আপনার ডেস্কটপকে করে তুলুন আরো স্টাইলিশ – বাম্পটপ দিয়ে

প্রথমেই আপনার পড়ার ডেস্কটির কথা চিন্তা করুন। সামনের দেয়ালে ছোট ছোট চিরকুট স্টিকি করা। চারিদিকে স্তরে স্তরে আপনার দরকারী জিনিসপত্র এবং বই খাতা সাজানো। সবই আপনার নখদর্পনে। সবকিছু সর্টেড করা। আপনি আপনার মত সুন্দর করে অর্গানাইজ করছেন। অনেকে আবার আমার মত এলোমেলো করে রাখতে ভালোবাসেন। এলোমেলোটাই যেন আমার সাজানো।

এবার আসা যাক আপনার কম্পিউটারের ডেস্কটপে। এখানেও আপনার সব প্রয়োজনীয় ফোল্ডার ফাইল পত্র অর্গানাইজ করা তবে একই প্লেনে। সবই একটু চোখের নজরে খুজে নেয়া যায়। আবার মাঝে মাঝে চোখের দৃষ্টিও ধোকা খায়। তখন ফাইলের অদ্যাক্ষর চেপে খুজে বেড়াতে হয়।

যাই হোক এ সমস্ত কিছুই টিউনের বিষয়বস্তু নয়। আসলে আমি এই দুয়ের মাঝখানে ফারাক দেখাতে চাচ্ছিলাম। একটি আমাদের রিয়েল থ্রিডি জগৎ অপরটি আমারদের চিরপরিচিত ডেস্কটপ। ডেস্কটপকে অনেকে বেটার চয়েজ বললেও মোটামুটি আমাদের সবারই থ্রিডির প্রতি একটু বাড়তি আকর্ষন আছেই। অনেকেই এখন থ্রিডি এনভাইরোমেন্টের জন্যে অনেক সফটওয়্যারের এবং ওয়েবওয়্যারের মজা নিচ্ছেন। এরকম হাজারো থ্রিডি ডেস্কটপ আছে এবং আমরা ব্যবহারও করেছি শ'খানেক।

তবে এই সময়ে যে থ্রিডি ডেস্কটপ এনভাইরোমেন্টটি সবচেয়ে আলোচিত এবং প্রসংশিত, সেই বাম্পটপ কে ই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আজ।

বাম্পটপ কি

bumptop-full.png

দুই বছর আগে এক ভারতীয় বংশোদ্ভূত কম্পিউটার স্পেশালিস্ট ডেস্কটপ কম্পিউটারিং এর ক্ষেত্রে তার ভবিষ্যত প্ল্যানকে প্রেজেন্টেশানের মাধ্যমে তূলে ধরেছিলেন প্রথিবীর সামনে। তার আশা ছিল আপনার ডেস্কটপটি হবে ঠিক আপনার পড়ার ডেস্কটির মতই। যেখানে মানুষ ফাইল অর্গানাইজিং এবং হ্যান্ডেলিং এর ক্ষেত্রে আরো স্বাচ্ছন্দ্য বোধ করবে। তারই ফলশ্রুতিতে আজ টেকি ওয়ার্ল্ড পাচ্ছে সর্বাধুনিক এই থ্রিডি ডেস্কটপ "বাম্পটপ"।

ফিচার

প্রথমে যখন এই টুলের ডিক্লেয়ারেশান হয়েছিল তখন থেকেই মানুষ তাকিয়ে ছিল কি কি ফিচার ইনক্লুড হতে যাচ্ছে এই অসাধারন থ্রিডি এনভাইরোমেন্টে। তাই আসুন টিউনার বন্ধুরা এক নজরে দেখে নেই এর ফিচার সমূহ -

ডকুমেন্ট অর্গানাইজেশান

11-04-2009-21-05-09.jpg

ডকুমেন্ট অর্গানাইজেশানকে সিমপ্লিফাই করাই ছিল এর প্রাথমিক লক্ষ। এর ইউজাররা এতে রিলেটেড ফাইল সমূহ সর্টিং এর ক্ষেত্রে স্ট্যাকিং, ফ্যানআউট অথবা গ্রিডে প্লেস করেও ম্যানেজ করতে পারবেন। এছাড়াও আছে সার্চিং এর জন্যে স্পেসিফিক কি ওয়ার্ডের সুবিধা।

