম না,এমনকি নিজের ছবিও ব্যাবহার করতাম না।যায় হোক আপনি নম নমস্য বড় ভাই,আমি আমার নাম আজকেই পরিবর্তন করলাম।

    আমি প্রথম যখন আপনার টিউন দেখি আমার কাছে মনে হইছে আপনার কাছ থেকে আমরা কিছু ভাল টিউন পাব তাই আপনাকে নামটা পরিবর্তন করতে বলা।
    তবে আপনাকে একটা কথা বলব আপনি যাই করবেন নিজের ইচ্ছায় করবেন ইহাতে আপনার মনের প্রশান্তি থাকবে।
    যেই কারো পরামর্শ নিবেন কিন্তু সিদ্ধান্ত আপনারই হবে।আশা করি আমি কি বুঝাইতে চাইছি আপনি বুঝতে পেরেছেন।

    আতাউর ভাই আপনার আর আল ফাতাহ হাসান যোবায়েরের অনুরোধে নাম পরিবর্তন করলাম।তবে একটা ব্যাপার কি জানেন?বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়?আশা করি বুঝতে পেরেছেন।আর ধন্যবাদ আমাদের উৎসাহ দেওয়ার জন্যে।ভালো থাকবেন।

nice tune.thanks

    সাইমুন ভাই আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য…

ভাই নিক বেপার না … কি আউটপুট দিচ্ছেন সেটাই বড় কথা… সুন্দর টিউন …
আপনাকে অনেক ধন্যবাদ

    অস্তমিত গন্তব্য ভাই আপনাকেও অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য…

“এইবার আপনিও নেড়ে চেড়ে দেখতে পারেন ভাইরাসকে” সত্যি তাই ! চেষ্টা করি তাহলে… অনেক ধন্যবাদ আনাকে।

    অবশ্যি চেষ্টা করেন ভাই কোন সমস্যাআ যদি হয় তাহলে আমি তো আছি ই।ধন্যবাদ আপনাকে…

ভাই সফটওয়ারটি আনজিপ করতেগেলে unknown or ডেমেজ এরর ম্যাসেজ আসে। কাজে লাগাইতে পারতাছিনা,একটু হেল্প কইরেন। কিন্তু টিউনটা জটিল হইছে। প্রিয়তে নিলাম।

    আমার যতদুর মনে হচ্ছে,আপনি ডাউনলোড করার সময় কোন কারণে কোন প্যাকেট মিসিং হয়েছে,যে কারণে জিপ ফাইলটি করাপ্ট বা নষ্ট হয়ে গিয়েছে,এক কাজ করুন ফাইলটিকে winrar দিয়ে খোলার পরে টুলবার থেকে test বাটনটি ক্লিক করুন।যদি ঐখানেও ড্যামেজ বা করাপ্ট বলে তাহলে ১০০% কনফার্ম ফাইলটি নষ্ট।এইক্ষেত্রে নতুন করে ডাউনলোড করা ছাড়া অন্য কোন উপায় নেই।দেখুন আবারো যদি কোন প্রবলেম হয় আমি তো আছি,আপনার মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ…

মন্তব্য গেল কই। যাইহোক আবার করছি। মোট ৩ বাড় ডাঊনলোড করলাম। the archive is unknown format or damaged ম্যাসেজ আসে।
ভাল থাকবেন।

    মিডিয়াফায়ারে ফাইল আপলোড করলে এরপর ডাউনলোড করতে গেলেই অনেকের এই সমস্যা হচ্ছে শুনলাম বিভিন্ন বাইরের ফোরামে,যাই হোক আপনাকে দুইটা লিংক দিলাম দেখেন এইটার কোনটা থেকে ডাউনলোড করতে পারেন।
    লিংক ১
    লিংক ২
    আপনি এত কষ্ট করেছেন,সেইজন্যে আমি দু:খিত,আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে।

লিংক২ ব্যবহার করলাম। যতদিন টিটি আছে ততদিন আমিও আছি, আপনার এবং টিটির সকল টিউনারদের সাথে। আপনি এবং সকল টিউনার ভাইয়েরা থাকবেন।
কষ্টআর কই করলাম । ভাল থাকবেন গুরুদেব, কি দক্ষিণা চান?

    আমরা যারা টিটিকে ভালোবাসি,মানুষের সাথে প্রযুক্তি শেয়ার করতে ভালোবাসি,নিজেদের সীমিত জ্ঞান ছড়িয়ে দিতে ভালোবাসি,তারা সবাই একটাই দক্ষিণা চায়,সবার ভালোবাসা আর দোয়া যাতে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিতে পারি মানুষের জন্যে,ভাল থাকবেন।আর ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে।

Level 3

আইটি গুরু যদি নামের শুরুতে # এবং শেষে # থাকে তাহলে কি বুঝবো সফট টা ঠিক আছে……….

    আপনি যেই ফাইলটা Run Sandboxed দিয়ে চালু করেছেন সেই ফাইলের নামের শুরু এবং শেষে অবশ্যই # দেখাবে,যেটা কখনোই ঐ সফটয়্যারটি সাধারণ প্রক্রিয়ায় চালু করলে হবেনা।আশা করি এইবার বুঝতে পেরেছেন।তারপরেও যদি কোন সমস্যা হয় জানাবেন,আমি সবসময় আছি আপনাদের সাহায্য করার জন্যে,ভালো থাকবেন।আর মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ…

ভাই, আমিও ভাইরাস কে একটু নেড়েচেড়ে দেখি।
সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

    আল আমীন ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর মন্তব্যের জন্যে।

apne asole_ ee guru …………….
anak sahaj o sundor kare liken…
amar matho jara new computer er bapper a jara valo jane na…
tader janno apner lekha porle anak sahaj haye jay…
keep going………..

    সাব্বির ভাই প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আর গুরু শুধুমাত্র একটা নাম দিলাম।আমি ভাই গুরু হওয়ার যোগ্যতা রাখি না,আপনাদের বাকি সবার মত সাধারণ একজন মানুষ।আর আমাকে আইডিএম নিয়ে মেইল করেছিলো সাব্বির নামে একজন আপনি কি সেইজন?ভালো থাকবেন

ji vi ami sai….
thokon ami etate sine up kari nai…
ami computer er bapper a akebare new… tamon kisu jani na… tobe anak kisu jante chai…!!!
free time ase tai net a somoy dai…
apner anak tune pari anak valo lage….
valo thaken sobsamoy….