আপনারা তো ভারী আশ্চর্যজনক লোক। সবাই মিলে একযোগে আমাকে বর্জন করলেন। কেন? আপনারা যারা বলবেন কই? নাতো! তাদের বলছি শুনুন "টেকটিউনসে বলুন" পাতায় আমার বলা কথা গুলোর কোন জবাব নাই... আমার শেষ চাওয়া "সাহায্য" তেও কেউ সাহায্য করলেন না। যাই হোক, আমার অবস্থা এখন "কারে দেখাব মনের দুঃখ গো..." এর মত। আপনাদের এই আচরণে আমি মর্মাহত। জাতির বিবেকের কাছে আজ আমার একটায় প্রশ্ন
কি আর করা। আসল কথায় যেতে হবে। চলুন এক নজরে দেখে নি সফট দুটো...
মাত্র ৪৪৯ কেবির এই পোর্টবল সফট টা এক কথায় জটিল। এটা তাদের জন্যি যারা আমার মত HTML(হাইপার টেক্সট মার্কআপ লেংগুয়েজ) শিখছেন। যেমনঃ মোহাম্মদ রকিবুল হায়দার এর একটা টিউনে আছে।
প্রশ্ন: HTML এ এটি কিভাবে কাজ করে বা কিভাবে লিখলে এটি আউটপুট প্রদর্শন করে।
তিনিই উত্তর দিয়েছেন প্রথমে নোটপ্যাড++ ডাউনলোড করুন। এরপর
<h1>This is Heading one</h1> <h2>This is Heading two</h2> <h3>This is Heading three</h3> <h4>This is Heading four</h4> <h5>This is Heading five</h5> <h6>This is Heading six</h6>
এরপর এটি যেকোন নামে অথবা heading.html নামে সেভ(save) করুন
এরপর সেভ করা ফাইলটিতে ডাবল ক্লীক করার পর আউটপুট হিসেবে আপনার ব্রাউজার আপনাকে যা দেখাবে তা নিম্নে দেওয়া হল:...
সত্যি কথা মহা সত্যি কথা। কিন্তু ভাই, কথা হল প্রযুক্তির যুগে যখন আমি শিখছি তখন পুরো ওয়েবপেজ বানাব কেন??? ক্রিকেটাররা প্রাকটিস তো নেটেই করে নাকি।
রকিবুল হায়দার ভাই মাইন্ড করবেন না। আমি আপনার বিরুদ্বে কিছু বলি নাই।(এমনিতেই আমার টাইম খারাপ যাচ্ছে)
এই সফটটা আপনাকে সাহায্য করবে সেই প্রাকটিসের জন্য। তাও এক্কেবারে লাইভ আউটপুট। তাছাড়া, এটা নিজেই অনেক কোড জানে যা আপনাকে সাহায্যে করবে।
প্রিভিউ দেখুন।
ডাউনলোড করে নিন এখান থেকে।
মজার কথা হল, আমি নিজেই এটা শিখছি 🙂 আমার কাছে খুবই ভালো লেগেছে তাই শেয়ার করলাম। 😉
ডাউনলোড করে নিন এখান থেকে।(৮২৮ কেবি)
তাই বিস্তারিত বলতে পারলাম না। 😉 এটা ম্যানুয়াল(মানে কিভাবে কি করবেন সেটা আর কি) ডাউনলোড করে নিন এখান থেকে।
আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।
thanks to share.এখন আমার অনেক পথ বাঁকী আছে এসব শিখতে