গ্রোয়িং এন্ড শ্রিঙ্কিং

একানে একটা মজার ইনফরমেশান আছে। ডেভেলপারদের মতে বাম্পটপ এই ক্ষেত্রে ফিজিক্সের ল মেনে চলে। এর ইউজার চাইলে তার প্রয়োজনীয় কোন ফাইল অথবা ফোল্ডারকে বড় করে দেখতে পারে ( ফোল্ডার / ফাইল সাইজ বড়ে করে দেয়া)। যাতে প্রয়োজনের সময় চট করেই হাতের কাছে খুজে নেয়া যায়।

পিকচার /  ইমেজেস

ঠিক আপনার ড্রয়িং রুমটির মত। দেয়ালে আপনার পছন্দের ছবিগুলোকে পিনআপ করিয়ে রাখতে পারবেন। মন চাইলে রোটেট করিয়ে, হালকা কাত করিয়েও ঝুলিয়ে রাখতে পারবেন। ঠিক যেন একটি ডায়নামিক ফটো ফ্রেম। এছাড়াও ইস্টিগ্রেট করতে পারবেন আপনার পিকিসা এ্যাকাউন্টের সাথে।

মাল্টিপল ডাইমেনশন

ফাইল সমূহকে অর্গানাইজ করার সুবিদার্থে বাম্পটপ এক্সট্রা স্পেস ক্রিয়েট করে থাকে। এটি সাধারনত তিনটি ওয়াল ক্রিয়েট করে থাকে যেখানে আপনি চাইলে এক এক দেয়ালে আপনার এক এক ক্যাটেগরির ফাইল ম্যানেজ করতে পারবেন।

স্টিকি নোট

ঠিক যেন সেই পড়ার টেবিলেই ফিরে গেলাম। আপনি চাইলে আপনার কোন রিমাইন্ডার বা কোন ইম্পরট্যান্ট নোট আপনার বাম্পটপ ওয়ালে স্টিকি করে ঝুলিয়ে রাখতে পারবেন।

ইন্সট্যান্ট ইন্টিগ্রেশান

11-04-2009-21-16-18.jpg

এর আগেই বলেছি এর সাথে আপনি চাইলে আপনার ফটো স্টোর পিকাসার সাথে ইন্টিগ্রেটেড থাকতে পারবেন। এছাড়াও আছে ফেসবুক, মাইস্পেস, টুইটার ইন্টিগ্রেশান।

আমি বাম্পটপে সুইচ হয়ে গেছি। টিউনার বন্ধুরা আপনারা কবে হচ্ছেন??

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শামীম ভাই কিসের লিংক দিয়েছেন?? দয়া করে এতটু বলবেন কি??

টিনটিন ভাই আজকের যুগান্তরে টেকটিউনস এর খবর আসছে। আর আগামী মঙ্গলবার প্রথমআলোতে এবং ইনকিলাবেও আসবে। আজকেরটা দেখার লিংক http://www.jugantor.com/online/content/2009/04/17/all0238.htm

সাংঘাতিক নিউজ ……. হঠাৎ এই কারিশমা টা হইল কি ভাবে??

Level 0

ডাউনলোড লিংক কোথায় ভাই?

বাম্পটপ কি?? ঐখানে টোকা মারেন ………

ছবি দেখে ত ভাল্লাগল। তয় আমার ভিস্তা থাকতে এটা কি চলব? র‌্যাম ২ জিবি!
ডাউনলোড লিংক না দিয়া সাইট লিংক টা দেন।

আমার ভিস্তাতে আমি এটা ইন্সটল করেছি বেশ কয়েকদিন আগেই কিন্তু চালাতে পারছিনা, openGL 2 দরকার, কিভাবে পাব? টিনটিন ভাই আমাকে জানান কিভাবে আমি openGL পাব? আমার গ্রাফিক্স কার্ড হচ্ছে nvidia Geforce 2 mx 400 (64mb).